Lenovo Legion Y90 গেমি ফোন ও Lenovo Legion Y700 ট্যাবলেট লঞ্চ হল, রয়েছে দুর্দান্ত ফিচার

বহুজাতিক টেক সংস্থা Lenovo সম্প্রতি তাদের লেটেস্ট গেমিং স্মার্টফোন Legion Y90 এবং গেমিং ট্যাবলেট Lenovo Legion Y700 লঞ্চ করলো চিনের বাজারে। যদিও লঞ্চের আগেই অর্থাৎ…

বহুজাতিক টেক সংস্থা Lenovo সম্প্রতি তাদের লেটেস্ট গেমিং স্মার্টফোন Legion Y90 এবং গেমিং ট্যাবলেট Lenovo Legion Y700 লঞ্চ করলো চিনের বাজারে। যদিও লঞ্চের আগেই অর্থাৎ গত সপ্তাহে এই দুটি ডিভাইসের সম্পূর্ণ স্পেসিফিকেশন টিজ করা হয়েছিল অনলাইনে। যার দরুন স্মার্টফোন ও ট্যাবলেটের বিশেষত্ব সম্পর্কে আমরা আগাম জানতে পেরেছিলাম। এক্ষেত্রে ফিচার হিসাবে, Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট এবং ১৮ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম পাওয়া যাবে। আর, Lenovo Legion Y700 গেমিং ট্যাবলেটে স্ন্যাপড্রাগন ৮৭০ চিপসেট ও ১২ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম দেওয়া হয়েছে। সাদৃশ্যের কথা বললে, উভয় ডিভাইসেই অতিরিক্ত তাপ অপসারণের জন্য ভেপার-চেম্বার কুলিং (VC Cooling) টেকনোলজির ব্যবহার করা হয়েছে। চলুন তাহলে নবাগত Lenovo Legion Y90 স্মার্টফোন এবং Lenovo Legion Y700 ট্যাবলেটের দাম, প্রাপ্যতা ও স্পেসিফিকেশন সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক এবার।

Lenovo Legion Y90 স্মার্টফোন, Lenovo Legion Y700 ট্যাবলেট দাম ও লভ্যতা

লেনোভো লিজিয়ন ওয়াই৯০ স্মার্টফোনকে তিনটি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ চীনে করা হয়েছে। যার মধ্যে, ১২ র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ৩,৯৯৯ ইউয়ান (প্রায় ৪৭,৮০০ টাকা) ধার্য করা হয়েছে। এছাড়া, ১৬ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ এবং ১৮ জিবি র‌্যাম+৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৪,২৯৯ ইউয়ান (প্রায় ৫১,৪০০ টাকা) এবং ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৯,৮০০ টাকা) ঘোষণা করা হয়েছে। ফোনটি একক গ্রে কালার অপশনে উপলব্ধ।

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ গেমিং ট্যাবলেটের প্রারম্ভিক মূল্য ২,১৯৯ ইউয়ান (প্রায় ২৬,৩০০ টাকা) রাখা হয়েছে। এই দাম ডিভাইসের ৮ জিবি র‌্যাম+১২৮ জিবি স্টোরেজ অপশনের। এছাড়া, ১২ জিবি র‌্যাম+২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২,৪৯৯ ইউয়ান (প্রায় ২৯,৯০০ টাকা)। লেনোভোর এই গেমিং ট্যাবলেটটি ব্লু এবং বেইজ কালারে এসেছে।

ভারত সহ বিশ্ব বাজারে এই দুটি নতুন ডিভাইসকে কবে উপলব্ধ করা হবে তা এখনও ঘোষণা করা হয়নি।

Lenovo Legion Y90 গেমিং স্মার্টফোন স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই৯০ গেমিং স্মার্টফোনে আছে একটি ৬.৯ ইঞ্চির (১,০৮০x২,৪৬০পিক্সেল) Samsung E4 AMOLED ডিসপ্লে। যার, ব্রাইটনেস ১,৩০০ নিট পিক, রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ এবং পিক্সেল ডেনসিটি ৩৮৮ পিপিআই। ফাস্ট পারফরম্যান্স ও মাল্টিটাস্কিংয়ের জন্য এতে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ভিত্তিক যেইউআই (ZUI 13) কাস্টম ওএস দ্বারা চালিত হবে। স্টোরেজ হিসাবে এতে ১৮ জিবি পর্যন্ত LPDDR5 র‌্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত UFS 3.1 মেমরি পাওয়া যাবে। তবে, ১৮ জিবি র‌্যাম ভ্যারিয়েন্টে রেইড ০ (RAID 0) স্টোরেজ স্ট্রিপ রয়েছে, যা ১২৮ জিবি SSD স্টোরেজ সাপোর্ট করে।

Lenovo Legion Y90 ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এগুলি হল, ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ১৩ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সেলফি তোলার জন্য ডিভাইসে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা বৰ্তমান।

নবাগত এই গেমিং মোবাইলের অন্যতম বিশেষত্ব হল, এটি ভিসি ওর ভেপার-চেম্বার কুলিং টেকনোলজি সহ এসেছে, যা ৩,৫২০ বর্গ-মিলিমিটার এলাকা জুড়ে তাপ অপসারণ করতে সক্ষম। এছাড়া, হ্যান্ডসেটটি ডুয়েল এক্স-অ্যাক্সিস লিনিয়ার মোটর ও ডলবি অ্যাটমস অডিও টেকনোলজি সাপোর্ট করে। আবার কানেক্টিভিটির জন্য এতে, ওয়াই-ফাই ৮০২.১১এএক্স, ব্লুটুথ ভি৫.২, ওটিজি এবং দুটি ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য লেনোভোর এই ফোনে ডুয়েল সেলের ৫,৬০০ এমএএইচ ব্যাটারি আছে, যা ৬৮ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Lenovo Legion Y90 ফোনের পরিমাপ ১৭৭x৭৮.৪x১০.১৪ মিমি এবং ওজন ২৫২ গ্রাম।

Lenovo Legion Y700 গেমিং ট্যাবলেট স্পেসিফিকেশন

লেনোভো লিজিয়ন ওয়াই৭০০ গেমিং ট্যাবলেটে একটি ৮.৮ ইঞ্চির (২,৫৬০x১,৬০০ পিক্সেল) LCD ডিসপ্লে উপস্থিত। এই ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট, ৫০০ নিট পিক ব্রাইটনেস, HDR10, ডলবি ভিশন এবং ডিসি ডিমিং টেকনোলজি সাপোর্ট করে। উন্নত পারফরম্যান্স অফার করার জন্য ট্যাবটি স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর সহ এসেছে। এটি অ্যান্ড্রয়েড ভিত্তিক জেডইউআই ১৩ (ZUI 13) কাস্টম ওএস দ্বারা চালিত। স্টোরেজ হিসাবে এতে, ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত UFS 3.1 রম উপলব্ধ। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ১ টেরাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।

ক্যামেরা ফ্রন্টের কথা বললে, Lenovo Legion Y700 ট্যাবলেটে ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা বর্তমান। এই গেমিং ট্যাবলেটটি ভিসি কুলিং টেকনোলোজি সহ এসেছে, যা ৮,৫০০ বর্গ মিলিমিটার এলাকা জুড়ে তাপ অপসারণে সক্ষম।

অন্যান্য ফিচারের কথা বললে, উক্ত ডিভাইসে ডুয়াল মাইক্রোফোন এবং ডলবি অ্যাটমস টেকনোলজি সমর্থিত JBL স্পিকার সিস্টেম আছে। এর কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল রয়েছে, ওয়াই-ফাই ৬, মাইক্রোএসডি কার্ড স্লট, ব্লুটুথ ভি৫.১, ওটিজি, ইউএসবি টাইপ-সি পোর্ট এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। পাওয়ার ব্যাকআপের জন্য ট্যাবলেটে ৬,৫৫০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। Lenovo Legion Y700 ট্যাবলেটের পরিমাপ ২০৭.১x১২৮.১x৭.৯ মিমি এবং ওজন ৩৭৫ গ্রাম।