লঞ্চের আগেই iQOO Z9 সিরিজের ডিজাইন ফাঁস, অ্যান্টি-শেক ক্যামেরা সহ দুর্দান্ত লুকস

ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে সহ iQOO Z8 ও iQOO Z8x গত বছর সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল।…

ডুয়েল রিয়ার ক্যামেরা এবং ১২০ হার্টজ উচ্চ রিফ্রেশ রেট যুক্ত ডিসপ্লে সহ iQOO Z8 ও iQOO Z8x গত বছর সেপ্টেম্বর মাসে চীনে লঞ্চ করা হয়েছিল। বর্তমানে চীনা ব্র্যান্ডটি এর উত্তরসূরি হিসেবে iQOO Z9 সিরিজের ওপর কাজ করছে বলে জানা গেছে। যদিও ভিভো (Vivo)-এর সাব-ব্র্যান্ডটি এখনও হ্যান্ডসেটগুলির সম্পর্কে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি, তবে এখন এক সুপরিচিত টিপস্টার সোশ্যাল মিডিয়ায় আসন্ন হ্যান্ডসেটগুলির ছবি শেয়ার করেছেন। ফাঁস হওয়া রেন্ডারে iQOO Z9 সিরিজের ফোনগুলিকে ডুয়েল রিয়ার ক্যামেরা সহ লাইট ব্লু কালারে দেখা যাচ্ছে। প্রসঙ্গত, বর্তমান প্রজন্মের iQOO Z8 ফোনটিতে MediaTek Dimensity 8200 প্রসেসর রয়েছে, যেখানে iQOO Z8x-এ Qualcomm Snapdragon 6 Gen 1 চিপসেটটি ব্যবহার করা হয়েছে৷

ফাঁস হল iQOO Z9 সিরিজের রেন্ডার

এক চীনা টিপস্টার মাইক্রোব্লগিং সাইট ওয়েইবো-তে আইকো জেড৯ সিরিজের স্মার্টফোনের কিছু রেন্ডার পোস্ট করেছেন। সেখানে রিয়ার প্যানেলটি দেখা গেছে এবং এগুলি ফোনের লাইট ব্লু শেড সহ গ্রেডিয়েন্ট ডিজাইনটি তুলে ধরেছে৷ এই আইকো হ্যান্ডসেটগুলি ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ অফার করবে বলে জানা গেছে এবং ফোনগুলির ক্যামেরা মডিউলের পাশে ‘ওআইএস’ (OIS) টেক্সটটি দেখা গেছে, যা এর ক্যামেরায় অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশনের সাপোর্ট নিশ্চিত করে।

একটি ভ্যারিয়েন্টে বৃত্তাকার ক্যামেরা মডিউল আছে এবং অন্যটিতে বর্গাকার আকৃতির ক্যামেরা আইল্যান্ড দেখা গেছে। এছাড়াও, আইকো জেড৯ সিরিজের ফোনগুলির বাম পাশে ভলিউম কী এবং পাওয়ার বাটনটি অবস্থান করছে। তবে, আইকো এখনও তাদের পরবর্তী প্রজন্মের জেড-সিরিজ সম্পর্কে কোনও বিশদ তথ্য প্রকাশ করেনি। সুতরাং, এই রেন্ডারগুলির সত্যতা কতটা, তা জানতে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

Iqoo Z9

জানিয়ে রাখি, পূর্বসূরি আইকো জেড৮ লাইনআপে অন্তর্ভুক্ত স্ট্যান্ডার্ড আইকো জেড৮ এবং আইকো জেড৮এক্স – উভয় হ্যান্ডসেটই চীনে যথাক্রমে ১,৬৯৯ ইউয়ান (প্রায় ১৯.৩০০ টাকা) এবং ১,২৯৯ ইউয়ান (প্রায় ১৪,৮০০ টাকা) মূল্যের সাথে লঞ্চ করা হয়েছিল।

স্পেসিফিকেশন সম্পর্কে বললে, iQOO Z8 এবং iQOO Z8x-এ ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৬৪ ইঞ্চির আইপিএস ফুল-এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। iQOO Z8-এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সহ ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর উপস্থিত রয়েছে।

অন্যদিকে, iQOO Z8x এর ক্যামেরা ইউনিটে ওআইএস সাপোর্ট ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, iQOO Z8-এ ১২০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে, যেখানে iQOO Z8x ৪৪ ওয়াট ওয়্যার্ড ফ্ল্যাশ চার্জিং সাপোর্ট সহ বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান।