Categories: Mobiles

itel S23 Plus: 16 জিবি র‍্যাম ও 32MP সেলফি ক্যামেরার ফোন লঞ্চ করে তাক লাগাল আইটেল

আইটেল দেশের বাইরে itel S23 Plus নামে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করেছে। জুন মাসে লঞ্চ হওয়া itel S23-এর প্লাস ভ্যারিয়েন্ট হিসাবে ইথিওপিয়ার বাজারে মিলবে এটি। ফোনটিতে কার্ভড অ্যামোলেড স্ক্রিন, Unisoc T616 প্রসেসর, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারির মতো বৈশিষ্ট্যের সাথে এসেছে। আসুন তাহলে নবাগত itel S23 Plus-এর স্পেসিফিকেশন, ফিচার, উপলব্ধতা এবং দাম সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক।

itel S23 Plus-এর স্পেসিফিকেশন এবং ফিচার

আইটেল এস২৩ প্লাস-এ রয়েছে বড় ৬.৭৮ ইঞ্চির ফুল-এইচডি+ অ্যামোলেড কার্ভড ডিসপ্লে, যাতে ৫৯ ডিগ্রি বক্রতা দেখা যায়। ফোনটি ৯৩% স্ক্রিন-টু-বডি রেশিও অফার করে এবং স্ক্রিনটি কর্নিং গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা ৯০০ নিট বলে জানা গেছে।

পারফরম্যান্সের ক্ষেত্রে, আইটেল এস২৩ প্লাস-এ এলপিডিডিআর৪এক্স র‍্যাম এবং ইউএফএস ২.০ স্টোরেজ সহ ১২ ন্যানোমিটার প্রসেস নোডে নির্মিত ইউনিসক টি৬১৬ প্রসেসর আছে। ফোনটি ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ সহ একটিমাত্র মেমরি ভ্যারিয়েন্টে লঞ্চ হলেও ব্যবহারকারীরা ৮ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যামের সুবিধা পাবেন। ডিভাইসটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আইটেলওএস ভি১৩.০.০ (itelOS V13.0.0) সফ্টওয়্যার ভার্সনে রান করে।

উল্লেখযোগ্যভাবে, itel S23 Plus-এর রিয়ার প্যানেলের ডিজাইনটি লেটেস্ট আইফোন থেকে অনুপ্রাণিত। এতে আইফোন ১৪ প্রো-এর মতো একটি ক্যামেরা কাটআউট থাকলেও ভিতরে শুধুমাত্র দুটি ক্যামেরা উপস্থিত রয়েছে। যার মধ্যে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং অপরটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর৷ আর সেলফির জন্য, ফোনের সামনে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা অবস্থান করছে।

পাওয়ার ব্যাকআপের জন্য, itel S23 Plus-এ ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারি ব্যবহার করা হয়েছে। কোম্পানি জানিয়েছে যে, ব্যাটারি ১০০% চার্জ করতে ২ ঘন্টা সময় লাগবে। নিরাপত্তার জন্য, এই আইটেল ফোনে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও অন্তর্ভুক্ত রয়েছে। ডিভাইসটি ব্লুটুথ ৫.০, ৪জি এলটিই, এনএফসি এবং ওয়াই-ফাই ৫-এর মতো কানেক্টিভিটি অপশনগুলি সাপোর্ট করে।

জানিয়ে রাখি, itel S23 Plus-এর দাম এখনও কোম্পানির পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি এবং এটি ইথিওপিয়া ছাড়া বিশ্বের আর কোন কোন দেশে লঞ্চ হবে, সে সম্পর্কেও কোনও তথ্য সামনে আসেনি। তবে শীঘ্রই কোম্পানি এবিষয়ে ঘোষণা করবে বলে আশা করা হচ্ছে।

Ananya Sarkar

Recent Posts

লঞ্চের পর এই প্রথম এত কমে iPhone 14 Plus ও iPhone 15 Plus, পুরো 29000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট

আগামী মাসে লঞ্চ হতে চলেছে iPhone 16। ব্লুমবার্গের এক রিপোর্টে বলা হয়েছে, আসন্ন আইফোন সিরিজের…

1 hour ago

180 দিন পর্যন্ত নিশ্চিন্ত, Jio ও Vi এর এই প্ল্যানে পাওয়া যাচ্ছে 30 জিবি পর্যন্ত ফ্রি ডেটা

টেলিকম সংস্থাগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের প্রিপেড প্ল্যান অফার করে। তাই যদি আপনি বেশি ডেটা…

1 hour ago

Samsung Galaxy S24 FE লঞ্চ হতে বেশি দেরি নেই, কেমন ফিচার্স থাকবে এই ফোনে

Samsung Galaxy S24 FE ইতিমধ্যেই বিভিন্ন সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছে, যা ইঙ্গিত করছে এই আপকামিং…

2 hours ago

Suryakumar Yadav : KKR-এর অধিনায়ক হয়ে ফিরে আসছেন সূর্যকুমার, শ্রেয়াসের কি হবে?

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সূর্যকুমার যাদব গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি এই টুর্নামেন্টে…

3 hours ago

অপেক্ষার অবসান ঘটিয়ে Infinix Note 40 Racing লঞ্চ হল ভারতে, পাবেন 108MP ক্যামেরা

BMW গ্রুপের অংশীদারিত্বে Infinix ভারতের বাজারে লঞ্চ করলো নতুন Infinix Note 40 Pro 5G এবং…

3 hours ago

Uber Cruise: গন্তব্যে পৌঁছে দেবে চালকহীন রোবোট্যাক্সি! যুগান্তকারী পরিষেবা আনছে উবের

মাল্টি-মিলিয়ন ডলারে চুক্তিবদ্ধ হল বিশ্বের বৃহত্তম অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা সংস্থা উবের (Uber) এবং প্রখ্যাত…

4 hours ago