Lava Agni 2 5G এর ছবি ফাঁস, দেশীয় ফোন এমন অবিশ্বাস্য সুন্দর হতে পারে ভেবেছিলেন?

ভারতীয় স্মার্টফোন ব্র্যান্ড লাভা (Lava) বর্তমানে তাদের পরবর্তী Agni সিরিজের ফোন লঞ্চ করার জন্য জোরকদমে প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি ব্র্যান্ডটি ঘোষণা করেছে যে, Lava Agni 2 5G নামে নয়া মডেলটি আগামী ১০ মে ভারতের বাজারে লঞ্চ হবে। এটি Agni 5G-এর উত্তরসূরি হিসাবে আসবে যা ২০২১ সালে লঞ্চ হয়েছিল লঞ্চের আগে, এক সুপরিচিত টিপস্টার একটি রেন্ডারের মাধ্যমে Agni 2 5G-এর পিছনের দিকের ছবি প্রকাশ্যে এনেছেন।

Lava Agni 2 5G গোল ক্যামেরা মডিউলের সাথে শীঘ্রই আসছে বাজারে

টিপস্টার অভিষেক যাদব লাভা অগ্নি ২ ৫জি-এর রিয়ার প্যানেলের একটি ছবি টুইটারে শেয়ার করেছেন। এই ফাঁস হওয়া ছবি অনুযায়ী, ডিভাইসটিতে একটি কার্ভড ব্যাক ডিজাইন এবং একটি বড় গোল ক্যামেরা মডিউল থাকবে। দীর্ঘদিন ধরেই বক্সি ডিজাইন প্রিমিয়াম এবং মিড-রেঞ্জ ফোনের পরিচিতি ছিল।

তবে গোল ক্যামেরা মডিউলগুলি অ্যান্ড্রয়েড স্মার্টফোন ইন্ডাস্ট্রিতে নতুন ট্রেন্ড হয়ে উঠছে, সদ্য উন্মোচিত বা আসন্ন অনেকগুলি হাই-এন্ড ডিভাইসে এই ধরণের ক্যামেরা সেটআপ বর্তমান৷ এর উল্লেখযোগ্য উদাহরণগুলির মধ্যে রয়েছে ওপ্পো ফাইন্ড এক্স৬ সিরিজ এবং আসন্ন রিয়েলমি ১১ সিরিজ।

বলা হচ্ছে, লাভা অগ্নি ২ ৫জি একটি উৎকৃষ্ট মিড-রেঞ্জ ডিভাইস হিসাবে বাজারে পা রাখবে। এটি নতুন মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট দ্বারা চালিত হবে বলেও নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, মিডিয়াটেকের এই নয়া চিপটি ডাইমেনসিটি ১০৮০-এর একটি রিফ্রেশ সংস্করণ যা রিয়েলমি ১০ সিরিজ এবং রেডমি নোট ১২ প্রো-এর মতো ডিভাইসগুলিতে উপস্থিত।

ভারতে আসন্ন Lava Agni 2 5G স্মার্টফোনটির দাম ২০,০০০ টাকার মধ্যে হবে বলে আশা করা হচ্ছে। এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লের সাথে আসবে। ফটোগ্রাফির জন্য, ফোনের পিছনে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেলের চারটি প্রাইমারি ক্যামেরা সেন্সর উপস্থিত থাকবে৷ আর ফোনের সামনে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমে চলমান, এই লাভা হ্যান্ডসেটটি পাওয়ার ব্যাকআপের জন্য শক্তিশালী ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৪ ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট অফার করবে।