দাম শুরু ৯৯৯ টাকা থেকে, Jio Bharat Phone নাকি JioPhone 2 নাকি Nokia 110 4G কেনা লাভজনক

গত ৩রা জুলাই Reliance Jio ভারতে তাদের নতুন 4G ফিচার ফোন Jio Bharat Phone লঞ্চ করে।ডিভাইসটিকে মাত্র ৯৯৯ টাকা মূল্যে উপলব্ধ করা হয়েছে ভারতীয় ক্রেতাদের…

গত ৩রা জুলাই Reliance Jio ভারতে তাদের নতুন 4G ফিচার ফোন Jio Bharat Phone লঞ্চ করে।ডিভাইসটিকে মাত্র ৯৯৯ টাকা মূল্যে উপলব্ধ করা হয়েছে ভারতীয় ক্রেতাদের জন্য। তবে দামে কম হলেও, আলোচ্য হ্যান্ডসেট একাধিক দুর্দান্ত বৈশিষ্ট্যের সাথে এসেছে। এতে ইন্টারনেট কানেক্টিভিটি পাওয়া যাবে এবং ইউপিআই (UPI) পরিষেবা সাপোর্ট করে। আবার Jio Bharat Phone-এ ডিজিটাল রিয়ার ক্যামেরা, টি৯ স্টাইলের কীপ্যাড এবং ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারিও পাওয়া যাবে। প্রসঙ্গত, ২০২০ সালে মুকেশ আম্বানির সংস্থাটি JioPhone 2 নামের আরেকটি কোয়ার্টি কী-প্যাড যুক্ত মডেল উন্মোচন করেছিল, যা এদেশে লঞ্চ হওয়া প্রথম 4G-নেটওয়ার্ক সমর্থিত ফিচার ফোন ছিল। এছাড়া Nokia সম্প্রতি ভারতে লঞ্চ করেছে নতুন একটি ফোন, যার নাম Nokia 110 4G। টেকসই ডিজাইনের সাথে আসা এই হ্যান্ডসেটটি – কলিং, টেক্সটিং এবং ইন্টারনেট ব্রাউজিংয়ের মতো বেসিক বৈশিষ্ট্যের পাশাপাশি অপেরা মিনি ইন্টারনেট ব্রাউজার এবং প্রি-লোডেড গেমের অ্যাক্সেস অফার করে।

তাই এক্ষেত্রে মনে প্রশ্ন জাগা স্বাভাবিক যে, Jio Bharat Phone নাকি JioPhone 2 নাকি Nokia 110 4G, কোনটি কেনা একজন ক্রেতার জন্য লাভজনক হবে। আসুন এই প্রতিবেদনে এদের মধ্যে পার্থক্যগুলি দেখে নেওয়া যাক।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : ডিসপ্লে

জিও ভারত ফোনে ১.৭৭-ইঞ্চির QVGA (২৪০x৩২০ পিক্সেল) TFT ডিসপ্লে রয়েছে।

জিও ফোন ২ মডেলটি এসেছে ২.৪-ইঞ্চির QVGA ডিসপ্লে সহ।

নোকিয়া ১১০ ৪জি ফোনে আছে ১.৮-ইঞ্চির QVGA (১২০x১৬০ পিক্সেল) কালার ডিসপ্লে।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : অপারেটিং সিস্টেম, র‍্যাম, স্টোরেজ

Jio Bharat ফোনে জিও ভারত প্ল্যাটফর্ম নামের একটি কাস্টমাইজড ওএস সংস্করণ প্রি-লোডেড থাকছে। এতে ৫১২ এমবি র‍্যাম এবং ৪ জিবি স্টোরেজ উপলব্ধ।

JioPhone 2 কাইওএস (KaiOS) দ্বারা চালিত। এতে ৫১২ এমবি র‍্যাম এবং ৪ জিবি স্টোরেজ পাওয়া যাবে।

অপারেটিং সিস্টেম হিসাবে Nokia 110 4G ফোন সিরিজ ৩০প্লাস ওএস ভার্সনে রান করে। আলোচ্য ডিভাইসে ১২৮ এমবি র‌্যাম এবং ৪৮ এমবি স্টোরেজ রয়েছে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : ক্যামেরা সেটআপ

জিও ভারত ফোনে ০.৩ মেগাপিক্সেল ডিজিটাল রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। এই রিয়ার ক্যামেরা এইচডি কলিং সমর্থন করে।

ছবি তোলার জন্য জিও ফোন ২ মডেলে ২ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ০.৩ মেগাপিক্সেলের ভাইড ফ্রন্ট-ফেসিং শুটার আছে।

নোকিয়া ১১০ ৪জি ফোনে ০.৮ মেগাপিক্সেলের QVGA রিয়ার-ক্যামেরা বিদ্যমান।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : ব্যাটারি

একটি সিম-স্লটের সাথে আসা জিও ভারত ফোনে ১,০০০ এমএএইচ ক্যাপাসিটির লিথিয়াম-আয়ন ব্যাটারি আছে।

ডুয়াল সিমের জিও ফোন ২ হ্যান্ডসেটটি ২,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি সহ এসেছে, যা ১৫ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম প্রদান করতে সমর্থ।

নোকিয়া ১১০ ৪জি ফোনে ১,৪৫০ এমএএইচ ক্যাপাসিটির রিমুভেবল ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৩ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম, ১৬ ঘন্টা পর্যন্ত মিউজিক প্লেব্যাক এবং ৫ ঘন্টা পর্যন্ত টকটাইম অফার করবে বলে দাবি করেছে নোকিয়া।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : অন্যান্য বৈশিষ্ট্য

জিও ভারত ফোনে ইউপিআই (UPI) পেমেন্ট প্ল্যাটফর্ম এবং জিও সিনেমা সহ নির্বাচিত কিছু ওটিটি অ্যাপের অ্যাক্সেস সমর্থন করে। এতে টর্চ এবং এফএম (FM) রেডিও পাওয়া যাবে।

জিওফোন ২ মডেলটি কোয়ার্টি (QWERTY) কী-প্যাড সহ এসেছে। এতে – হেডফোন জ্যাক, টর্চ, এফএম রেডিও এবং প্রি-লোডেড জিও অ্যাপ পাওয়া যাবে। আবার ডিভাইসটি ইন্টারনেট কানেকশন এবং ২২টি ভারতীয় ভাষাও সমর্থন করে। এছাড়া, জিওমিডিয়া কেবলের মাধ্যমে এই ফোনকে টিভিতে সংযুক্ত -ও করা যাবে।

নোকিয়া ১১০ ৪জি ফোনেটি ব্লুটুথ কানেক্টিভিটির সাথে লঞ্চ হয়েছে। এই ফোনে – বিল্ট-ইন টর্চ, এফএম রেডিও, ৩.৫ মিমি অডিও জ্যাক, অপেরা মিনি ইন্টারনেট ব্রাউজার এবং প্রি-লোডেড গেম বর্তমান। এছাড়া এমপি৩ (MP3) মিউজিক প্লেয়ারও পাওয়া যাবে।

Jio Bharat Phone vs JioPhone 2 vs Nokia 110 4G : দাম

এদেশে জিও ভারত ফোনকে মাত্র ৯৯৯ টাকা মূল্যে লঞ্চ করা হয়েছে।

জিও ফোন ২ -কে আপনারা ২,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন।

নোকিয়া ১১০ ৪জি ফিচার ফোনের দাম রাখা হয়েছে ২,৪৯৯ টাকা।