Categories: Mobiles

ক্যামেরা থেকে প্রসেসর, iQOO Neo 9 Pro-র সব স্পেসিফিকেশন অনলাইনে লিক হয়ে গেল

আইকোর আসন্ন মিড-রেঞ্জ স্মার্টফোন সিরিজ, iQOO Neo 9 নিয়ে বেশ কিছুদিন ধরেই প্রযুক্তি মহলে জল্পনা চলছে। এই লাইনআপের ডিভাইসগুলির সম্পর্কে একাধিক তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। আর এখন ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি সিরিজটির অফিসিয়াল টিজার শেয়ার করছে। Neo 9 সিরিজে স্ট্যান্ডার্ড iQOO Neo 9 এবং iQOO Neo 9 Pro নামে দু’টি মডেল আসবে। ডিসেম্বরে আত্মপ্রকাশ করবে চীনে। Neo 9 সিরিজ এ বছরের জন্য আইকোর শেষ লঞ্চ হবে বলে খবর। সম্প্রতি চীনের 3C (CCC) সার্টিফিকেশন সাইটে iQOO Neo 9 Pro দেখা গিয়েছে। যা Neo 9 Pro-এর ফাস্ট চার্জিং ক্ষমতা প্রকাশ করেছে। আর এখন স্মার্টফোনটির সম্পূর্ণ স্পেসিফিকেশন ফাঁস হয়ে গিয়েছে।

iQOO Neo 9 Pro-এর স্পেসিফিকেশন (সম্ভাব্য)

যোগেশ ব্রার তার এক্স (সাবেক টুইটারে) পোস্টে দাবি করেছেন, আইকো নিও ৯ প্রো-এ ৬.৭৮ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে থাকবে, যা ১৪৪ হাই রিফ্রেশ রেট অফার করবে। ডিভাইসটি ৪ ন্যানোমিটার প্রক্রিয়ার ওপর নির্মিত মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ চিপসেট দ্বারা চালিত হবে, যার সাথে মালি-জি৭২০ ইম্মর্টালিস এমপি১২ জিপিইউ যুক্ত থাকবে।

আইকো নিও ৯ প্রো অ্যান্ড্রয়েড ১৪-ভিত্তিক অরিজিনওএস ৪ (Origin OS 4) সফটওয়্যারে চলবে। আইকো এখনও এই ফোনের গ্লোবাল লঞ্চের বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানায়নি। যদিও কোম্পানিটি এর পূর্বসূরি আইকো নিও ৮ প্রো স্মার্টফোনটিকে চীনা বাজারে সীমাবদ্ধ করেছিল। তবে, যোগেশ ব্রার ইঙ্গিত দিয়েছেন যে, এই আইকো ডিভাইসটি বিশ্ব বাজারে লঞ্চ করতে পারে।

এছাড়া, iQOO Neo 9 Pro-এ Q1 সুপারকম্পিউটিং চিপসেট ব্যবহার হবে, যা লেটেস্ট ফ্ল্যাগশিপ iQOO 12 5G স্মার্টফোনেও ব্যবহার করা হয়েছে। Q1 সুপারকম্পিউটিং চিপসেট ফোনটিকে আরও ভাল গেমিং পারফরম্যান্স অর্জনে সাহায্য করবে। এতে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং আইআর (IR) ব্লাস্টার উপস্থিত থাকবে।

iQOO Neo 9 Pro ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে আসবে। যা অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি ক্যামেরা ও ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স দ্বারা গঠিত। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Neo 9 Pro ফোনটিতে ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং প্রযুক্তির সাপোর্ট সহ বড় ৫,০০০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হবে।

উল্লেখ্য, নতুন টিজারগুলি নিশ্চিত করে যে, iQOO Neo 9 Pro ডুয়েল টোন ব্যাক প্যানেলের সাথে আত্মপ্রকাশ করবে৷ পাওয়ার বাটন এবং ভলিউম রকার ডানদিকে দেখা যাবে। ইনফ্রারেড সেন্সর এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক ফোনের ওপরে থাকবে। আর ইউএসবি টাইপ-সি পোর্ট, স্পিকার গ্রিল, প্রাথমিক মাইক্রোফোন এবং সিম কার্ড ট্রে হ্যান্ডসেটের নীচের অংশে অবস্থান করবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

3 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago