Mobiles

iQOO Z9 Lite 5G: সস্তায় ফিচার্সে ভর্তি ফোন লঞ্চ করে চমকে দিল আইকিউ, রয়েছে 50MP সনি AI ক্যামেরা

কম দামে অত্যাধুনিক ফিচার্সে সুসজ্জিত স্মার্টফোন এনে চমকে দিল আইকিউ। ভিভোর এই সাব-ব্র্যান্ডটি আজ ভারতে আইকিউ জে৫৯ লাইভ ৫জি লঞ্চ করেছে। শক্তিশালী প্রসেসর, স্টাইলিশ ডিজাইন, ও উচ্চমানের ক্যামেরা এই ফোনের ইউএসপি। শুনলে অবাক হবেন, ব্যাঙ্ক ডিসকাউন্ট ধরে ১০,০০০ টাকার মধ্যে পকেটস্থ করতে পারবেন আইকিউ জে৫৯ লাইট ৫জি। কম বাজেটে যারা ভাল ৫জি খুঁজছেন, তাদের কাছে নতুন ফোনটিকে সেরা বিকল্প হিসাবে তুলে ধরেছে কোম্পানি।

আইকিউ জেড৯ লাইট ৫জি: স্পেসিফিকেশন, ফিচার্স, ও দাম

ডিসপ্লে: আইকিউর এই ফোনে ৬.৫৬ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ (৭২০x১৬০০ পিক্সেল) রেজোলিউশন, ১৬.৭ মিলিয়ন কালার, ও ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। হাই মোডে ফোনটির পিক ব্রাইটনেস ৮৫০ নিটস, ফলে ইনডোর বা আউটডোরে ফোনে কনটেন্ট দেখতে অসুবিধা হবে না। টিএইউভি রেইনল্যান্ডের ছাড়পত্র থাকার কারণে স্ক্রিন থেকে ক্ষতিকর নীল রশ্মির নির্গমনের পরিমান কম হবে।

প্রসেসর, র‍্যাম, স্টোরেজ: লো-বাজেট সেগমেন্টে আইকিউ জেড৯ লাইট ৫জি-কে সবচেয়ে শক্তিশালী ফাইভ-জি ফোন হিসাবে দাবি করা হয়েছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে। এটি ৪ জিবি + ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনে বেছে নেওয়া যাবে। মেমরি কার্ড ব্যবহার করে ১ টিবি পর্যন্ত স্টোরেজ বৃদ্ধি করতে পারবেন। আবার র‍্যাম ভার্চুয়ালি ১২ জিবি (৬ জিবি এক্সটেন্ডেড) অব্দি বাড়িয়ে নেওয়া যাবে।

ক্যামেরা: আইকিউ জেড৯ লাইট ৫জি-র পিছনে ৫০ মেগাপিক্সেলের সনি এআই ক্যামেরা বর্তমান। প্রাইমারি ক্যামেরাকে সঙ্গত দেওয়ার জন্য ২ মেগাপিক্সেলের বোকেহ ক্যামেরা উপস্থিত। এআই ফটো এনহান্স ফিচার ঝাপসা ফটোকে পরিষ্কার এবং তীক্ষ্ণ করতে সাহায্য করবে। রাতে সুন্দর ছবি তোলার জন্য মিলবে চারটি স্টাইলিশ ফটো ফিল্টার।

ব্যাটারি এবং অন্যান্য: আইকিউ নতুন এই ফোনের মধ্যে ৫,০০০ এমএএইচ ব্যাটারি রেখেছে, যা ৩৭.২৮ ঘন্টার টকটাইম ও ২৩.১০ ঘন্টার ভিডিয়ো প্লেব্যাক টাইম অফার করবে। চার বছর পরেও ব্যাটারির স্বাস্থ্য ৮০ শতাংশ বজায় থাকবে বলে দাবি সংস্থার। ফোনটির অন্যান্য ফিচার্সের মধ্যে আইপি৬৪ ওয়াটার রেজিট্যান্স, ডুয়াল সিম ৫জি, সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডাইনামিক অডিও বুস্টার, অ্যান্টি স্ক্র্যাচ ডিজাইন, র‍্যাম সেভার, স্প্লিট স্ক্রিন, অ্যাপ রিটেনাইনার উল্লেখযোগ্য।

দাম, কালার, ও ব্যাঙ্ক অফার: আইকিউ জেড৯ লাইট ৫জি ৪ জিবি + ১২৮ জিবি ও ৬ জিবি + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে কিনতে পারবেন। দাম যথাক্রমে ১০,৪৯৯ টাকা ও ১১,৪৯৯ টাকা৷ আইসিআইসিআই ও এইচডিএফসি ব্যাঙ্কের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইএমআই স্কিমে ৫০০ টাকা ছাড় মিলবে। অফারটি শুধু জুলাই মাস জুড়ে পাওয়া যাবে।

আগামী ২০ জুলাই থেকে আমাজন, আইকিউ-এর অনলাইন স্টোর, ও রিটেল আউটলেটে সেল শুরু হচ্ছে। ফোনটি অ্যাকুয়া ফ্লো (নীল) ও মোকা ব্রাউন রঙের মধ্যে বেছে নেওয়া যাবে। সমুদ্রের উপর যেমন জলের ঢেউ খেলে বেড়ায়, অ্যাকুয়া ফ্লো কালার অপশনে ব্যাক প্যানেলের উপর তেমনই ডিজাইন প্রকাশ পেয়েছে।

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

27 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

34 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

43 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

54 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago