itel Launched 3 Super Guru

itel Super Guru: বাজারে এল ফিচার ফোনের বাপ, মাত্র ১৪৯৯ টাকায় UPI সাপোর্ট, থাকবে ২১ দিন চার্জও

স্মার্টফোনের এই যুগেও দেশের একাংশ মানুষের কী-প্যাড অর্থাৎ ফিচার ফোন মডেলগুলির প্রতি আগ্রহ দেখে সস্তা হ্যান্ডসেট নির্মাতা itel যে নতুন মোবাইল লঞ্চ করতে পারে, এমন কথা আগেই শোনা যাচ্ছিল। আর সেই জল্পনাকে সত্যি করে গতকাল অর্থাৎ ২২শে জুন চীনা কোম্পানি itel Super Guru নামক নয়া ফিচার ফোন সিরিজ লঞ্চ করেছে। হ্যাঁ, একটি নয় – itel Super Guru 200, Super Guru 400 এবং Super Guru 600 নামে একসাথে তিন-তিনটি লেটেস্ট ফোন বাজারে এনেছে itel। এই ফোনগুলির দাম ২,০০০ টাকার কম, তবে সাধারণ কীপ্যাড ফোনের থেকে এগুলি অনেকটাই আলাদা। কারণ প্রতিটি itel Super Guru মডেলে বিশাল ব্যাটারি, বহু কাজের ফিচার এবং ইন্টারনেটবিহীন অনলাইন পেমেন্ট বা UPI 123Pay-এর সুবিধা দেওয়া হয়েছে। আসুন, এখন এক নজরে itel Super Guru ফোনগুলির দাম, প্রধান ফিচার ইত্যাদি কিছু তথ্য এক নজরে দেখে নিই।

itel Super Guru সিরিজের দাম, লভ্যতা

সদ্য লঞ্চ হওয়া ফিচার ফোন সিরিজের অধীনস্থ আইটেল সুপার গুরু ২০০ মডেলটির দাম রাখা হয়েছে ১,৪৯৯ টাকা। এক্ষেত্রে আইটেল সুপার গুরু ৪০০ এবং সুপার গুরু ৬০০ ফোনদুটি যথাক্রমে ১,৬৯৯ টাকা এবং ১,৮৯৯ টাকায় মিলবে। আগ্রহীরা আপাতত এগুলি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং অন্যান্য রিটেলারের মাধ্যমে কিনতে পারবেন। প্রসঙ্গত উল্লেখ্য, সুপার গুরু সিরিজের সাথে ফ্রি ট্রান্সপারেন্ট-ডটেড্ কভার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আইটেল।

itel Super Guru সিরিজে কী আছে?

আইটেল সুপার গুরু সিরিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার হল এনপিসিআই (NPCI) নির্মিত ইউপিআই ১২৩পে, যার সাহায্যে ইউজাররা ইন্টারনেট এবং স্মার্টফোন সাপোর্ট ছাড়াই সম্পূর্ণ নিরাপদে ইউপিআই পেমেন্ট করতে পারবেন। এর জন্য ফোনগুলিতে কিউআর (QR) কোড স্ক্যানার দেওয়া হয়েছে। এদিকে এই ফিচার ফোনগুলি উন্নতমানের ডিজাইন, কল অ্যালার্ট, ডুয়াল সিম সাপোর্ট, ৩.৫ মিমি হেডফোন জ্যাক, ব্লুটুথ কানেক্টিভিটি ইত্যাদি ফিচারও বহন করবে। উপরন্তু, এগুলির ক্রেতারা ৪ ঘন্টার মধ্যে স্পেশ্যাল কাস্টমার সার্ভিস উপভোগ করতে পারবেন। মিলবে বাংলাসহ আরও বহু আঞ্চলিক ভাষার সাপোর্টও। নিচে এগুলির সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া হল।

itel Super Guru 200-এর স্পেসিফিকেশন

আইটেল সুপার গুরু ২০০ মডেলটিতে ১.৮ ইঞ্চি ডিসপ্লে, উইয়ার রেজিস্ট্যান্ট কীবোর্ড এবং ১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা আছে। এছাড়া এই ফোনে বিদ্যমান ১,২০০ এমএএইচ ব্যাটারি যা ২১ দিন পর্যন্ত ব্যাকআপ দেবে।

itel Super Guru 400-এর স্পেসিফিকেশন

আইটেল সুপার গুরু ৪০০ ফোনে ২.৪ ইঞ্চি ডিসপ্লে, আল্ট্রা-স্লিম ডিজাইন এবং ১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেখা যাবে। এই ফোনেও ১,২০০ এমএএইচ ব্যাটারি আছে, তবে এতে ১৪ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই ব্যাকআপ মিলবে।

itel Super Guru 600-এর স্পেসিফিকেশন

আইটেল সুপার গুরু সিরিজের এই সুপার গুরু ৬০০ মডেলটি সবচেয়ে বেশি দামি। এতে ২.৮ ইঞ্চি বড় ডিসপ্লে, ৩১২ মেগা হার্টজের প্রসেসর এবং ১.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর ব্যাটারি ক্যাপাসিটি ১,৯০০ এমএএইচ যা একবার চার্জে ২০ দিন অবধি চলবে।