Lava Yuva Pro: ৮ হাজার টাকার কমে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, বহু চমক সহ বাজারে এল নতুন লাভা ফোন

Lava একপ্রকার নিঃশব্দে ভারতের বাজারে Lava Yuva Pro নামের একটি নতুন এন্ট্রি-লেভেল স্মার্টফোন লঞ্চ করলো। বিশেষত্ব হিসাবে এটি আকর্ষণীয় মিরার-লাইক ব্যাক প্যানেল ফিনিশিং অফার করবে। আবার – ৬০ হার্টজ রিফ্রেশ রেটের একটি HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে প্যানেল, ১৩-মেগাপিক্সেল মুখ্য সেন্সর যুক্তি ট্রিপল রিয়ার ক্যামেরা ইউনিট, এবং ৫,০০০ এমএএইচের বড় ব্যাটারির মতো ফিচারও বিদ্যমান থাকছে ডিভাইসটিতে। এছাড়া, ৮,০০০ টাকার প্রাইজ সেগমেন্টের অধীনে আত্মপ্রকাশ করা সত্ত্বেও এই হ্যান্ডসেটে ফেস আনলক ও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাওয়া যাবে। চলুন Lava Yuva Pro স্মার্টফোনের দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কিত যাবতীয় তথ্যাদি বিশদে জেনে নেওয়া যাক।

ভারতে লাভা ইউভা প্রো -এর দাম ও লভ্যতা (Lava Yuva Pro Price and Availability in India)

ভারতে লাভা ইউভা প্রো স্মার্টফোনের দাম ৭,৭৯৯ টাকা রাখা হয়েছে। আর লভ্যতার কথা বললে, আলোচ্য মডেলটিকে ইতিমধ্যেই লাভা ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে – মেটালিক ব্ল্যাক, মেটালিক ব্লু এবং মেটালিক গ্রে এই তিনটি কালার ভ্যারিয়েন্টের সাথে কেনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

লাভা ইউভা প্রো -এর স্পেসিফিকেশন (Lava Yuva Pro specifications)

লাভা ইউভা প্রো স্মার্টফোনে একটি ৬.৫১৭-ইঞ্চির এইচডি প্লাস (৭২০x১৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে প্যানেল রয়েছে, যা ২০:৯ এসপেক্ট রেশিও এবং ৬০ হার্টজ রিফ্রেশ রেট সমর্থন করে। পারফরম্যান্সের জন্য এতে একটি নামবিহীন মিডিয়াটেক চিপসেট ব্যবহার করা হয়েছে। উক্ত হ্যান্ডসেটটি ৩ জিবি র‍্যাম এবং ৩২ জিবি নেটিভ স্টোরেজ অফার করে। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি আরো বাড়ানো যাবে। অপারেটিং সিস্টেম হিসাবে ডিভাইসে অ্যান্ড্রয়েড ১২ প্রি-ইনস্টল করা আছে। তবে যেহেতু এটি একটি এন্ট্রি-লেভেল হ্যান্ডসেট, সেহেতু এটি অ্যান্ড্রয়েড গো সংস্করণ দ্বারা চালিত হবে বলে মনে করা হচ্ছে। যদিও লাভা ইন্ডিয়ার ওয়েবসাইটে ফোনটির অফিসিয়াল লিস্টিংয়ে এই সম্পর্কে কিছু উল্লেখ করা হয়নি, তাই নিশ্চিত ভাবে এখুনি কিছু বলা যাচ্ছে না।

ফটোগ্রাফির জন্য, Lava Yuva Pro ফোনের রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে। এই ক্যামেরাগুলি হল – ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং দুটি অক্সিলিয়ারি লেন্স। অন্যদিকে, সেলফি এবং ভিডিও কলের জন্য এতে একটি ৮-মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেওয়া হয়েছে। আবার এটি হল সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার যুক্ত ৮,০০০ টাকার প্রাইজ সেগমেন্টের অধীনে আসা গুটিকয়েক ফোনগুলির মধ্যে একটি। একই সাথে, এই হ্যান্ডসেটটি ফেস আনলক ফিচারও সমর্থন করে।

কানেক্টিভিটির জন্য এই ফোনে – 4G VoLTE, ওটাই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, ডুয়াল সিম স্লট, জিপিএস এবং একটি ৩.৫ মিমি হেডফোন জ্যাক৷ পাওয়ার ব্যাকআপের জন্য Lava Yuva Pro -তে একটি ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ইউএসবি টাইপ-সি পোর্টের মাধ্যমে ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করে। লাভার দাবি অনুসারে, একক চার্জে এটি ৩৭ ঘন্টা পর্যন্ত ৪জি টকটাইম এবং ৩২০ ঘন্টা স্ট্যান্ডবাই টাইম অফার করতে সক্ষম। এর পরিমাপ ১৬৪.৪x৭৫.৮x৮.৯ মিমি এবং ওজন প্রায় ১৯১ গ্রাম।

Subheccha Das Poddar

Recent Posts

Harmanpreet Kaur: ‘আমরা আশা করি এবারে….’, বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর জোরালো আশা দেখালেন হরমন

ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কৌর আশাবাদী যে আসন্ন আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তার প্রথম বৈশ্বিক…

14 mins ago

Women’s T20 World Cup 2024 Warm-Up Match: বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে‌ ভারত, এই দুই দলের বিরুদ্ধে হবে মোকাবেলা

মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে…

20 mins ago

Garena Free Fire Redeem Codes for August 28 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স 28 আগস্ট রিডিম কোড

জনপ্রিয় রয়্যাল ব্যাটেল গেম Garena Free Fire-এ এসে গেল টপ ক্রিমিনাল নিয়ন, গ্রেনেড, গ্লু ওয়াল…

7 hours ago

Realme GT 7 Pro: 120x জুম এবার রিয়েলমির ক্যামেরায়, লঞ্চের আগেই ফাঁস হল ছবি

Realme GT 7 Pro ফোনটি চলতি বছরই বাজারে পা রাখতে চলেছে। ফোনটিকে নিয়ে ইতিমধ্যেই প্রযুক্তি…

8 hours ago

Jay Shah: ৩৫ বছর বয়সে বিশ্বজয়ের লক্ষ্যে জয় শাহ, পঞ্চম ভারতীয় হিসেবে হলেন ICC চেয়ারম্যান

ভারতীয় ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যাওয়ার পর নতুন ইনিংসের জন্য প্রস্তুত বিসিসিআই সচিব জয় শাহ। আন্তর্জাতিক…

9 hours ago

Pakistan Cricket: পাকিস্তান ক্রিকেটে এল প্লেয়ারদের আকাল, AI-এর মাধ্যমে নির্বাচন করা হচ্ছে দল, জানালেন চেয়ারম্যান

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি এমন একটি বিবৃতি দিয়েছেন যা বিশ্বক্রিকেটে হট্টগোল সৃষ্টি…

9 hours ago