iQOO Neo 9 Pro Launched India

iQOO Neo 9 Pro ফাটাফাটি ফিচারের সাথে ভারতে লঞ্চ হল, Sony ক্যামেরা সহ সুপারকম্পিউটিং চিপ, কি নেই

iQOO আজ ভারতের বাজারে বহুল প্রতীক্ষিত iQOO Neo 9 Pro স্মার্টফোনের ঘোষণা করলো। এটি হল একটি ফ্ল্যাগশিপ কিলার হ্যান্ডসেট, যা বিদ্যমান Neo 7 Pro মডেলের উত্তরসূরি হিসেবে এসেছে। Neo-সিরিজের এই লেটেস্ট মডেল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর দ্বারা চালিত। এছাড়া এতে – ১৪৪ হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেটের LTPO AMOLED ডিসপ্লে প্যানেল, ৫০ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম স্কিন, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সমর্থিত শক্তিশালী ব্যাটারি আছে। চলুন নতুন iQOO Neo 9 Pro স্মার্টফোনের দাম, লভ্যতা, সেল অফার এবং কনফিগারেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

ভারতে iQOO Neo 9 Pro স্মার্টফোনের দাম, লভ্যতা ও সেল অফার

এদেশের বাজারে আইকো নিও ৯ প্রো স্মার্টফোন মোট তিনটি স্টোরেজ কনফিগারেশনে এসেছে। এক্ষেত্রে ৮ জিবি + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৫,৯৯৯ টাকা, ৩৭,৯৯৯ টাকা ও ৩৯,৯৯৯ টাকা ধার্য করা হয়েছে। এটি – ফায়ারি রেড ও কনকারর ব্ল্যাক কালার অপশনে লঞ্চ হয়েছে।

আগ্রহীদের জানিয়ে রাখি, আজ থেকেই এই হ্যান্ডসেটের প্রি-বুকিং শুরু হয়েছে। আপনারা আগামীকাল অর্থাৎ ২৩শে ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে আইকো স্টোর এবং ই-কমার্স সাইট অ্যামাজনের মাধ্যমে এই ফোনের শেষ দুটি স্টোরেজ বিকল্প প্রথমবার ওপেন সেলে কিনতে পারবেন। আর ৮ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ অপশনের জন্য আগামী ২১শে মার্চ সেলের আয়োজন করা হবে।

এবার আসা যাক আইকো নিও ৯ প্রো এর সাথে পাওয়া লঞ্চ অফারের প্রসঙ্গে। আইকো ব্র্যান্ডের এই নয়া ডিভাইসের ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে ফ্লাট ১,০০০ টাকার ছাড় দেওয়া হচ্ছে। এই অফার আগামী ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বৈধ থাকবে। আবার ICICI এবং HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ড ব্যবহার করে পেমেন্ট করার ক্ষেত্রে মিলবে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট। এছাড়া আইকো এবং ভিভো ব্র্যান্ডের স্মার্টফোন বিনিময় করলে ক্রেতারা ৪,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস হস্তগত করতে পারবেন। যদিও অন্যান্য সংস্থার স্মার্টফোনের সাথে মাত্র ২,০০০ টাকার এক্সচেঞ্জ ভ্যালু দেওয়া হবে৷

iQOO Neo 9 Pro স্মার্টফোনের স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত iQOO Neo 9 Pro স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ১.৫কে (২৮০০x১২৬০ পিক্সেল) LTPO AMOLED ডিসপ্লে প্যানেল রয়েছে। এই ডিসপ্লেও – ১-১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিট পিক ব্রাইটনেস এবং ২১৬০ হার্টজ PWM ডিমিং প্রযুক্তি সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে অ্যাড্রেনো ৭৪০ জিপিইউ এবং কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ডিভাইসটিতে আইকো কিউ১ সুপারকম্পিউটিং চিপও থাকছে। এটি ১২ জিবি পর্যন্ত LPDDR5X র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি UFS 4.0 মেমরি পাওয়া যাবে। যদিও এই ফোনে অতিরিক্তভাবে আরো ১২ জিবি পর্যন্ত এক্সটেন্ডেড র‍্যাম ফিচার সাপোর্ট করে। অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচওএস ১৪ কাস্টম স্কিন প্রি-লোডেড থাকছে। সংস্থার তরফ থেকে তাদের এই নয়া হ্যান্ডসেটের সাথে তিনটি অ্যান্ড্রয়েড আপগ্রেড এবং চার বছরের সিকিউরিটি প্যাচ আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে৷

iQOO Neo 9 Pro স্মার্টফোনে রয়েছে LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৮৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেলের Sony IMX920 প্রাইমারি সেন্সর (সেন্সর সাইজ – ১/১.৪৯ ইঞ্চি) এবং এফ/২.২ অ্যাপারচার ও OIS সহ ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এদিকে ডিভাইসের সামনে এফ/২.৪৫ অ্যাপারচার সমর্থিত ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার লক্ষ্যণীয়। সিকিউরিটি ফিচার হিসাবে এই ফোনে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান।

কানেক্টিভিটির জন্য iQOO Neo 9 Pro মডেলে ডুয়াল সিম স্লট, ৫জি, ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু এবং নাভিক অন্তর্ভুক্ত থাকছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৫,১৬০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১২০ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই ব্যাটারি ৬৫ ওয়াট ইউএসবি পাওয়ার ডেলিভারি চার্জিংও সমর্থন করে। iQOO Neo 9 Pro স্মার্টফোনের পরিমাপ ১৬৩.৫৩×৭৫.৬৮×৮.৩৪ মিমি (ফায়ারি রেড) / ৭.৯৯ মিমি (কনকারর ব্ল্যাক) এবং ওজন ১৯০ গ্রাম (ফায়ারি রেড) / ১৯৬ গ্রাম (কনকারর ব্ল্যাক)।