আজ অর্ডার করলেই ৭ হাজার টাকার Lava X3 ফোনের সাথে ৩ হাজার টাকার ইয়ারবাডস ফ্রি

গতপরশু অর্থাৎ ১৮ই ডিসেম্বর ভারতের বাজারে পা রেখেছিল Lava X3। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ২০ই ডিসেম্বর থেকে ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে দেশেবাসীরা আলোচ্য হ্যান্ডসেটটিকে প্রি-অর্ডার করতে পারবেন। সর্বোপরি প্রত্যেক প্রি-অর্ডারকারীদের এই এন্ট্রি-লেভেল স্মার্টফোনের সাথে প্রায় ৩,০০০ টাকার সমতুল্য Lava ProBuds N11 নেকব্র্যান্ডটি বিনামূল্যে দেওয়া হবে। বিশেষত্বের কথা বললে Lava X3 ফোনে – HD+ ডিসপ্লে প্যানেল, ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট, অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন ওএস এবং ৪,০০০ এমএএইচ ব্যাটারি পাওয়া যাবে। আবার ৮,০০০ টাকার কম প্রাইজ রেঞ্জের অধীনে আসা সত্ত্বেও এই ডিভাইসে রিয়ার-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক ফিচার বিদ্যমান থাকছে। দাম ও ফিচারের নিরিখে মনে করা হচ্ছে এটি ভারতীয় বাজারে ইতিমধ্যেই বিদ্যমান – Redmi A1+, Realme C33 মডেলের সাথে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করবে। চলুন সদ্য আগত Lava X3 স্মার্টফোনের দাম, প্রি-অর্ডার বিশদ ও স্পেসিফিকেশন দেখে নেওয়া যাক।

ভারতে লাভা এক্স৩ -এর দাম ও প্রি-অর্ডার বিশদ (Lava X3 price & pre-order details in india)

ভারতে লাভা এক্স৩ স্মার্টফোনের ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ৬,৯৯৯ টাকা। এটি আর্কটিক ব্লু, চারকোল ব্ল্যাক এবং লস্টার ব্লু কালার বিকল্পে এসেছে।

প্রি-অর্ডারের বিষয়ে বললে, আগ্রহীরা আজ এই মুহূর্ত থেকেই ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়ার (Amazon India) মাধ্যমে ফোনটি আগাম অর্ডার করতে পারবেন। অফারের কথা বললে, Lava X3 ফোনের প্রত্যেক প্রি-অর্ডারকারীদের ২,৯৯৯ টাকা মূল্যের Lava ProBuds N11 নেকব্র্যান্ডটি সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হবে। তবে এই অডিও প্রোডাক্টকে নিখরচায় পকেটস্থ করার শর্ত একটাই, ফোনটিকে আজই প্রি-অর্ডার করতে হবে।

লাভা এক্স৩ স্পেসিফিকেশন ও ফিচার (Lava X3 Specifications and Features)

ডুয়েল সিমের লাভা এক্স৩ ফোনে আছে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য দেওয়া হয়েছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আবার ডিভাইসের ব্যাক প্যানেলে থাকা পিল-আকৃতির মডিউলে LED ফ্ল্যাশ লাইট সহ ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ভিজিএ (VGA) লেন্স। প্রসঙ্গত এই ক্যামেরা মডিউলের ঠিক পাশেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বর্তমান। আবার ফেস আনলক ফিচারও পাওয়া যাবে নিরাপত্তার জন্য।

পারফরম্যান্সের জন্য লাভা আনীত এই লেটেস্ট স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ২ গিগাহার্টজ ক্লক রেটের মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর। এটি অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। স্টোরেজ হিসাব আলোচ্য ডিভাইসে ৩ জিবি র‌্যাম ও ৩২ জিবি রম পাওয়া যাবে। যদিও মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরও বাড়ানো যাবে। এদিকে কানেক্টিভিটির জন্য ডিভাইসে – 4G VoLTE, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, ব্লুটুথ, ওয়াই-ফাই, জিপিএস এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক অন্তর্ভুক্ত। আর পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Lava X3 স্মার্টফোনে ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি আছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে।