মাল্টি-টাস্কিং থেকে গেমিং, সব হবে মাখনের মতো, iQOO Z7 Pro 5G-র প্রসেসরের কামাল

আইকো বর্তমানে একটি নতুন Z-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে iQOO Z7 Pro 5G নামের হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে…

আইকো বর্তমানে একটি নতুন Z-সিরিজ স্মার্টফোন লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ভিভো (Vivo)-অধীনস্থ ব্র্যান্ডটি নিশ্চিত করেছে যে iQOO Z7 Pro 5G নামের হ্যান্ডসেটটি শীঘ্রই ভারতে আসবে। স্পেসিফিকেশনের দিক থেকে, এটি Z7 5G এবং Z7s 5G-এর ওপরে অবস্থান করবে। সংস্থা আরও ঘোষণা করেছে, Z7 Pro 5G-তে কার্ভড ডিসপ্লে থাকবে, যা ভারতে জেড সিরিজের ফোনে প্রথমবার দেখা যাবে। আবার এখন, ফোনটির পারফরম্যান্স সম্পর্কে ধারণা পাওয়া গিয়েছে। iQOO Z7 Pro 5G-তে MediaTek Dimensity প্রসেসর থাকবে। ফোনের AnTuTu স্কোরও প্রকাশ্যে এসেছে। তাহলে ভারতে লঞ্চের আগে iQOO Z7 Pro 5G সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

iQOO Z7 Pro 5G ভারতে শীঘ্রই লঞ্চ হবে

আইকো জেড৭ প্রো ৫জি ভারতে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হিসাবে লঞ্চ হবে। ফোনটির সঠিক লঞ্চের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে তার আগেই এখন টিপস্টার মুকুল শর্মা দাবি করেছেন যে, এই হ্যান্ডসেটতে শক্তিশালী মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে। একই চিপসেট আগে ভিভো ভি২৭ ৫জি-তেও ব্যবহার করা হয়েছে। চিপটি ৪ ন্যানোমিটার ফ্যাব্রিকেশন প্রক্রিয়ার ওপর ভিত্তি করে নির্মিত এবং সর্বোচ্চ ক্লক স্পিড ২.৮ গিগাহার্টজ।

শোনা যাচ্ছে, আইকো জেড৭ প্রো ৫জি ফোনটি আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কে ৭,০০, ০০০-এরও বেশি পয়েন্ট স্কোর করেছে এবং বলা হয় যে এটি তার সেগমেন্টে দ্রুততম হ্যান্ডসেট হবে। তবে, আইকো অফিশিয়ালি এখনও ফোনের প্রসেসর বা আনটুটু স্কোর নিশ্চিত করেনি। কোম্পানি অবশ্য জানিয়েছে যে, জেড৭ প্রো ৫জি-তে কেন্দ্রীভূত হোল-পাঞ্চ কাটআউট সহ কার্ভড ডিসপ্লে থাকবে। টিজার ইমেজ অনুযায়ী, স্ক্রিনের তিনদিকের বাকি বেজেলের তুলনায় নীচের বেজেল কিছুটা পুরু হবে।

জানিয়ে রাখি, iQOO Z7 Pro 5G অ্যামাজনে পাওয়া যাবে বলে নিশ্চিত করা হয়েছে। এতে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে, এর স্ক্রিনের আকার ভারতে আইকোর বাকি প্রিমিয়াম স্মার্টফোন লাইনআপের মতোই। অ্যামোলেড ডিসপ্লেটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ অ্যাসপেক্ট রেশিও অফার করবে। iQOO Z7 Pro 5G ৮ জিবি/ ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/ ২৫৬ জিবি স্টোরেজ বিকল্পের সাথে আসবে বলে জানা গেছে। এছাড়াও, ফোনটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) কাস্টম স্কিনে রান করবে।

পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z7 Pro 5G-তে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৬ ওয়াট ফ্ল্যাশচার্জ ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। পিছনে ডুয়েল-ক্যামেরা সেটআপ উপস্থিত থাকবে, যার মধ্যে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা অবস্থান করবে। আর সেলফির জন্য, ফোনটির সামনে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেখা যাবে। দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে। ফোনটি আগস্টের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে আত্মপ্রকাশ করতে পারে।