বিক্রি শুরু হল, ৯২৯৯ টাকার Lava Blaze NXT ফোনের সাথে ৮৪৫০ টাকা পর্যন্ত অফার, এখান থেকে কিনুন

গত ২৫শে নভেম্বর Lava ভারতে লঞ্চ করেছিল তাদের বাজেট ফোন Blaze NXT। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২রা ডিসেম্বর একে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Amazon -এর মাধ্যমে প্রথমবার সেলে বিক্রির জন্য উপলব্ধ করা হল। তবে সবথেকে মজার বিষয়, উক্ত অনলাইন শপিং পোর্টাল থেকে এক্সচেঞ্জ অফারের দরুন ৯০০ টাকারও কমে এটিকে পকেটস্থ করে নিতে পারবেন আপনারা। বিশেষত্বের কথা বললে, Lava Blaze NXT হ্যান্ডসেটে – HD+ ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিটি ও ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির বড় ব্যাটারি পাওয়া যাবে। আবার এন্ট্রি-লেভেল ফোন হওয়া সত্ত্বেও, ৩ জিবি ভার্চুয়াল র‌্যাম ও ফেস আনলকের মতো অ্যাডভান্স ফিচারও সমর্থন করবে। চলুন Lava Blaze NXT স্মার্টফোনের দাম, প্রাপ্যতা, সেল অফার ও ফিচার সম্পর্কে জেনে নেওয়া যাক।

ভারতে লাভা ব্লেজ এনএক্সটি দাম ও সেল অফার (Lava Blaze NXT Price & Sale Offers in India)

ভারতে, লাভা ব্লেজ এনএক্সটি স্মার্টফোনের ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টকে ৯,২৯৯ টাকায় লঞ্চ করা হয়েছে। আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই লাভা ইন্ডিয়ার অফিসিয়াল স্টোর, ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) এবং নির্বাচিত রিটেল স্টোরের মাধ্যমে এই নয়া ফোনটিকে কিনে নিতে পারবেন। সর্বোপরি লাভা স্বয়ং নিশ্চিত করেছে যে, ব্লেজ এনএক্সটি ক্রেতাদের ফ্রি হোম সার্ভিস দেওয়া হবে।

সেল অফারের কথা বললে, অ্যামাজন থেকে আলোচ্য মডেলটি কেনার ক্ষেত্রে ৮,৪৫০ পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এই পুরো এক্সচেঞ্জ ভ্যালু হস্তগত করতে সক্ষম হয়ে যান, তবে নূন্যতম ৮৪৯ টাকা খরচ করে লাভা ব্লেজ এনএক্সটি স্মার্টফোনকে পকেটস্থ করতে পারবেন। তবে আগেই জানিয়ে দিই, এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ পুরানো ফোনের বাহ্যিক তথা অভ্যন্তরীণ অবস্থা, মডেল নম্বর এবং ব্র্যান্ডের উপর নির্ভর করবে।

লাভা ব্লেজ এনএক্সটি -এর স্পেসিফিকেশন (Lava Blaze NXT Specifications)

লাভা ব্লেজ এনএক্সটি স্মার্টফোনে রয়েছে ৬.৫-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১,৬০০ পিক্সেল) 2.5D কার্ভড IPS ডিসপ্লে, যা ৯০ হার্টজ রিফ্রেশ রেট এবং ২০:৯ এসপেক্ট রেশিও অফার করে। আবার এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর রিয়ার প্যানেলে বিদ্যমান থাকছে LED ফ্ল্যাশ লাইট সহ ট্রিপল ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ও ভিজিএ (VGA) শুটার। ডিভাইসের রিয়ার ক্যামেরা ত্রয়ী – ৬এক্স জুম, বিউটি মোড, এইচডিআর মোড, নাইট মোড, প্যানোরামা মোড সমর্থন করে।

পারফরম্যান্সের জন্য Lava Blaze NXT ফোনে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৩৭ প্রসেসর। অপারেটিং সিস্টেম হিসাবে এতে অ্যান্ড্রয়েড ১২ ভার্সন পাওয়া যাবে। ফোনটি ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ এসেছে। তবে সংস্থার দাবি অনুযায়ী, ডিভাইসটি ৩ জিবি পর্যন্ত ভার্চুয়াল র‍্যাম ফিচার সাপোর্ট করে। তদুপরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

কানেক্টিভিটির জন্য লাভা আনীত এই এন্ট্রি-লেভেল ফোনে – 4G LTE, ব্লুটুথ ভি৫.০, ওয়াই-ফাই, জিপিএস, OTG, এবং ৩.৫ মিমি অডিও জ্যাক অন্তর্ভুক্ত। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে এতে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। যদিও রিটেল বক্সে ১২ ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। পরিশেষে নিরাপত্তার জন্য এই নয়া হ্যান্ডসেটে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস আনলক ফিচার উপলব্ধ।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

5 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

5 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

6 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

8 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

9 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

9 hours ago