মহা সুযোগ, মাত্র 999 টাকায় কিনুন JioBharat 4G Phone, আজ থেকে সেল শুরু
JioBharat 4G Phone এর দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। জিও কার্বনের সহযোগিতায় ডিভাইসটি তৈরি করেছে।

দেশের বৃহত্তম টেলিকম সংস্থা Reliance Jio ভারতীয় ব্যবহারকারীদের জন্য একাধিক ফিচার ফোন লঞ্চ করেছে। সদ্য এই তালিকায় যোগ হয়েছে JioBharat 4G Phone। এই ফোনের দাম রাখা হয়েছে হাজার টাকার কম। তাই আপনি যদি কোনো সস্তা ফিচার ফোন খোঁজ করে থাকেন তাহলে এটি কিনতে পারেন। আজ অ্যামাজন থেকে JioBharat 4G Phone এর সেল শুরু হবে।
JioBharat 4G Phone এর দাম
এতদিন ক্রেতারা শুধুমাত্র রিলায়েন্স ডিজিটাল স্টোর এবং সংস্থার অফলাইন রিটেইল পার্টনার স্টোর থেকে জিও ভারত ৪জি ফোন কিনতে পারতেন। তবে এখন এটি অনলাইন শপিং প্ল্যাটফর্ম অ্যামাজন থেকে কেনা যাবে।
এই প্ল্যাটফর্মে জিও ভারত ৪জি ফোন এর দাম রাখা হয়েছে ৯৯৯ টাকা। জিও কার্বনের সহযোগিতায় ডিভাইসটি তৈরি করেছে।
JioBharat 4G Phone এর ফিচার
জিও ভারত ৪জি ফোনে রয়েছে ১.৭৭ ইঞ্চির টিএফটি ডিসপ্লে। আবার এইচডি কলিং থেকে ইউপিআই পেমেন্টের মতো স্মার্ট ফিচারও এতে উপস্থিত। বিশেষ বিষয় হল, কীপ্যাডযুক্ত এই ফোনে ব্যবহারকারীরা জিওসিনেমার মাধ্যমে ওটিটি কনটেন্ট দেখার সুবিধাও পাবেন। সংস্থাটি এই ডিভাইসটিকে ২৩টি ভারতীয় ভাষার সমর্থন সহ নিয়ে এসেছে। তবে এতে কেবল জিও সিম ব্যবহার করা যাবে। এই ফোনের জন্য বিশেষ রিচার্জ প্ল্যানও লঞ্চ করেছে সংস্থাটি।