মধ্যবিত্তের জন্য একমাত্র বৈদ্যুতিক গাড়ি, Tata Tiago EV ও MG Comet EV-র মধ্যে সেরা কে জেনে নিন এখানে

ভারতের ইলেকট্রিক গাড়ির বাজারে বর্তমানে সবচেয়ে সস্তা মডেল হল Comet EV। সম্প্রতি এমজি মোটর ইন্ডিয়া (MG Motor India) তাদের এই এন্ট্রি-লেভেল গাড়িটির দাম প্রায় লাখ টাকা কমিয়েছে। ফলে আরও বেশি সংখ্যক মানুষের হাতের নাগালে পৌঁছেছে এটি। এখন দাম ৬.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে। ফলে Tata Tiago EV-র তুলনায় Comet EV বর্তমানে ১.৭১ লাখ টাকা সস্তা। ফলে প্রশ্ন উঠতেই পারে কম দামে কোনটি বেশি লাভজনক কমেট ইভি নাকি টিয়াগো ইভি? চলুন সহজ তুলনার মাধ্যমে তার উত্তর খুঁজে নিই।

MG Comet EV Vs Tata Tiago EV : ইন্টেরিয়র ও ফিচার্স

Tata Tiago EV-এর থেকে MG Comet EV-র ইন্টেরিয়র কিন্তু অনেক বেশি প্রিমিয়াম। Tiago EV-র কেবিন খুব সাদামাটা। টিয়াগো-তে উল্লেখযোগ্য ফিচার্স হিসেবে পাবেন হারমানের ৭-ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, অটো ক্লাইমেট কন্ট্রোল, পার্কিং সেন্সর সহ একটি রিয়ারভিউ ক্যামেরা, স্টিয়ারিং মাউন্টেড কন্ট্রোল, ক্রুজ কন্ট্রোল, একাধিক ড্রাইভ মোড, পাওয়ার বুট ওপেনিং, ৪৫টি কানেক্টেড ফিচার্স ইত্যাদি। এর মধ্যে বেশিরভাগই টপ-এন্ড ভ্যারিয়েন্টে উপলব্ধ।

অন্যদিকে MG Comet EV-র ফিচারের তালিকায় রয়েছে একটি ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, একটি ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, ওয়্যারলেস অ্যান্ড্রয়েড অটো ও অ্যাপেল কারপ্লে, কিলেস এন্ট্রি, মাউন্টেড কন্ট্রোল সহ টু-স্পোক স্টিয়ারিং হুইল, ৫৫টির বেশি কানেক্টেড কার ফিচার্স, পুশ পেডাল স্টার্ট, ডিজিটাল কি ইত্যাদি।

MG Comet EV Vs Tata Tiago EV : পাওয়ারট্রেন স্পেসিফিকেশন

Comet EV ও Tiago EV, উভয় মডেলেই রয়েছে সিঙ্গেল মোটর, ফ্রন্ট হুইল ড্রাইভ। টাটা তাদের এই গাড়িতে দুই ধরনের ব্যাটারি অপশন অফার করে – ১৯.২ কিলোওয়াট আওয়ার ও ২৪ কিলোওয়াট আওয়ার। মডেল দুটির রেঞ্জ যথাক্রমে ২৫০ কিলোমিটার ও ৩১৪ কিলোমিটার বলে দাবি করে সংস্থা। প্রথমটির মোটর থেকে ৬০ বিএইচপি শক্তি ও ১০৪ এনএম টর্ক উৎপন্ন হয়, যেখানে দ্বিতীয়টির আউটপুট ৭৪ বিএইচপি ও ১১৪ এনএম।

Comet EV-এ একটিমাত্র ব্যাটারি অপশন অফার করে এমজি। এর ১৭.৩ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি ফুল চার্জে ২৩০ কিলোমিটার রেঞ্জ অফার করে। এতে উপস্থিত ইলেকট্রিক মোটরের আউটপুট ৪১ বিএইচপি ও ১১০ এনএম। অর্থাৎ বোঝাই যাচ্ছে Comet EV-এর রেঞ্জ এবং আউটপুট দু’টোই কম।

Comet EV সম্পূর্ণ চার্জ হতে ৭ ঘন্টা সময় নেয়। যেখানে Tiago EV-র ব্যাটারি ফুল চার্জ হতে ৮.৭ ঘন্টা লাগে। তবে জানিয়ে রাখি, এমজির মডেলটি কিন্তু ডিসি ফাস্ট চার্জিং সমর্থন করে না।

MG Comet EV Vs Tata Tiago EV : দাম

দাম কমার ফলে MG Comet EV এখন আরও বেশি সস্তা হয়েছে। বর্তমানে এটি কিনতে খরচ পড়বে ৬.৯৮ লাখ থেকে ৮.৫৮ লাখ টাকা (এক্স-শোরুম)। অন্যদিকে Tata Tiago EV-র দাম ৮.৬৯ লাখ থেকে ১১.৯৯ লাখ টাকা (এক্স-শোরুম)। তাই বাজেট কম থাকলে Comet EV কেনাই যুক্তিযুক্ত।