iQOO ও Vivo-এর কামাল, এবার ফ্ল্যাগশিপ ফোনেও থাকবে 6000mAh ব্যাটারি

গতবছর অর্থাৎ ২০২২ সালে বাজারে এসেছিল iQOO 10 Pro। এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া প্রথম ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোন ছিল। এরপর এর…

গতবছর অর্থাৎ ২০২২ সালে বাজারে এসেছিল iQOO 10 Pro। এটি গ্লোবাল মার্কেটে লঞ্চ হওয়া প্রথম ২০০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট যুক্ত ফোন ছিল। এরপর এর উত্তরসূরী iQOO 11 Pro -তেও একই চার্জিং প্রযুক্তি দেখা যায়। তবে রিপোর্ট অনুযায়ী, আসন্ন iQOO 12 Pro ডিভাইসটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ আসবে। কারণ সংস্থার তরফে ফাস্ট চার্জিং প্রযুক্তি নিয়ে বেশি আগ্রহ কম দেখানো হচ্ছে। এর পরিবর্তে ব্যাটারি ক্যাপাসিটি নিয়ে কাজ করতে চাইছে Vivo ও তার সাব ব্র্যান্ড iQOO।

২০০ ওয়াট চার্জিং টেক নিয়ে উৎসাহ কমাচ্ছে Vivo

নয়া একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ভিভো তাদের ২০০ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি নিয়ে এক্ষুনি আর কাজ করতে আগ্রহী নয়। এর পরিবর্তে সংস্থাটি ১২০ ওয়াট/১০০ ওয়াট চার্জিং প্রযুক্তি নিয়ে কাজ করতে চায়। পাশাপাশি তারা ডিভাইসের ব্যাটারি ক্যাপাসিটি বাড়াতে চাইছে। জানা গেছে যে, আসন্ন iQOO ফোনে ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে।

যদিও আমরা iQOO 12 ও iQOO 12 Pro ফোনের ব্যাটারি ক্যাপাসিটি ইতিমধ্যেই জেনে গেছি। রিপোর্ট অনুযায়ী, বেস ও প্রো মডেলে যথাক্রমে ৫,০০০ এমএএইচ ও ৫৪০০ এমএএইচ ব্যাটারি থাকবে। পাশাপাশি এতে ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

তাই বলা যায় যে, iQOO 13 সিরিজে ৬,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে। এছাড়া Vivo-র আপকামিং ফোনেও এই ব্যাটারি থাকবে। যদিও ঠিক কোন সিরিজ থেকে এত ব্যাটারি ক্যাপাসিটি পাওয়া যাবে তা এখনও জানা যায়নি।