iQOO Z9 Turbo-এর ফার্স্ট লুক প্রকাশ করল সংস্থা, দেখতে অনেকটা iQOO 12-এর মতো

আইকো এপ্রিলেই তাদের Z-সিরিজের অধীনে iQOO Z9 Turbo নামে একটি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। ফোনটিকে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে।…

আইকো এপ্রিলেই তাদের Z-সিরিজের অধীনে iQOO Z9 Turbo নামে একটি সাশ্রয়ী মূল্যের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করতে চলেছে। ফোনটিকে নিয়ে বিগত কয়েক সপ্তাহ ধরেই জল্পনা চলছে। ফিচার্সও সামনে এসেছে। কিন্তু ডিজাইন নিশ্চিত করা যাচ্ছিল না। তবে আজ, সমস্ত কৌতুহলের অবসান ঘটিয়ে সংস্থার তরফে প্রথমবারের জন্য iQOO Z9 Turbo-এর ছবি প্রকাশ করা হয়েছে। একইসাথে প্রসেসর, ব্যাটারি, সহ নানা তথ্য সামনে এসেছে।

iQOO Z9 Turbo-এর ফার্স্ট লুক সামনে এল

আইকোর ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম) অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ছবিটি আসন্ন আইকো জেড9 টার্বো-এর ডিজাইন তুলে ধরেছে। ডিভাইসটিতে ফ্ল্যাট এজ এবং বর্গাকার ক্যামেরা মডিউল রয়েছে, যার ভিতরে দুটি ক্যামেরা সেন্সর এবং অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) লোগো রয়েছে। এই ক্যামেরা মডিউলের পাশে একটি ডুয়েল-টোন ডুয়েল-এলইডি ফ্ল্যাশ বর্তমান। ডিজাইনের ক্ষেত্রে, এটি ফ্ল্যাগশিপ আইকো 12 সিরিজের মতো দেখায়।

আইকো জানিয়েছে যে, আইকো জেড9 টার্বো ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s জেন 3 প্রসেসর চালিত ফোনগুলির প্রথম ব্যাচের মধ্যে থাকবে। এটি ফ্ল্যাগশিপ স্ন্যাপড্রাগন 8 জেন 3 চিপসেটের টোন-ডাউন সংস্করণ। প্রসঙ্গত, গত মাসে শাওমি সিভি 4 প্রো চীনে বিশ্বের প্রথম SD8sG3 ফোন হিসেবে আত্মপ্রকাশ করেছে।

আগামীকাল (এপ্রিল 10) চীনে একই চিপসেটের সাথে Redmi Turbo 3 ফোনটি আত্মপ্রকাশ করতে চলেছে৷ আসন্ন Realme GT Neo 6-এও এই চিপ থাকবে। যদিও iQOO Z9 Turbo এ মাসেই আত্মপ্রকাশ করবে বলে নিশ্চিত করা হয়েছে, তবে Realme GT Neo 6-এর লঞ্চ টাইমলাইন সম্পর্কে এখনও কোনও স্পষ্টতা নেই।

কোম্পানি নিশ্চিত করেছে যে, পারফরম্যান্স-কেন্দ্রিক iQOO Z9 Turbo গ্রাফিক্স পরিচালনার জন্য একটি স্বতন্ত্র চিপ, 6K ভিসি হিট ডিসিপেশন সিস্টেম এবং বিশাল 6,000 এমএএইচ ব্যাটারি সহ আসবে। রিপোর্ট অনুযায়ী, ডিভাইসটি 80 ওয়াট ফাস্ট চার্জিং চার্জিং সাপোর্ট করবে।

এছাড়াও জানা গেছে যে, iQOO Z9 Turbo-এ 6.78 ইঞ্চির ফ্ল্যাট ওলেড (OLED) স্ক্রিন থাকবে, যা 1.5K রেজোলিউশন এবং 144 হার্টজ রিফ্রেশ রেট অফার করবে। এটি 12 জিবি / 16 জিবি এলপিডিডিআর5এক্স র‍্যাম এবং 512 জিবি বিল্ট-ইন ইউএফএস 4.0 স্টোরেজের সাথে আসবে বলে আশা করা হচ্ছে। আর ফটোগ্রাফির জন্য, iQOO Z9 Turbo-এ 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ ডুয়েল-ক্যামেরা সিস্টেম উপস্থিত থাকতে পারে। আর ফোনের সামনে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে।