iQOO Z9 Geekbench Listing

iQOO Z9 লিস্টেড হল গিকবেঞ্চে, শক্তিশালী চিপসেটের সঙ্গে থাকবে 6000mah ব্যাটারি

আইকো (iQOO) এই মুহূর্তে তাদের Z-সিরিজের পরবর্তী স্মার্টফোনের ওপর কাজ করছে বলে জানা গেছে, যার নাম iQOO Z9। এটি ইতিমধ্যেই ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) এবং ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপ (Bluetooth SIG)-এর অনুমোদন লাভ করেছে। বিভিন্ন রিপোর্টের মাধ্যমে স্পেসিফিকেশনও উঠে এসেছে। আর এখন, iQOO Z9 গিকবেঞ্চ (GeekBench) বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে, যা যথারীতি এর কিছু প্রধান বৈশিষ্ট্য প্রকাশ করেছে। চলুন তাহলে দেখে নেওয়া যাক, বেঞ্চমার্ক লিস্টিং থেকে আসন্ন iQOO Z-সিরিজের ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে।

iQOO Z9-কে দেখা গেল Geekbench ডেটাবেসে

Vivo I2302 মডেল নম্বর সহ আইকো জেড৯ গিকবেঞ্চ ডেটাবেসে তালিকাভুক্ত হয়েছে। এই লিস্টিংটি প্রকাশ করেছে যে, ফোনটিতে k6886v1_64 কোডনেমের মাদারবোর্ড রয়েছে, যা ২ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কোর এবং ২.৮০ গিগাহার্টজ গতির দুটি কোর দ্বারা গঠিত। এই কোর কনফিগারেশন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেটের সাথে মিলে যায়। আইকো জেড৯ ফোনটি ৮ জিবি র‍্যাম অফার করবে, তবে লঞ্চের সময় আরও অপশন বাজারে আসবে বলে আশা করা যায়। এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ অপারেটিং সিস্টেমের রান করবে বলেও গিকবেঞ্চ ডেটাবেসে উল্লেখ করা হয়েছে।

বেঞ্চমার্ক ফলফলের ক্ষেত্রে, আইকো জেড৯ গিকবেঞ্চের সিঙ্গেল-কোর এবং মাল্টি-কোর টেস্টে যথাক্রমে ১,১৮৬ এবং ২,৬৮৩ পয়েন্ট স্কোর করেছে। জানিয়ে রাখি, এর আগে কিছু সূত্র এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ বা মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ প্রসেসর থাকবে বলে ইঙ্গিত করেছিল, যা বেঞ্চমার্কিং ডেটাবেসের তথ্যের সাথে মেলে না। তাই আইকো জেড৯-এর প্রসেসর সম্পর্কে স্পষ্টতা পেতে আরও রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে।

সাম্প্রতিক একটি প্রতিবেদন প্রকাশ করেছে যে, iQOO Z9-এ ১.৫কে রেজোলিউশন সহ ওলেড (OLED) ডিসপ্লে থাকবে৷ এটি পূর্বসূরি iQOO Z8-এর আইপিএস এলসিডি প্যানেলের তুলনায় একটি আপগ্রেড হবে। এতে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলেও জানা গেছে। এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে বলে শোনা যাচ্ছে। iQOO Z9 মার্চে অর্থাৎ আগামী মাসে লঞ্চ হতে পারে। তাই আগামী কয়েক সপ্তাহে এই ফোনটির সম্পর্কে আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।