itel S23: বাজারে আসছে বাজেট ফোনের বাপ, 9000 হাজার টাকার কমে 16 জিবি র‌্যাম

জুনের মাঝামাঝি সময়ে ভারতে itel S23 লঞ্চ হবে এবং এর দাম রাখা হবে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে

আইটেল তাদের নতুন মোবাইল ফোন itel S23 ভারতে নিয়ে আসছে। এটি কোম্পানির প্রথম স্মার্টফোন হবে, যা ১০,০০০ টাকার কম দামে ১৬ জিবি র‌্যাম সাথে আসবে। ৯১মোবাইলস তাদের রিপোর্টে দাবি করেছে যে, জুনের মাঝামাঝি সময়ে ভারতে itel S23 লঞ্চ হবে এবং এর দাম রাখা হবে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে।

itel S23 এর ভারতে দাম ও লঞ্চের সময়

রিপোর্টে বলা হয়েছে, আইটেল এস২৩ স্মার্টফোনটি এই মাসে ভারতে পা রাখবে। এর লঞ্চের তারিখ ৭ জুন থেকে ১০ জুনের মধ্যে নির্ধারণ করা হতে পারে। আইটেল এস২৩-এর দাম রাখা হবে ৮,০০০ থেকে ৯,০০০ টাকার মধ্যে। এই ফোনটি অ্যামাজন এক্সক্লুসিভ হবে এবং এই সস্তা আইটেল স্মার্টফোনটি সাদা রঙে পাওয়া যাবে।

itel S23 এর স্পেসিফিকেশন ও ফিচার (সম্ভাব্য)

ডিসপ্লে: আইটেল এস২৩ স্মার্টফোনটি ৬.৬ ইঞ্চির বড় স্ক্রিনের সাথে আসবে।

ক্যামেরা: আইটেল এস২৩ ফোরজি ফোনে ফটোগ্রাফির জন্য ডুয়াল রিয়ার ক্যামেরা থাকবে। এর ব্যাক প্যানেলে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর দেওয়া হবে। ফোনটির রিয়ার ক্যামেরায় ১০এক্স জুম, এইচডিআর এবং সুপার নাইট মোড সাপোর্ট করবে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য itel S23 স্মার্টফোনে থাকবে ৫,০০০ এমএএইচ বড় ব্যাটারি। এই মোবাইলে থাকবে ১০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে চার্জ করা যাবে।

সিকিউরিটি: itel S23 ডিভাইসে সিকিউরিটির জন্য সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে। একই সঙ্গে এই মোবাইল ফোনটি ফেস আনলক ফিচার সহ আসবে।

ওএস এবং কানেক্টিভিটি: itel S23 একটি ফোরজি স্মার্টফোন হবে, যা ব্র্যান্ডের আইটেল ওএস ৮.৬ কাস্টম স্কিনে চলবে।