Lava X3 ফোনের প্রথম সেল আজ, দাম ৭ হাজার টাকার কম, ডুয়েল ক্যামেরা সহ রয়েছে শক্তিশালী ব্যাটারি

আপনি কি ৭,০০০ টাকার কমে কোনো নতুন ফোন খোঁজ করছেন? তাহলে আপনার জন্য আদর্শ Lava X3। আজ Amazon থেকে এই সাশ্রয়ী মূল্যের ফোনটি কেনা যাবে। সেল অফার হিসেবে ক্রেতারা ব্যাঙ্ক অফারের লাভ ওঠাতে পারবেন। ফিচারের কথা বললে, Lava X3 ফোনে পাওয়া যাবে বড়ো ডিসপ্লের সাথে শক্তিশালী ব্যাটারি। এছাড়া ডিভাইসটি মিডিয়াটেক প্রসেসর ও ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ সহ এসেছে।

Lava X3 এর দাম ও সেল অফার

লাভা এক্স৩ ফোনের দাম ৬,৯৯৯ টাকা। এই মূল্য ফোনটির ৩ জিবি র‌্যাম + ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের। এটি তিনটি কালারে পাওয়া যাবে – লাস্টার ব্লু, আর্কটিক ব্লু ও চারকোল ব্ল্যাক।

লঞ্চ অফার হিসেবে, AU small Finance Bank ও HSBC Bank এর ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা পাবেন যথাক্রমে ১০ শতাংশ ও ৫ শতাংশ ছাড়।

Lava X3 এর ফিচার ও স্পেসিফিকেশন

ডুয়েল সিমের লাভা এক্স৩ অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন অপারেটিং সিস্টেম দ্বারা চালিত। এটি ৪,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারির সাথে এসেছে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর।

Lava X3 ফোনের সামনে দেখা যাবে ৬.৫৩-ইঞ্চির এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে, যার ডিজাইন ওয়াটার ড্রপ নচ স্টাইলের। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য এতে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা উপস্থিত। আর পিছনে দুটি ক্যামেরা রয়েছে, এই ক্যামেরাগুলি হল – ৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও ভিজিএ (VGA) লেন্স।