LG Gram 16, Gram 17 লঞ্চ হল লেটেস্ট 12th Gen Intel Core সিপিইউ সহ, স্ক্রিনের সামনে কেউ আসলে পাবেন অ্যালার্ট

LG তাদের সর্বাধিক ‘লাইটওয়েট’ সিরিজ LG Gram এর অধীনে দুটি নতুন ল্যাপটপ লঞ্চ করলো স্বদেশীয় বাজারে। নবাগত, LG Gram 16 এবং Gram 17 ল্যাপটপ দুটি অল্ডার লেক ইন্টেল ১২তম প্রজন্মের অক্টা কোর প্রসেসর (Alder Lake 12th Gen Intel Core) এবং ৩২ জিবি পর্যন্ত র‌্যাম সহ এসেছে। উভয় ডিভাইসেই এক সমান ডিসপ্লে ফিচার সমন্বিত WQXGA IPS ডিসপ্লে আছে। যদিও ডিভাইস-দ্বয়ের ডিসপ্লে সাইজ ভিন্ন থাকছে। এছাড়া, সাদৃশ্য হিসাবে, উভয় ল্যাপটপই পোর্টেবল, ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং পরিমিত গ্রাফিক্স প্রসেসিং পাওয়ার (মডেল ভেদে ভিন্ন) প্রদান করে। তাহলে চলুন এবার সদ্য আগত LG Gram 16 এবং Gram 17 ল্যাপটপের দাম ও বিশেষত্ব সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

LG Gram 16, Gram 17 ল্যাপটপ স্পেসিফিকেশন

এলজি গ্রাম ১৬ এবং গ্রাম ১৭ ল্যাপটপে যথাক্রমে ১৬ ইঞ্চি ও ১৭ ইঞ্চির WQXGA (২,৫৬০x১,৬০০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে আছে। এই ডিসপ্লে, ১৬:১০ এসপেক্ট রেশিও এবং ৯৯% DCI-P3 কালার গ্যামাট সাপোর্ট করে। ফাস্ট পারফরম্যান্স সরবরাহের জন্য ডিভাইস দুটিতে অল্ডার লেক সিরিজ অধীনস্ত ১২তম প্রজন্মের ইন্টেল কোর আই৫ এবং কোর আই৭ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এছাড়া, ক্রেতারা ইন্টিগ্রেটেড ইন্টেল এক্সই গ্রাফিক্স বা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ২০৫০ গ্রাফিক্স কার্ডের মধ্যে একটি বেছে নেওয়ার বিকল্প পেয়ে যাবেন।

বিশেষত্বের কথা বললে, দুটি ল্যাপটপেই এমন কিছু সুবিধা অফার করা হবে, যা ডিভাইসগুলির কর্মক্ষমতা অপ্টিমাইজ করতে সাহায্যে করবে। সেক্ষেত্রে, এই নয়া ল্যাপটপ দুটি পারিপার্শ্বিক কার্যকলাপ সনাক্ত করতে সক্ষম। যেমন, ইউজাররা ল্যাপটপ থেকে দূরে সরে গেলে বা অন্য কোন ব্যক্তি কাছে এলে, ডিভাইসগুলি তা ‘ডিটেক্ট’ করে ডিসপ্লে স্ক্রিনকে কাস্টমাইজ করবে। আবার, ইউজারের পিছনে হঠাৎ কোনো ব্যক্তি এসে দাঁড়ালে ল্যাপটপ দুটি অ্যালার্ট বা সতর্ক বার্তা প্রদর্শন করবে।

তদুপরি, LG Gram 16 এবং Gram 17 উভয় ডিভাইসেই DTS:X আল্ট্রা অডিও সমর্থন সহ ১.৫ওয়াটের ডুয়াল-স্পিকার সেটআপ রয়েছে। কানেক্টিভিটির জন্য ল্যাপটপগুলিতে, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ভি৫.১, একটি এইচডিএমআই পোর্ট, দুটি ইউএসবি ৩.২ জেন ২ পোর্ট, দুটি ইউএসবি ৪ জেন ৩ টাইপ-সি পোর্ট, একটি থান্ডারবোল্ট ৪ পোর্ট, মাইক্রোএসডি কার্ড স্লট এবং একটি ৩.৫ মিমি হেডফোন/মাইক্রোফোন জ্যাক বর্তমান৷ পাওয়ার ব্যাকআপের জন্য, এলজি গ্রাম ১৬ ল্যাপটপে ৯০Whr ক্যাপাসিটির ব্যাটারি আছে। অন্যদিকে, এলজি গ্রাম ১৭ ল্যাপটপে তুলনায় ছোট ব্যাটারি অর্থাৎ ৮০Whr ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে। দুটি ল্যাপটপই ৬৫ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করে। পরিশেষে, LG Gram 16 ল্যাপটপের ওজন ১.২৮ কেজি এবং Gram 17 -এর ওজন ১.৪৩ কেজি।

LG Gram 16, Gram 17 ল্যাপটপ দাম

নবাগত, এলজি গ্রাম ১৬ ল্যাপটপের কোর আই৫ সিপিইউ এবং ১৬জিবি + ২৫৬জিবি স্টোরেজ যুক্ত বেস ভ্যারিয়েন্টের দাম ২.২৯ মিলিয়ন ওয়ান (দক্ষিণ কোরিয়া কারেন্সি) বা ভারতীয় মূল্যে প্রায় ১,৪৩,৭০০ টাকা রাখা হয়েছে। এই একই বেস কনফিগারেশন সহ আসা গ্রাম ১৭ ল্যাপটপ ভ্যারিয়েন্টের দাম থাকছে ২.৩৯ মিলিয়ন ওয়ান বা প্রায় ১,৫০,০০০ টাকা। কোরিয়ান মার্কেটে ল্যাপটপ দুটি – ব্ল্যাক, চারকোল এবং হোয়াইট কালার অপশনে এসেছে।

লভ্যতার কথা বললে, ভারত তথা গ্লোবাল মার্কেটে কতদিনে এই দুটি নতুন ল্যাপটপকে লঞ্চ করা হবে তা এখনো নিশ্চিত নয়।

Subheccha Das Poddar

Recent Posts

Garena Free Fire Redeem Codes for August 24 2024: গারেনা ফ্রি ফায়ার ম্যাক্স রিডিম কোড থেকে জিতুন ডায়মন্ড

আপনি কি গারেনা ফ্রি ফায়ার-এর আজকের রিডিম কোড খোঁজ করেছেন? তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য।…

7 hours ago

Maharaja Trophy: মহারাজা ট্রফিতে ঘটলো বিরলতম ঘটনা, ৩ টি সুপার ওভারের পর বেরোলো ম্যাচের ফলাফল

বর্তমানে মহারাজা ট্রফি টি-টোয়েন্টি টুর্নামেন্ট চলছে কর্ণাটকে। শুক্রবার বেঙ্গালুরু ব্লাস্টার্স ও হুবলি টাইগার্সের অনুষ্ঠিত হয়েছিল…

7 hours ago

4000 টাকা দাম কমলো 1 কোটির বেশি বিক্রি হওয়া Redmi 5G ফোন, রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা

রেডমির নোট সিরিজের স্মার্টফোন বাজারে বেশ জনপ্রিয়। এমন পরিস্থিতিতে আপনি যদি বাজেট সেগমেন্টে ভালো ক্যামেরা,…

8 hours ago

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

10 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

10 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

11 hours ago