Categories: Mobiles

ফোনে চুটিয়ে গেম খেলতে চান? MediaTek নয়া প্রসেসর আনল আপনার জন্যই, রয়েছে 200MP ক্যামেরা সাপোর্ট

মিডিয়াটেক (MediaTek) বর্তমানে তাদের চিপসেট লাইনআপকে প্রসারিত করার দিকে মনোযোগী হয়ে উঠেছে। আর তারই ফলস্বরূপ তাইওয়ান-ভিত্তিক কোম্পানিটি তাদের Dimnesity সিরিজের একটি নতুন প্রসেসর লঞ্চের ঘোষণা করেছে, যার নাম Dimnesity 7200। এটি একটি মিড-রেঞ্জ চিপ হিসাবে এযেছে। আর এই সদ্য ঘোষিত চিপসেটটি গেমিং ও ফটোগ্রাফির ওপর ফোকাস করে, যা বর্তমান যুগের স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে খুবই গুরুত্বপূর্ণ দুটি বৈশিষ্ট্য। আসুন তাহলে MediaTek Dimnesity 7200-এর ফিচারগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

MediaTek Dimensity 7200-এর স্পেসিফিকেশন

মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ চিপসেটটি এন৪পি (N4P) প্রক্রিয়া ব্যবহার করে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (TSMC) দ্বারা নির্মিত। এতে ২.৮ গিগাহার্টজের উচ্চ ফ্রিকোয়েন্সি সহ দুটি কর্টেক্স এ৭১৫ কোর এবং ছয়টি কর্টেক্স-এ৫১০ কোর রয়েছে। এছাড়াও, এতে ভিজ্যুয়াল পরিচালনার জন্য মালি জি৬১০ এমসি৪ জিপিইউ যুক্ত রয়েছে। এই চিপসেটটি এইচডিআর১০+, সিইউভিএ এইচডিআর এবং ডলবি এইচডিআর-এর সাথে ১৪৪ হার্টজ পর্যন্ত ফুল-এইচডি ডিসপ্লে সাপোর্ট করে।

এছাড়াও, ডাইমেনসিটি ৭২০০-এ মিডিয়াটেক হাইপারইঞ্জিন ৫.০ আছে, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI)-ভিত্তিক পরিবর্তনশীল রেট শেডিংয়ের অনুমতি দেয় এবং দ্রুত লোডিংয়ের জন্য এতে ইউএফএস ৩.১ স্টোরেজ সাপোর্ট রয়েছে। আবার, এতে মিলবে ৬,৪০০ এমবিপিএস (এলপিডিডিআর৫) পর্যন্ত গতিসম্পন্ন র‍্যাম সাপোর্ট। ফটোগ্রাফির জন্য, চিপসেটটি ৪কে (4K) এইচডিআর ভিডিও ক্যাপচারের জন্য সাপোর্ট সহ একটি ১৪-বিট এইচডিআর আইএসপি ব্যবহার করে এবং এটি প্রধান ক্যামেরার জন্য ২০০ মেগাপিক্সেল পর্যন্ত রেজোলিউশন সাপোর্ট করে এবং আলাদাভাবে ফুলএইচডি রেজোলিউশনের দুটি ভিডিও স্ট্রিম গ্রহণ করতে সক্ষম।

জানিয়ে রাখি, MediaTek Dimensity 7200-তে এপিইউও রয়েছে, যা রিয়েল-টাইম পোর্ট্রেট বিউটিফিকেশনের মতো বেশ কয়েকটি এআই-চালিত ক্যামেরা এনহান্সমেন্টের অনুমতি দেয়। চিপসেটটি ২সিসি ক্যারিয়ার অ্যাগ্রিগেশন, ডুয়েল সিম ৫জি, ট্রাইব্যান্ড ওয়াই-ফাই ৬ই, ব্লুটুথ ৫.৩ এবং প্রতি সেকেন্ডে ৪.৭ জিবি পর্যন্ত হারে ডাউনলিঙ্ক সহ ৫জি সাব-৬গিগাহার্টজ সাপোর্ট করে।

MediaTek Dimensity 7200 এবছরের প্রথম ত্রৈমাসিকে লঞ্চ হওয়া মিড-রেঞ্জ স্মার্টফোনগুলিতে পাওয়া যাবে বলে জানা গেছে। তবে এখনও পর্যন্ত কোনও স্মার্টফোন ব্র্যান্ডই এই প্রসেসর দিয়ে ফোন লঞ্চ সম্পর্কে কিছু ঘোষণা করেনি। তাই এই নতুন প্রসেসর প্রথম কোন মোবাইলে থাকবে, তা জানার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago