Mobiles

21 আগস্ট ভারতে লঞ্চ হবে iQOO Z9s সিরিজ, সমস্ত জল্পনা উড়িয়ে ঘোষণা করল সংস্থা

আইকিউ বেশ কিছুদিন ধরেই তাদের জেড৯এস সিরিজটি বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে। আর আজ কোম্পানি অবশেষে আসন্ন মিড-রেঞ্জ ডিভাইসগুলির লঞ্চের তারিখ নিশ্চিত করেছে। আইকিউ জেড৯এস এবং আইকিউ জেড৯এস প্রো মডেল দুটি আগামী ২১ আগস্ট লঞ্চ হতে চলেছে, অর্থাৎ ইভেন্টটির জন্য প্রায় তিন সপ্তাহ বাকি। আইকিউ-এর এই নতুন মডেলগুলি ভারতে সম্ভবত ৩০,০০০ টাকার কম মূল্যে পাওয়া যাবে। লঞ্চের আগে, আইকিউ জেড৯এস প্রো মডেলের কিছু স্পেসিফিকেশন এবং ফিচার ইতিমধ্যেই অনলাইনে ফাঁস হয়েছে, যা এটি কি কি অফার করতে পারে তার ধারণা দিয়েছে। আসুন এগুলি সর্ম্পকে জেনে নেওয়া যাক।

আইকিউ জেড৯এস সিরিজ চলতি মাসেই আসছে ভারতীয় বাজারে

আইকিউ জেড৯এস এবং আইকিউ জেড৯এস প্রো মডেলগুলি বিভিন্ন কালার অপশনে পাওয়া যাবে। স্ট্যান্ডার্ড সংস্করণটি গ্রে এবং লাইট গ্রিন কালারে আসবে, এতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। প্রো মডেলটি হোয়াইট এবং অরেঞ্জ কালারে পাওয়া যাবে এবং এগুলিতে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ থাকবে। উভয় ডিভাইসে ভাল গ্রিপের জন্য কার্ভভ ফ্রেম দেখা যাবে। তবে এর বেশি তথ্য এখনও সামনে আসেনি।

টিপস্টার সঞ্জু চৌধুরী দাবি করেছেন যে, তিনি আইকিউ জেড ৯এস প্রো ফোনের স্পেসিফিকেশন ফাঁস করেছেন। তার মতে, ডিভাইসটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ৬.৭৮ ইঞ্চির কার্ভড অ্যামোলেড ডিসপ্লে থাকবে। প্রো মডেলটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ প্রসেসর দ্বারা চালিত এবং এতে ৫,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে বলে জানা গেছে। ফোনটির পিছনের ক্যামেরা সিস্টেমে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সনি এলওয়াইটি৬০০ সেন্সর অন্তর্ভুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে। বাকি সেন্সরগুলি সম্পর্কে বিশদ বিবরণ এখনও অজানা। ফোনটির সামনে একটি ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকতে পারে। তবে, এই স্পেসিফিকেশনগুলি আনুষ্ঠানিকভাবে আইকিউ দ্বারা নিশ্চিত করা হয়নি, তাই এগুলির সত্যতা কতটা, তা সময়ই বলতে পারবে।

টিপস্টার আরও জানিয়েছেন যে, আইকিউ জেড৯এস প্রো ফোনের দাম সম্ভবত ব্যাঙ্ক অফার সহ প্রায় ২৫,০০০ টাকা হতে পারে। ভারতীয় বাজারে ইতিমধ্যেই আইকিউ-এর একাধিক জেড৯ সিরিজের ফোন রয়েছে। স্ট্যান্ডার্ড আইকিউ জেড৯-এর দাম ১৯,৯৯৯ টাকা, আইকিউ জেড৯এক্স পাওয়া যায় ১১,৯৯৯ টাকায় এবং আইকিউ জেড৯ লাইটের দাম ছিল ১০,৪৯৯ টাকা।

এবছরের শুরুতে আইকিউ লঞ্চ করেছে আইকিউ নিও ৯ প্রো, যার প্রারম্ভিক মূল্য ৩৭,৯৯৯ টাকা। এই লঞ্চগুলি ইঙ্গিত দেয় যে নতুন আইকো জেড৯এস সিরিজটি মিড-রেঞ্জ সেগমেন্টে অবস্থান করতে পারে, যার দাম ২৫,০০০ টাকা থেকে ৩০,০০০ টাকার মধ্যে থাকবে। যদিও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখনও আসেনি, তবে শীঘ্রই আরও বিশদ তথ্য সামনে আসবে বলে আশা করা যায়।

Anwesha Nandi

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

13 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

57 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago