Categories: Mobiles

মে মাসে বাজারে কাঁপাতে আসছে এই 6 স্মার্টফোন, Samsung, OnePlus, Google এর ফোন রয়েছে তালিকায়

আপনি যদি নতুন স্মার্টফোন কিনতে চান,তাহলে আর কয়েকদিন অপেক্ষা করুন। কারণ আগামী মাসে অর্থাৎ ২০২৩ সালের মে মাসে বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ হতে চলেছে। এই সমস্ত ফোন বিভিন্ন দামে পাওয়া যাবে। স্যামসাং, গুগল পিক্সেল, ওয়ানপ্লাস ও রিয়েলমির মতো প্রিমিয়াম ও জনপ্রিয় ব্র্যান্ডগুলোর হাত ধরে এই ফোনগুলো বাজারে আসবে। আসুন দেখে নেওয়া যাক মে মাসে কোন কোন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে।

Google Pixel 7a

পিক্সেল সিরিজের এই নয়া ফোন লঞ্চ করার জন্য গুগল আগামী ১০ মে আই/ও ২০২৩ ইভেন্টের আয়োজন করেছে। রিপোর্ট অনুযায়ী, এই স্মার্টফোনে ৯০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.১ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে ও ৬৪ মেগাপিক্সেল সনি আইএমএক্স৭৮৭ প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। এছাড়া পিক্সেল ৭এ টেনসর জি ২ চিপসেট এবং ৪,৫০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে বলে আশা করা হচ্ছে।

Samsung Galaxy F54

স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ ফোনটি ৮ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল মেমোরি সহ আসবে। এতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, এক্সিনস এস৫ই৮৮৩৫ প্রসেসর এবং ১০৮ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা থাকতে পারে। ভারতে স্যামসাং গ্যালাক্সি এফ৫৪ এর দাম হতে পারে ২৪,৯৯০ টাকা।

Poco F5

আগামী ৯ মে ‘পোকো এফ৫’ স্মার্টফোনটি লঞ্চ করবে পোকো। স্মার্টফোনটির রিয়ার প্যানেলে ট্রিপল ক্যামেরা সেটআপ পাওয়া যাবে। আর এতে থাকবে লেটেস্ট স্ন্যাপড্রাগন প্রসেসর। সূত্রের খবর, পোকো এফ৫ এর দাম ২৮,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকার মধ্যে রাখা হবে।

Google Pixel Fold

মে মাসে গুগল তাদের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে। স্মার্টফোনটিতে ৫.৮ ইঞ্চি কভার ডিসপ্লে এবং ৭.৬৯ ইঞ্চি অভ্যন্তরীণ ডিসপ্লে থাকতে পারে। পিক্সেল ফোল্ডের পিছনে ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফির জন্য দুটি ক্যামেরা দেওয়া হতে পারে।

Realme 11 Pro+ ও Realme 11 Pro

রিয়েলমি নিশ্চিত করেছে যে, ১১ প্রো সিরিজটি মে মাসে চীনে লঞ্চ হবে। এরপর এই সিরিজ ভারতে আসবে। এই সিরিজের রিয়েলমি ১১ প্রো-তে থাকছে ১০৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ডাইমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট। এটি ৫,০০০ এমএএইচ ব্যাটারি সহ আসবে। এদিকে, রিয়েলমি ১১ প্রো+ ফোনে ডাইমেনসিটি ৭০০০ সিরিজের চিপসেট এবং ৬.৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে। পাশাপাশি দেওয়া হতে পারে ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

OnePlus Nord 3

ওয়ানপ্লাস নর্ড ৩ মে মাসের শেষের দিকে ভারতে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। স্মার্টফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ ৬.৭ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে এবং অক্টা-কোর মিডিয়াটেক ডাইমেনসিটি ৯০০০ ৫জি প্রসেসর পাওয়া যাবে। এছাড়া নর্ড ৩-এ ৫,০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াট ফাস্ট চার্জার থাকবে বলে আশা করা হচ্ছে, স্মার্টফোনটির দাম ভারতে প্রায় ৩০,০০০-৪০,০০০ টাকার মধ্যে রাখা হবে।

Julai Mondal

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

30 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

37 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

46 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

57 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago