Lenovo Legion Phone Duel ১৬ জিবি র‌্যাম ও স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের সাথে লঞ্চ হল

আজই ভারতে লঞ্চ হবে আসুসের নতুন গেমিং ফোন Asus ROG Phone 3। তার আগে লেনোভো চীনে তাদের এবছরের গেমিং ফোন Lenovo Legion Phone Duel লঞ্চ…

আজই ভারতে লঞ্চ হবে আসুসের নতুন গেমিং ফোন Asus ROG Phone 3। তার আগে লেনোভো চীনে তাদের এবছরের গেমিং ফোন Lenovo Legion Phone Duel লঞ্চ করলো। যদিও লঞ্চের আগেই এই ফোনের ফিচার ফাঁস হয়ে গিয়েছিল। লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল না কেবল গেমারদের জন্য সেরা বিকল্প বরং প্রিমিয়াম স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য একটি লোভনীয় ডিভাইস। Lenovo Legion Phone Duel এর বিশেষ বিশেষ ফিচারের কথা বললে এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসর, ১৪৪ হার্জ রিফ্রেশ রেটের ডিসপ্লে, ২০ মেগাপিক্সেল সাইড মাউন্টেড পপ আপ সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।

Lenovo Legion Phone Duel দাম:

লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল চারটি স্টোরেজ ভ্যারিয়েন্টের সাথে লঞ্চ হয়েছে। এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ৩৭,৩০০ টাকা, ১২ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজের দাম প্রায় ৪১,৫০০ টাকা। আবার ১২ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজের দাম যথাক্রমে প্রায় ৪৪,৭০০ টাকা ও ৬৩,৯০০ টাকা। এই ফোনটি কবে ভারতে আসবে এখনও সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে এমাসের শেষের দিকে চীনে বিক্রির জন্য উপলব্ধ হবে।

Lenovo Legion Phone Duel স্পেসিফিকেশন:

লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল ৬.৫৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লের সাথে লঞ্চ হয়েছে। এর আসপেক্ট রেশিও ১৯.৫:৯ এবং রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। আবার এর টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্জ। ফোনের সামনে আছে ডুয়েল স্টেরিও স্পিকার। এই ফোনটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৬৫ প্লাস প্রসেসরের সাথে এসেছে। গ্রাফিক্সের জন্য এতে আছে এড্রেনো ৬৫০ জিপিইউ। ফোনটিতে সর্বোচ্চ ১৬ জিবি র‌্যাম ও ৫১২ জিবি পর্যন্ত ইন্টারনেট স্টোরেজ আছে।

সিকিউরিটির জন্য এখানে পাবেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। লেনোভো লিজিয়ন ফোন ডুয়েল এর পিছনে আছে দুটি ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা এফ/১.৮৯ অ্যাপারচার সহ ৬৪ মেগাপিক্সেল সেন্সর। আবার সেকেন্ডারি ক্যামেরা ১৬ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল সেন্সর, যার ফিলড অফ ভিউ ১২০ ডিগ্রী। রিয়ার ক্যামেরা দিয়ে ৩০এফপিএস এ ৪কে ভিডিও রেকর্ড করা যাবে। ফোনের এক পাশে আছে ২০ মেগাপিক্সেল পপ আপ সেলফি ক্যামেরা।

অপারেটিং সিস্টেমের কথা বললে এই ফোন অ্যান্ড্রয়েড ১০ বেসড জেডইউআই ১২/লিজিয়ন ওএস এ চলে। পাওয়ারের জন্য এতে ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এতে ৯০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট করে। চার্জিংয়ের জন্য এই ফোনে পাবেন ইউএসবি টাইপ সি পোর্ট। কোম্পানির দাবি এই ফোনটি ৩০ মিনিটে ফুল চার্জ হয়ে যাবে।