আসছে নয়া ফোন, Itel, Lava ও Nokia এর সাথে হাত মেলালো Jio
সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাক এবং সারা ভারতে হাই-স্পিড 4G ইন্টারনেট অফারকারী অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Jio। তবে...সাশ্রয়ী মূল্যের রিচার্জ প্যাক এবং সারা ভারতে হাই-স্পিড 4G ইন্টারনেট অফারকারী অন্যতম জনপ্রিয় টেলিকম সংস্থা হল Jio। তবে সংস্থাটি শুধুমাত্র এই দুটি কারণে দেশবাসীর মধ্যে জনপ্রিয় নয়। তারা এখন 4G ফোনও বাজারে নিয়ে আসছে। মুকেশ আম্বানি পরিচলিত এই সংস্থা চলতি বছরের প্রথমার্ধে JioBharat ফিচার ফোন সিরিজ লঞ্চ করেছিল। মূলত স্মার্টফোনে আপগ্রেড হতে চান না, আবার সাধারণ ফিচার ফোনের থেকে উন্নত বৈশিষ্ট্য ব্যবহারে আগ্রহী এমন ক্রেতাদের উদ্দেশ্যে এই সিরিজটি ঘোষণা করা হয়। বর্তমানে এই লাইনআপে তিনটি মডেল উপলব্ধ। তবে ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে, Jio আরও একটি নয়া ফিচার ফোন উক্ত সিরিজের অধীনে লঞ্চ করার পরিকল্পনা করছে বলে জানা গেছে। যদিও এক্ষেত্রে একটা ছোট 'টুইস্ট' আছে, আসুন এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক।
আসলে, জিওর ডিভাইস বিভাগীয় সভাপতি সুনীল দত্ত (Sunil Dutt) একটি সাক্ষাৎকারে বলেছেন, "জিও প্রায় ২৫ কোটি ২জি মোবাইল ব্যবহারকারীকে ৪জি নেটওয়ার্কের অধীনে নিয়ে আসার লক্ষ্য নিয়েছে। এই উদ্দেশ্য পূরণের জন্য আমাদের সংস্থা Itel, Lava, এবং Nokia -এর মতো বিভিন্ন ফিচার ফোন নির্মাতার সাথে কাজ করছে।"
সহজ করে বললে, জিও এই মুহূর্তে উপরে উল্লেখিত ব্র্যান্ডগুলিকে জিওভারত ৪জি (JioBharat 4G) ফিচার ফোনের নিজস্ব সংস্করণ তৈরী করতে উৎসাহ দিচ্ছে। সংস্থাগুলির পক্ষ থেকেও এই বিষয়ে ইতিবাচক প্রতিক্রিয়া এসেছে। যেকারণে মুকেশ আম্বানির সংস্থাটি আইটেল, লাভা এবং নোকিয়ার সাথে হাত মিলিয়ে এখন নতুন জিওভারত ফিচার ফোন নির্মাণে ব্যস্ত। এক্ষেত্রে আসন্ন ফোনের সফ্টওয়্যার বা ফিচার অনুরূপ থাকবে। তবে - আকার, ফর্ম ফ্যাক্টর, এবং রঙ ভিন্ন ভিন্ন হবে।
সুনীল দত্ত জানিয়েছেন, আসন্ন জিওভারত ৪জি ফিচার ফোনটি যাতে বাজারে একটা ভালো জায়গা তৈরী করতে সক্ষম হয় এবং অধিক সংখ্যক ক্রেতাদের কাছে পৌঁছতে পারে, সেই উদ্দেশ্যেই মূলত আইটেল, লাভা ও নোকিয়ার সাথে হাত মিলিয়েছে জিও।
জানিয়ে রাখি, এই ফিচার ফোন সিরিজের অধীনে এই মুহূর্তে - JioBharat V2, JioBharat K1 Karbonn, এবং JioBharat B1 মডেল অন্তর্ভুক্ত। যার মধ্যে প্রথম দুটি মডেলের দাম ৯৯৯ টাকা। তবে শেষের মডেলটি তুলনায় ব্যয়বহুল অর্থাৎ ১,২৯৯ টাকা। এর কারণ অন্য দুটি ফোনের তুলনায় JioBharat B1 অধিক ভালো ফিচার অফার করে।
সর্বোপরি, উল্লেখিত প্রত্যেকটি মডেলের সাথেই সাশ্রয়ী মূল্যের ৪জি মাসিক প্ল্যান উপলব্ধ। যেমন জিও বর্তমানে ১২৩ টাকার একটি রিচার্জ প্ল্যান অফার করছে, যা ২৮ দিনের বৈধতার সাথে আসে এবং মোট ১৪ জিবি ৪জি ডেটা (দৈনিক ৫০০ এমবি), আনলিমিটেড ভয়েস কলিং ও ৩০০টি এসএমএস করার সুবিধা দেয়। একই সাথে জিওসিনেমা (JioCinema) এবং জিওসাভান (JioSaavn) অ্যাপের অ্যাক্সেসও প্রদান করে। এই একই প্ল্যান ১,২৩৪ টাকার বিনিময়ে সারা বছর ব্যবহার করা যাবে।
আরো বেশি ক্রেতা টানতে আপকামিং JioBharat 4G ফিচার ফোনের সাথেও এমন রিচার্জ প্যাক আনা হবে বলে আমরা আশা রাখছি…