Jio ও Google হাত মেলালেই জাদু, এবার আসছে সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন

সুলভ মূল্যে ক্রয়যোগ্য নতুন 5G স্মার্টফোন বাজারে আনতে এবার ফের, টেক-জায়ান্ট গুগলের (Google) হাত ধরলো, ধনকুবের মুকেশ আম্বানির পরিচালনাধীন, এদেশের সর্বপ্রধান টেলিকম পরিষেবা সরবরাহকারী (TSP) সংস্থা – রিলায়েন্স জিও (Reliance Jio)। এর পূর্বেও এই কোম্পানিদ্বয়ের যুগ্ম প্রয়াসে বাজারে আসে সস্তার 4G ডিভাইস জিওফোন নেক্সট (JioPhone Next)। যে কোনো কারণেই হোক না কেন, বাজারে Jio -র সেই ডিভাইস সেসময় খুব একটা সুবিধা করতে পারেনি। অবশ্য বর্তমানে পরিস্থিতি অনেকটাই বদলেছে। তাই প্রধানত বাজেট রেঞ্জে নতুন 5G স্মার্টফোন লঞ্চের উদ্দেশ্যে পুনরায় চুক্তিবদ্ধ হয়েছে গুগল এবং জিও। ভবিষ্যতে এই দুই সংস্থার প্রচেষ্টায় বাজারে ১০,০০০ টাকারও কম মূল্যে ক্রয়যোগ্য 5G স্মার্টফোন লঞ্চ হতে পারে বলেই আমাদের ধারণা। সেক্ষেত্রে কম্পানিদ্বয়ের এই প্রচেষ্টা কতটা সফল হয় সেকথা সময়ই বলবে।

আসলে বর্তমানে মিড বা সেমি-মিড রেঞ্জে লভ্য 5G স্মার্টফোন ক্রয় অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। সেক্ষেত্রে টেক জায়ান্ট Google -এর সহায়তায় Jio যদি ১০,০০০ টাকারও কম মূল্যে ক্রয়ক্ষম 5G ডিভাইস বাজারে আনতে সক্ষম হয় তবে অনেকেই তার প্রতি আকৃষ্ট হবেন বলে ধরে নেওয়া যায়। স্বভাবতই জিও ও গুগলের আলোচ্য কৌশলি চুক্তির গুরুত্ব মেনে নেওয়া ছাড়া অন্য কোনো মত পোষণ করা অর্থহীন।

দেশের পাশাপাশি সারাবিশ্বে 5G পরিষেবা প্রদানকারী হিসেবে উঠে আসতে Google -এর প্রযুক্তি কাজে লাগাবে Reliance Jio

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪৫তম বার্ষিক সাধারণ সভায় দাঁড়িয়ে কোম্পানির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর (MD) মুকেশ আম্বানি সদ্য জানিয়েছেন যে Jio’র প্রাইভেট 5G স্ট্যাক ও বিভিন্ন 5G প্রযুক্তির বিকাশ সাধনে তারা গুগলের সাহায্য গ্রহণ করবেন। এভাবে দেশের পাশাপাশি বিশ্বেও তারা 5G সলিউশন সরবরাহকারী হিসেবে এগিয়ে আসতে ইচ্ছুক বলে আম্বানি দাবি করেন।

উল্লেখ্য, ২০২০ সালে গুগল প্রায় ৩৩,৭৩৭ কোটি টাকার বিনিময়ে ‘JPL’ অর্থাৎ জিও প্ল্যাটফর্মস লিমিটেডের মোট ৭.৭৩ শতাংশ স্টেক অধিগ্রহণ করে। সর্বোপরি এর আগে এই সংস্থা, Bharati Airtel প্ল্যাটফর্মে ৭০০ মিলিয়ন মার্কিন ডলারের কৌশলি বিনিয়োগ সেরে রেখেছে।