OnePlus Nord N30 SE 5G কত দামে পাওয়া যাবে, লঞ্চের তারিখ ফাঁস করল রিপোর্ট

OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন ইউরোপের বাজারে ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে। এর দাম প্রায় ২২৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ২০,৫০০ টাকা) রাখা হতে পারে।

জানুয়ারি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতে OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন লঞ্চ হয়েছিল। এখন জানা গেছে, এই একই হ্যান্ডসেট ইউরোপের বাজারেও আত্মপ্রকাশ করতে চলেছে। শুধু তাই নয়, আনুষ্ঠানিক লঞ্চের আগেই ইউরোপে এই ফোনের বিক্রয় মূল্য কত রাখা হবে সেই তথ্য প্রকাশ্যে এসেছে। রিপোর্টে বলা হয়েছে OnePlus Nord N30 SE 5G একটি বাজেট-রেঞ্জের হ্যান্ডসেট হবে।

ইউরোপে OnePlus Nord N30 SE 5G স্মার্টফোনের দাম ফাঁস হল

সাম্প্রতিক একটি রিপোর্ট অনুযায়ী, OnePlus Nord N30 SE 5G স্মার্টফোন ইউরোপের বাজারে ৪ জিবি এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের সাথে লঞ্চ হবে। এর দাম প্রায় ২২৯ ইউরো (ভারতীয় মূল্যে প্রায় ২০,৫০০ টাকা) রাখা হতে পারে। যদিও ডিভাইসটির দাম ফাঁস হলেও, ইউরোপের বাজারে এই ফোন কবে পা রাখবে তা এখনো নিশ্চিত করা হয়নি।

OnePlus Nord N30 SE 5G এর স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড এন৩০ এসই ৫জি স্মার্টফোনে রয়েছে ৬.৭২-ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল স্টাইলের এবং এটি – ৩৯১ পিপিআই পিক্সেল ডেনসিটি, ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৯১.৪% স্ক্রিন-টু-বডি রেশিও সাপোর্ট করে। এতে মিডিয়াটেকের অক্টা-কোর ডাইমেনসিটি ৬০২০ প্রসেসর এবং মালি জি৫৭ এমসি২ জিপিইউ ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ৪ জিবি LPDDR4X র‍্যাম এবং ১২৮ জিবি UFS 2.2 মেমরি পাওয়া যাবে। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক লেটেস্ট অক্সিজেনওএস ১৩.১ কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে। আবার নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার বিদ্যমান থাকছে।

OnePlus Nord N30 SE 5G স্মার্টফোনের ব্যাক প্যানেলে ডুয়েল ক্যামেরা সেটআপ আছে। এই ক্যামেরাগুলি হল – ৫পি লেন্স সহ ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর (অ্যাপারচার : এফ/১.৮) এবং ২ মেগাপিক্সেল ডেপথ লেন্স (অ্যাপারচার : এফ/১.৫)। আবার ডিভাইসের সামনে ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা (অ্যাপারচার : এফ/২.০) অবস্থিত।

অন্যান্য বৈশিষ্ট্যের কথা বললে, ওয়ানপ্লাসের এই লেটেস্ট হ্যান্ডসেটে স্টেরিও স্পিকার সিস্টেম দেওয়া হয়েছে। কানেক্টিভিটির জন্য সামিল থাকছে – ডুয়াল সিম কার্ড স্লট, 4G VoLTE, 5G, এনএফসি, ব্লুটুথ ভি৫.৩, ইউএসবি টাইপ-সি পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট, জিপিএস, গ্লোনাস এবং বেইডু। OnePlus Nord N30 SE 5G ফোনে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ৩৩ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। এর পরিমাপ ১৬৫.৬×৭৬×৭.৯৯ মিমি এবং ওজন ১৯৩ গ্রাম।