Maimang 20 smartphone launched

Mobile Phone: বড় ডিসপ্লে ও 64 মেগাপিক্সেল ক্যামেরার সাথে লঞ্চ হল সস্তা স্মার্টফোন

গত বছর Huawei তাদের ‘Maimang’ সাব-ব্র্যান্ডটিকে China Telecom -এর কাছে বিক্রি করে দেয়। নতুন মালিকানার অধীনে আসার পর পরই অর্থাৎ মে মাসে ব্র্যান্ডটি Maimang 11 নামের একটি নয়া স্মার্টফোন লঞ্চ করে। আর আজ অর্থাৎ ৪ঠা এপ্রিল আলোচ্য ফোনটির উত্তরসূরিকে বাজারে আনা হল, যা Maimang 20 নামে আত্মপ্রকাশ করেছে। পূর্ববর্তী মডেলের ন্যায় এটিও একটি বাজেট-রেঞ্জের 5G-এনাবল স্মার্টফোন। যদিও নতুন হ্যান্ডসেটটি বিদ্যমান ফোনের তুলনায় পরিমার্জিত ডিজাইন এবং বেশ কয়েকটি আপগ্রেড ফিচার সহ এসেছে। যেমন এতে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের LCD ডিসপ্লে প্যানেল, ৬৪ মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা ইউনিট এবং ৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত বড় ব্যাটারি পাওয়া যাবে। চলুন সদ্য লঞ্চের মুখ দেখা Maimang 20 স্মার্টফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারে জেনে নেওয়া যাক।

Maimang 20 স্মার্টফোনের স্পেসিফিকেশন

সদ্য লঞ্চ হওয়া Maimang 20 ফ্ল্যাট ফ্রেমের ডিজাইনের সাথে এসেছে। এর ব্যাক প্যানেলে দুটি বড় তথা বৃত্তাকার সেন্সর যুক্ত ক্যামেরা মডিউল দেখা যাবে। এই মডিউলের ডিজাইন অনেকটা হুয়াওয়ে এবং অনর ব্র্যান্ডিংয়ের হ্যান্ডসেটের অনুরূপ। ফিচারের কথা বললে, আলোচ্য হ্যান্ডসেটে ৬.৭৮-ইঞ্চির (২৩৮৮x১০৮০ পিক্সেল) LCD টাচ-স্ক্রিন রয়েছে। এই ডিসপ্লের ডিজাইন পাঞ্চ-হোল (কেন্দ্রীভূত) স্টাইলের এবং এটি ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট অফার করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে এতে ১২ জিবি পর্যন্ত র‍্যাম এবং সর্বোচ্চ ২৫৬ জিবি স্টোরেজ পাওয়া যাবে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত।

ক্যামেরা বিভাগের কথা বললে, নবাগত Maimang 20 স্মার্টফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান। এই ক্যামেরাগুলি হল – ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ শুটার। এদিকে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং শুটার। পরিশেষে পাওয়ার ব্যাকআপের জন্য এই নতুন হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৪০ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থন করে।

Maimang 20 স্মার্টফোনের দাম

Maimang 20 স্মার্টফোনকে দুটি স্টোরেজ কনফিগারেশনে নিয়ে আসা হয়েছে হোম-মার্কেটে। যার মধ্যে ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ অপশনের দাম ১,৭৯৯ ইউয়ান (ভারতীয় মূল্যে প্রায় ২১,৬০০ টাকা) রাখা হয়েছে। আর ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকছে ১,৯৯৯ ইউয়ান (প্রায় ২৪,০০০ টাকা)। এটি – সিলভার, ব্ল্যাক ও গ্রীন কালার ভ্যারিয়েন্টে এসেছে।