iQOO Z7 Pro Launch Date

গ্রাফাইট ম্যাট রঙে আসছে iQOO Z7 Pro, কার্ভড স্ক্রিনের সঙ্গে থাকবে 66W ফাস্ট চার্জিং

আইকো আগামী ৩১ আগস্ট ভারতে iQOO Z7 Pro লঞ্চ করবে বলে ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। তাই ক্রেতাদের আকর্ষিত করতে ভিভোর সাব ব্র্যান্ডটির তরফে একাধিক প্রমোশনাল টিজার শেয়ার করা হচ্ছে। ক’দিন আগে ব্লু লেগুন কালার অপশনের ছবি সামনে আনার পর এবার গ্রাফাইট ম্যাট নামে iQOO Z7 Pro-এর আরেটি কালার ভ্যারিয়েন্ট সামনে এনেছে সংস্থা।

iQOO Z7 Pro-এর নতুন কালার ভ্যারিয়েন্ট

আইকো দ্বারা শেয়ার করা জেড৭ প্রো-এর নতুন টিজারে ফোনটির আরেকটি কালার অপশনের লুক শেয়ার করা হয়েছে, যার নাম গ্রাফাইট ম্যাট। ছবিটি ম্যাট ফিনিশের সাথে ফোনের কালো রঙের ব্যাক প্যানেলটি দেখিয়েছে। ফলে বেশ পরিষ্কার যে ভারতে লঞ্চ হতে চলা জেড৭ প্রো মডেলটি আসলে ভিভো এস১৭ই-এর রিব্র্যান্ডেড সংস্করণ, যা গত মে মাসে চীনে মুক্তি পেয়েছে৷

এই বিষয়টি অবশ্য নতুন কিছু নয়। কারণ চীনা ব্র্যান্ডগুলি বিশ্ব বাজারে তাদের সাব-ব্র্যান্ডের মাধ্যমে অনেকসময় চায়না-এক্সক্লুসিভ স্মার্টফোন লঞ্চ করে থাকে। আসুন দেখে নেওয়া যাক স্পেসিফিকেশনের পরিপ্রেক্ষিতে আইকো জেড৭ প্রো কী কী অফার করতে পারে।

iQOO Z7 Pro-এর স্পেসিফিকেশন (প্রত্যাশিত)

আইকো ইতিমধ্যেই আসন্ন স্মার্টফোনটির এক গুচ্ছ বৈশিষ্ট্য টিজ করেছে। যেমন জানা যাচ্ছে, আইকো জেড৭ প্রো আনটুটু (AnTuTu) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে ৭,২০,০০০-এর পয়েন্ট অর্জন করেছে। ফোনটি ৮ জিবি পর্যন্ত র‍্যাম অফার করবে এবং এটিতে একটি কার্ভড ডিসপ্লে থাকবে নিশ্চিত করা হয়েছে।

যেহেতু, iQOO Z7 Pro ফোনটি Vivo S17e-এর একটি রিব্র্যান্ডের ভার্সন হবে বলে শোনা যাচ্ছে, তাই এতে সম্ভবত ২০:৯ অ্যাসপেক্ট রেশিও সহ ৬.৭৮ ইঞ্চির ফুলএইচডি অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে থাকবে, যা এইচডিআর১০+ সাপোর্ট এবং ১,৩০০ নিট পর্যন্ত পিক ব্রাইটনেস অফার করবে৷ স্ক্রিনটির সর্বোচ্চ রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।

ফটোগ্রাফির জন্য, iQOO Z7 Pro সম্ভবত অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর যুক্ত ডুয়েল ক্যামেরা সেটআপের সাথে আসবে। আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত থাকতে পারে। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য, এই স্মার্টফোনটিতে ৪,৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে বলে আশা করা হচ্ছে।