ফিট থাকতে চান? আপনার জন্য হাজির Urban Lite X স্মার্টওয়াচ

ভারতীয় গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ ব্র্যান্ড Inbase বাজারে নিয়ে আসলো তাদের নতুন স্মার্টওয়াচ, যার নাম Urban Lite X। ব্যবহারকারীকে একটি হেলদি এবং অ্যাক্টিভ লাইফস্টাইল প্রদান করার জন্য এই ঘড়িটি তৈরি হয়েছে বলে মত প্রকাশ করেছে সংস্থাটি। এতে রয়েছে একটি বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি লাইফ। এছাড়া স্মার্টওয়াচটিতে একাধিক সেন্সর উপলব্ধ, যা ব্যবহারকারীর হেলথ ও ফিটনেস মনিটর হিসাবে কাজ করবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Urban Lite X স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Urban Lite X স্মার্টওয়াচের দাম ও লভ্যতা

ভারতে ইনবেস আরবানলাইট এক্স স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ২,২৯৯ টাকা। এর সাথে ক্রেতারা পাবেন ১২ মাসের ওয়্যারেন্টি। সংস্থার নিজস্ব ওয়েবসাইট ছাড়াও জনপ্রিয় রিটেল স্টোরগুলি থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Urban Lite X স্মার্টওয়াচের স্পেসিফিকেশন

নবাগত আরবান লাইট এক্স ১.৬ ইঞ্চি আয়তক্ষেত্রাকার ডিসপ্লের সাথে এসেছে। যার সাথে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম এবং পলিকার্বনেটের তৈরি একটি প্রিমিয়াম হাইব্রিড চার্জিং কেস। শুধু তাই নয়, নতুন এই ওয়্যারেবল হালকা ওজনের এবং স্লিম। তাছাড়া এটি স্কিন ফ্রেন্ডলি এবং ঘাম প্রতিরোধী জেট ব্ল্যাক, ক্রিমসন রেড, সিলভার ব্লু , সিলভার গ্রীন এবং সিলভার পিঙ্ক এই পাঁচটি কালারের সিলিকন স্ট্র্যাপ অপশনে পাওয়া যাবে।

অন্যদিকে স্মার্টওয়াচটি জল এবং ধুলো থেকে সুরক্ষা দিতে IP68 রেটিং সহ এসেছে। এমনকি এটি রিয়েলটেক চিপসেট দ্বারা চালিত, যার সাথে থাকছে ব্লুটুথ ৫.০। যখনই ব্যবহারকারী এটিকে কোনো স্মার্টফোনের সাথে যুক্ত করবেন, তখন ঘড়িটির মাধ্যমে কল নোটিফিকেশন পাওয়া যাবে এবং স্মার্টফোনের ক্যামেরা ও ভলিউম নিয়ন্ত্রণ করা যাবে ।

আবার একদিকে যেমন ঘড়িটির একাধিক হেলথ সেন্সর ব্যবহারকারীর স্বাস্থ্যের খেয়াল রাখবে, অন্যদিকে ভিন্ন স্পোর্টস মোড ব্যবহারকারীকে অ্যাক্টিভ ও ফিট লাইভ কাটাতে সাহায্য করবে। এর হেলথ সেন্সর সর্বক্ষণ ব্যবহারকারীর ব্লাড অক্সিজেন, ব্লাড প্রেসার, হার্ট রেট, স্টেপ এবং স্লিপ মনিটর করবে। তাছাড়া ঘড়িটিতে পাওয়া যাবে সিডেন্টারি অ্যালার্ট এবং স্ট্রেস লেভেল কমানোর জন্য নির্দিষ্ট ব্রিদিং মোড।

তদুপরি, Urban Lite X স্মার্টওয়াচে একাধিক স্পোর্টস মোড উপলব্ধ। তাই ইউজার চাইলে তার মর্জি এবং আউটফিট অনুযায়ী এর মধ্যে থেকে বেছে নিয়ে ওয়াচফেস বদলাতে পারবেন। আবার চাইলে পছন্দের ফটো এতে ওয়াচফেস হিসেবে ব্যবহার করা যাবে। সর্বোপরি এর শক্তিশালী ব্যাটারি ঘড়িটিকে একটানা ১৫ দিন পর্যন্ত সক্রিয় রাখবে এবং ৬০ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই টাইম অফার করবে।