Categories: Mobiles

দুর্দান্ত ফিচার, সঙ্গে পাওয়ারফুল পারফরম্যান্স, বাজার তোলপাড় করতে আসছে iQOO Z8

আইকো চীনের বাজারে গত মে মাস তাদের Neo সিরিজের অধীনে iQOO Neo 8 এবং Neo Pro স্মার্টফোনগুলি লঞ্চ করেছে। এছাড়াও কয়েক সপ্তাহ আগে, ব্র্যান্ডটি নতুন iQOO 11 সিরিজের স্মার্টফোন, iQOO 11S-এর ওপর থেকেও পর্দা সরিয়েছে। আর এগুলির লঞ্চের পর, আইকো বর্তমানে তাদের Z-সিরিজের একটি নতুন স্মার্টফোন লঞ্চের জন্য প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে। এই ডিভাইসটি iQOO Z8 নামে বাজারে পা রাখতে পারে। লঞ্চের আগেই, এক সুপরিচিত টিপস্টার ফোনটির কিছু বৈশিষ্ট্য অনলাইনে প্রকাশ করেছেন। iQOO Z8 এই বছরের শুরুতে চীনে লঞ্চ হওয়া iQOO Z7 5G-এর উত্তরসূরি হিসেবে আসবে। আসুন ফোনটির সম্পর্কে কি কি তথ্য সামনে এসেছে, জেনে নেওয়া যাক।

iQOO Z8-এর স্পেসিফিকেশন প্রকাশ্যে এল

টিপস্টার ডিজিট্যাল চ্যাট স্টেশনের দাবি, আইকো জেড৮ এলসিডি প্যানেল যুক্ত একটি উচ্চ-ক্ষমতাসম্পন্ন ফ্ল্যাগশিপ ফোন হবে। এতে দুটি ২,৪৪০ এমএএইচ ব্যাটারি সমন্বিত ডুয়েল-সেল ব্যাটারি থাকবে। এছাড়াও, টিপস্টার জানিয়েছেন যে এটি ১২০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে। তবে এগুলি ছাড়া, স্মার্টফোনের অন্যান্য স্পেসিফিকেশন এখনও পর্যন্ত অজানা। যদি, আইকো জেড৮ আগামী কয়েক দিনের মধ্যে কোনও সার্টিফিকেশন প্ল্যাটফর্ম বা বেঞ্চমার্কে উপস্থিত হয়, তাহলে এটি সম্পর্কে আরও তথ্য জানা যাবে। ডিভাইসটির আনুষ্ঠানিক লঞ্চের তারিখও নিশ্চিত করা হয়নি, তবে আশা করা হচ্ছে হ্যান্ডসেটটি আগস্টের শেষের দিকে চীনের বাজারে আত্মপ্রকাশ করবে।

জানিয়ে রাখি, আইকো জেড৮-এর পূর্বসূরি আইকো জেড৭-এ ফুলএইচডি+ রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির আইপিএস এলসিডি ডিসপ্লে রয়েছে, যা ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও এবং একটি পাঞ্চ-হোল কাটআউট অফার করে। ফোনটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৮২জি প্রসেসর দ্বারা চালিত, যা সর্বোচ্চ ১২ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইউএফএস ২.২ স্টোরেজের সাথে যুক্ত।

এছাড়াও, স্মার্টফোনটিতে ডুয়েল-ক্যামেরা সেটআপ রয়েছে, যা ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর দ্বারা গঠিত। iQOO Z7-এর অন্যান্য বৈশিষ্ট্যগুলি মধ্যে রয়েছে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক, বড় ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি এবং ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট৷

উল্লেখ্য, চীনা ভ্যারিয়েন্টের তুলনায় ভিন্ন স্পেসিফিকেশন সহ ফোনটিকে ভারতেও লঞ্চ করা হয়েছে। iQOO Z7 5G-এর ভারতীয় সংস্করণে ৬.৩৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যা ফুলএইচডি+ রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ৩৬০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ১,৩০০ নিট পিক ব্রাইটনেস এবং এইচডিআর১০+ সাপোর্ট করে। ফোনটি ডাইমেনসিটি ৯২০ প্রসেসর দ্বারা চালিত, যার সাথে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ১২৮ জিবি ইন-বিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

এছাড়া, ভারতে লঞ্চ হওয়া Z7 5G মডেলটি ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ, একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাক অফার করে। ভারতে ডিভাইসটির দাম ১৮,৯৯৯ টাকা এবং নরওয়ে ব্লু ও প্যাসিফিক নাইট কালারে পাওয়া যায়।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

Shikhar Dhawan: ক্রিকেটকে বিদায় জানালেও পাঁচটি এমন রেকর্ড যা এখনো শিখরের নামেই রয়েছে

সাম্প্রতিক সময় শিখর ধাওয়ান দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নিতে পারছিলেন না। তবে তার…

1 hour ago

Tata Nexon CNG: মারুতিকে চাপে ফেলতে পুজোর আগে আধুনিক গাড়ি লঞ্চ করবে টাটা

Tata Motors তাদের জনপ্রিয় এসইউভি, Nexon-এর CNG ভার্সন পুজোর আগেই লঞ্চ করবে বলে শোনা যাচ্ছে।…

1 hour ago

Airtel: বন্যায় বিপর্যস্ত গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবার ঘোষণা এয়ারটেলের

Airtel উত্তর-পূর্ব ভারতের প্রিপেড গ্রাহকদের জন্য বিনামূল্যে কল ও ডেটা পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছে।…

2 hours ago

নতুন Google ফোনের গেমিং পারফরম্যান্স কেমন? পরীক্ষায় উঠে এল অবাক করা তথ্য

তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারফরম্যান্সের সাথে আপস করছে Tensor G4 প্রসেসর চালিত স্মার্টফোন। নতুন Google Pixel…

2 hours ago

PAK vs BAN: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসেই লিড নিল বাংলাদেশ, পাহাড় সমান রান করেও থামতে নারাজ টাইগাররা

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান অধিনায়ক শান মাসুদ ১১ বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন। তবে…

2 hours ago

Shikhar Dhawan: ভারতের হয়ে খেলা নিজের সবচেয়ে পছন্দের ইনিংস কোনটি? অবসরের পর জানালেন ধাওয়ান

ভারতের অন্যতম তারকা ওপেনার শিখর ধাওয়ান শেষ ২০২২ সালে ভারতের হয়ে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমেছিলেন।…

3 hours ago