Lava-র নতুন ফোনের প্রথম সেল আজ, মাত্র ৮৯৯৯ টাকায় ১১ জিবি র‌্যাম

Lava Blaze 2 ফোনের ভারতে দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের

Lava Blaze 2 ফোনের ভারতে সেল শুরু হল। গত সপ্তাহে Lava Blaze 5G এর আপগ্রেড সংস্করণটি ভারতে লঞ্চ হয়েছিল। আজ Amazon ও Lava Online Store থেকে হ্যান্ডসেটটি কেনা যাবে। বিশেষত্বের কথা বললে, Lava Blaze 2 ফোনে রয়েছে মোট ১১ জিবি র‌্যাম, ৫,০০০ এমএএইচ ব্যাটারি, অক্টা কোর প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। সর্বোপরি হ্যান্ডসেটটির দাম ৯,০০০ টাকার কম।

Lava Blaze 2 ফোনের সেল শুরু আজ থেকে

Lava Blaze 2 ফোনের ভারতে দাম রাখা হয়েছে ৮,৯৯৯ টাকা। এই মূল্য ৬ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এর সাথে ৫ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

Lava Blaze 2 ফোনের স্পেসিফিকেশন ও ফিচার

ডুয়েল সিমের লাভা ব্লেজ ২ ফোনের সামনে দেখা যাবে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫ ইঞ্চি ২.৫ডি কার্ভড এইচডি প্লাস (১৬০০ x ৭২০ পিক্সেল) আইপিএস ডিসপ্লে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে পাওয়া যাবে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর লাভা ব্লেজ ২-এর পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও এআই লেন্স।

পারফরম্যান্সের জন্য লাভা ব্লেজ ২ ফোনে ব্যবহার করা হয়েছে অক্টা-কোর ইউনিসক টি৬১৬ প্রসেসর ও অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম। কোম্পানির তরফে জানানো হয়েছে যে, ডিভাইসটি দুই বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছর সিকিউরিটি আপডেট পাবে।

সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার উপলব্ধ। Lava Blaze 2 ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে আপনাকে নিরাশ করবে না। এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।