Cyber Fraud: আয়ারল্যান্ডে পড়তে গিয়ে অনলাইন জালিয়াতির শিকার ভারতীয় ছাত্র! অ্যাকাউন্ট থেকে গায়েব ৫.৩০ লাখ টাকা

ক্রমবর্ধমান অনলাইন জালিয়াতির নয়া শিকার হয়ে এবার কয়েক লক্ষ টাকা খুইয়ে বসলেন এক ব্যক্তি। জানা গেছে, মহারাষ্ট্রের থানে নিবাসী ওই ব্যক্তি আয়ারল্যান্ডের ডাবলিন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন। কিন্তু অতি সম্প্রতি তিনি এক সাইবার প্রতারকের (Cyber Fraud) ফাঁদে পা দিয়ে ৫.৩০ লাখ টাকা হারিয়েছেন।

সংবাদসংস্থা পিটিআই জানিয়েছেন, মান্দার কোটনিস নামের ওই ব্যক্তি কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রির জন্য পড়াশোনা করছেন; চলতি বছরের ২রা সেপ্টেম্বর তিনি এই কারণে আয়ারল্যান্ডেও যান। কিন্তু ২৩শে সেপ্টেম্বর তাঁর কাছে একটি ফোন আসে, যেখানে কলার নিজেকে আইরিশ কর্মকর্তা বলে পরিচয় দেয়।

এরপর কলার, মান্দারকে বলে যে তিনি এমন কিছু সাইট দেখেছেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ এবং হ্যাকাররা তার অ্যাকাউন্ট থেকে টাকা ছিনিয়ে নিতে পারে। বিপত্তি এড়ানোর জন্য, তার থানে অ্যাকাউন্টে থাকা টাকা নির্দিষ্ট অ্যাকাউন্টে স্থানান্তর করতে বলা হয়। আর সাত পাঁচ না ভেবে ভিক্টিম সেই কলারের কথামত পদক্ষেপ নেন এবং কিছুক্ষণের মধ্যে বুঝতে পারেন যে তাঁর ৫.৩০ লক্ষ টাকা খোয়া গেছে।

এক্ষেত্রে মান্দার, অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে আইপিসি এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে একটি মামলা দায়ের করেছেন বলে থানে পুলিশের পিআরও জয়মালা ওয়াসভে জানিয়েছেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন