ইউনিক ডিজাইন সহ ভারতে লঞ্চ হল LG Velvet, জেনে নিন দাম ও সমস্ত ফিচার

অবশেষে ভারতে লঞ্চ হল LG Velvet। আজ একটি ভার্চুয়াল লঞ্চ ইভেন্টে কোম্পানি ডুয়েল স্ক্রিনের LG Wing এর সাথে এই ফোনটিও লঞ্চ করেছে। গত মে মাসে দক্ষিণ কোরিয়ান স্মার্টফোন কোম্পানিটি প্রথম এলজি ভেলভেট কে আমেরিকার মার্কেটে লঞ্চ করে। LG Velvet এর বিশেষ বিশেষ ফিচারের মধ্যে আছে OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৪,৩০০ এমএএইচ ব্যাটারি ও ৪৮ মেগাপিক্সেল ট্রিপল রিয়ার ক্যামেরা।

LG Velvet এর ভারতে দাম ও লভ্যতা

এলজি ভেলভেট এর দাম ৩৬,৯৯০ টাকা। এই দাম ফোনটির ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের। এছাড়াও আছে ডুয়েল স্ক্রিন অ্যাক্সেসরি অপশন, যার দাম পড়বে ৪৯,৯৯০ টাকা। ফোনটি নিউ ব্ল্যাক ও অরোরা সিলভার কালারে উপলব্ধ। আগামী ৩০ অক্টোবর থেকে অনলাইন প্ল্যাটফর্ম ও অফলাইন রিটেল স্টোর থেকে LG Velvet ফোনটি কেনা যাবে।

LG Velvet এর স্পেসিফিকেশন

এলজি ভেলভেট ফোনে আছে কার্ভাড এজ ও ইউনিক 3D অর্ক ডিজাইনের সাথে ৬.৮ ইঞ্চি ফুল এইচডি প্লাস সিনেমা ফুলভিশন OLED ডিসপ্লে। এই ডিসপ্লের আসপেক্ট রেশিও ২০.৫:৯ এবং পিক্সেল রেজোলিউশন ২৩৪০ × ১০৮০ পিক্সেল। এই ফোনের ওয়াটার ড্রপ নচের মধ্যে সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটি এসেছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর সহ, এর সাথে এড্রেনো ৬৩০ জিপিইউ সাপোর্ট করবে। আবার এই ফোনে পাবেন ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে।

আবার এটি আইপি৬৮ এবং MIL-STD ৮১০জি সার্টিফায়েড, ফলে ফোনটি জল ও ধুলো প্রতিরোধ করতে পারবে। এছাড়াও এতে LG Dual Screen এর কমপ্যাটিবল ভার্সন আছে। এছাড়াও LG Velvet ফোনে সিকিউরিটির জন্য দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এর সাথে Wacom stylus সাপোর্ট করবে, যার প্রেসার লেভেল ৪০৯৬।

ক্যামেরার কথা বললে ফোনটি ওয়াটারড্রপ ক্যামেরা ডিজাইন সহ এসেছে। এলজি ভেলভেট ফোনের পিছনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা। যার প্রাইমারি ক্যামেরা ৪৮ মেগাপিক্সেল ( OIS সাপোর্ট)। অন্য দুটি ক্যামেরা হল ৮ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড লেন্স ও ৫ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সামনে আছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। অডিও রেকর্ডিংয়ের অভিজ্ঞতা উন্নত করতে এলজি ভয়েস-আউট ফোকাস এবং এএসএমআর রেকর্ডিংয়ের মতো ফিচার দেওয়া হয়েছে।

LG Velvet ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনে পাবেন ফাস্ট চার্জিং সহ ৪,৩০০ এমএএইচ ব্যাটারি। আবার এতে ১০ ওয়াট ওয়্যারলেস চার্জিং ও সাপোর্ট করবে। চার্জিংয়ের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট উপলব্ধ। ফোনটির ওজন ১৮০ গ্রাম।

TechGup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Share
Published by
TechGup Desk

Recent Posts

Electric Bike: এক চার্জে চলবে 250 কিমি, লঞ্চ হল দেশীয় প্রযুক্তির ইলেকট্রিক স্পোর্টস বাইক Prana 2.0

2021 সালে তামিলনাড়ুর সংস্থা Srivaru Motors তাদের প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ করে সাড়া ফেলে দিয়েছিল।…

31 mins ago

Vivo Y300 Pro: এই প্রথম ভিভোর ফোনে 6500mah ব্যাটারি, সঙ্গে স্পেশাল ফিচার্স

Vivo Y300 Pro ফোনটি খুব তাড়াতাড়ি বাজারে পা রাখতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির বিষয়ে নানা তথ্য…

39 mins ago

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

Shikhar Dhawan Retirement: সমাপ্তি ঘটলো এক সোনালী অধ্যায়ের, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা শিখর ধাওয়ানের

56 mins ago

Samsung এর এই ডিভাইস কেনার আগে দুবার ভাবুন, ব্যাটারি নষ্ট হলেও সরাই হবে না

Samsung একের পর এক নতুন নতুন প্রোডাক্ট বাজারে আনছে। সম্প্রতি সংস্থাটি Samsung Galaxy Ring নামে…

60 mins ago

Best smartphone under 20000: 20 হাজার টাকার মধ্যে ভালো ফোন 2024 লিস্ট

গত কয়েক বছরে স্মার্টফোনে অভূতপূর্ব বদল এসেছে। কারণ, স্মার্টফোনে একসময় সাধারণ এলসিডি স্ক্রিন, বেসিক ক্যামেরা…

2 hours ago

লঞ্চের দোরগোড়ায় পৌঁছে গেল Samsung Galaxy G Fold 6 Slim

Samsung Galaxy Z Fold 6 Slim ফোনটিকে বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে স্যামসাং। তবে তার আগেই…

3 hours ago