Categories: Mobiles

MediaTek আনল নতুন Helio G91 প্রসেসর, এবার সস্তা ফোনেও মিলবে দুর্দান্ত স্পিড এবং 108MP ক্যামেরা

তাইওয়ানের জনপ্রিয় চিপসেট নির্মাতা, মিডিয়াটেক (MediaTek) আজ চুপিসারে Helio G91 চিপসেট লঞ্চ করেছে। এটি MediaTek Helio G88-এর আপগ্রেড ভার্সন, যা তিন বছর আগে লঞ্চ করা হয়েছিল৷ এই নতুন প্রসেসর বাজেট স্মার্টফোনের পারফরম্যান্স এবং ক্ষমতা বাড়াতে ডিজাইন করা হয়েছে। MediaTek Helio G91 চিপটি ৯০ হার্টজ ফুলএইচডি+ ডিসপ্লে এবং ১০৮ মেগাপিক্সেল পর্যন্ত প্রাইমারি ক্যামেরা সাপোর্ট করে। প্রসঙ্গত, পূর্বসূরিতে প্রধান ক্যামেরার জন্য মাত্র ৬৪ মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট ছিল। চলুন তাহলে এই নতুন মিডিয়াটেক প্রসেসরটির সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া।

MediaTek Helio G91 চিপসেট লঞ্চ হল

মিডিয়াটেক হেলিও জি৯১-এর অক্টা-কোর সিপিইউ কনফিগারেশনে সর্বোচ্চ ২.০ গিগাহার্টজ গতির দুটি আর্ম কর্টেক্স-এ৭৫ কোর এবং দক্ষতার জন্য ১.৮ গিগাহার্টজ ক্লক স্পিডের ছয়টি কর্টেক্স-এ৫৫ কোর রয়েছে। এই চিপসেটের সাথে গ্রাফিক্সের জন্য ১.০ গিগাহার্টজের এআরএম মালি-জি৫২ এমসি২ জিপিইউ যুক্ত রয়েছে। এই সেটআপটি হেলিও জি৮৮-এর অনুরূপ, কর্মক্ষমতা এবং পাওয়ার এফিসিয়েন্সির মধ্যে ভারসাম্য বজায় রাখে। এই প্রসেসরে ৮ জিবি পর্যন্ত এলপিডিডিআর৪এক্স র‍্যাম, সেইসাথে ইএমএমসি ৫.১ স্টোরেজের জন্য সাপোর্ট রয়েছে।

MediaTek Helio G91-এর উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল উন্নত ক্যামেরা সাপোর্ট। চিপসেটটি ডিভাইসগুলিকে ১০৮ মেগাপিক্সেলের সেন্সর ব্যবহার করতে সক্ষম করবে, বিভিন্ন আলোক পরিস্থিতিতে আরও পরিষ্কার এবং আরও বিস্তারিত ফটোগ্রাফের প্রতিশ্রুতি দেয়। ২.০ মাইক্রোমিটার পিক্সেল বিনিং দ্বারা সমর্থিত ইন-সেন্সর জুম ক্ষমতার লক্ষ্য হল লো-লাইট পারফরম্যান্স উন্নত করা এবং সূক্ষ্ম বিবরণ সহ নিখুঁত পোর্ট্রেট শট প্রদান করা। এর পাশাপাশি, মিডিয়াটেক এই প্রসেসরে উন্নত ফটোগ্রাফির জন্য ডুয়েল ক্যামেরা বোকেহ, ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) এবং রোলিং শাটার কম্পেন্সেশন (RSC) সাপোর্ট করার জন্য একাধিক হার্ডওয়্যার এক্সিলারেটর অন্তর্ভুক্ত করেছে।

এছাড়া, Helio G91-এ মিডিয়াটেকের হাইপারইঞ্জিন গেমিং প্রযুক্তিও রয়েছে, যা রিয়েল-টাইম পাওয়ার, থার্মাল এবং গেমপ্লে ফ্যাক্টরগুলির ওপর ভিত্তি করে সিপিইউ, জিপিইউ এবং মেমরি জুড়ে পারফরম্যান্স অপ্টিমাইজ করার জন্য ডিজাইন করা হয়েছে। এটি টেকসই কর্মক্ষমতা এবং মসৃণ গেমপ্লে নিশ্চিত করে। চিপসেটটি ডুয়েল ৪জি ভিওএলটিই, সেইসাথে ওয়াই-ফাই ৫ সাপোর্ট করে। যারা ড্রাইভ করেন তাদের জন্য, MediaTek Dimensity G91 প্রসেসরে জিপিএস সার্ভিস ছাড়া যে কোনও স্থানে সঠিক লোকেশন ট্র্যাক করার জন্য ইনারশিয়াল নেভিগেশন ইঞ্জিন রয়েছে এবং হ্যান্ডস-ফ্রি নিয়ন্ত্রণের জন্য ভয়েস ওয়েকআপ ক্ষমতা বিদ্যমান।

Ananya Sarkar

Share
Published by
Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

31 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

38 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

47 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

58 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago