দিওয়ালি অফারে Hero Xtreme 160R এর ওপর প্রায় ১৪ হাজার টাকা ছাড়

ফেস্টিভ সিজনে আরো প্রোডাক্ট বিক্রির লক্ষ্যমাত্রা রেখে দেশের বৃহত্তম টু-হুইলার সংস্থা Hero MotorCorp এবার তাদের ১৬০ সিসি মোটরবাইক Xtreme 160R-এর ওপর দিওয়ালি অফারের ঘোষণা করলো। আসন্ন দিওয়ালি উপলক্ষে এই বাইকের সাথে থাকছে এক্সচেঞ্জ বোনাস, লয়্যালিটি বোনাস, কর্পোরেট ডিসকাউন্ট এবং ক্যাশব্যাক অফার। ফলে যেসব রেসিংপ্রেমী এখন Apache বা Pulsar মডেলের বিকল্প খুঁজছেন তাদের কাছে আকর্ষণীয় স্পোর্টি ডিজাইনের Hero Xtreme 160R প্রথম পছন্দ হয়ে উঠতে পারে।

প্রথমেই আসি এই বাইকের ওপর এক্সচেঞ্জ বোনাসের প্রসঙ্গে। পুরানো যে কোনো টু-হুইলার এক্সচেঞ্জ করলে মিলবে ৩,০০০ টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ বোনাস। সেইসঙ্গে যারা হিরোর বাইক/স্কুটারের মালিক তারা ২,০০০ টাকার লয়্যালিটি বোনাসের জন্য যোগ্য বিবেচিত হবেন। অপরদিকে যেসব কর্পোরেট সংস্থার সাথে হিরো মোটো কর্পের গাঁটছাড়া বাঁধা আছে, সেইসব সংস্থার কর্মচারীরা Xtreme 160R মোটরবাইকের সাথে পাবেন ২,০০০ টাকার কর্পোরেট বোনাস।

এবার আসি ক্যাশব্যাক অফারের কথায়। যেসব ক্রেতা আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করবেন তারা ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক জিতে নেওয়ার সুযোগ পাবেন। আবার পেটিএমের মাধ্যমে ট্র্যানজাকশান করলে ৭,৫০০ টাকা অব্দি ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। অর্থাৎ আপনি যদি সমস্ত অফারের সুবিধা নিতে পারেন তাহলে ১৪,৫০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন (Paytm বা ICICI ব্যাংকের অফারের মধ্যে যেকোনো একটি পাবেন)।

Hero Xtreme 160R এখন দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে। সিঙ্গেল ডিস্ক ব্রেক এবং ডুয়াল ডিস্ক ব্রেক। ফ্রন্ট ডিস্ক ভ্যারিয়েন্টের দাম ১,০৩,৩০০ টাকা (এক্স-শোরুম, কলকাতা)। অপরদিকে ডুয়াল ডিস্ক ব্রেক ভ্যারিয়েন্ট কেনার জন্য খরচ করতে হবে ১,০৬,৩০০ টাকা (এক্স-শোরুম, কলকাতা)। বাইকটি পার্ল সিলভার হোয়াইট, স্পোর্টস রেড এবং ভাইব্র্যান্ট ব্লু কালারে উপলব্ধ।

Hero Xtreme 160R মোটরবাইকে রয়েছে অত্যাধুনিক XSens প্রোগ্রাগড ফুয়েল ইনজেকটেড প্রযুক্তির ১৬৩ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ১৫ বিএইচপি (১১.২ kwh) পাওয়ার এবং ১৪ এনএম পর্যন্ত টর্ক জেনারেট করতে পারে। ৬০ কিমি গতিবেগ তুলতে বাইকটি কেবল ৪.৭ সেকেন্ড সময় নেয়। সুরক্ষার জন্য ডিস্ক ব্রেকের সাথে বাইকে দেওয়া হয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস।