কম আলোতেও উঠবে উজ্জ্বল ছবি, গ্লোবাল মার্কেটে পা রাখলো সাড়া জাগানো Meizu 18 ও Meizu 18 Pro

Meizu এই মাসের শুরুতে চীনে Meizu 18 ও Meizu 18 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছিল। যদিও ফোন দুটি গ্লোবাল মার্কেটে কবে পাওয়া যাবে সেই বিষয়ক কোনো তথ্য কোম্পানি শেয়ার করেনি৷ তবে কয়েকদিন আগে Meizu জানিয়েছিল, শীঘ্রই AliExpress মারফত Meizu 18 সিরিজ গ্লোবাল মার্কেটে পাওয়া যাবে। সেই মতই মেইজু ১৮ ও মেইজু ১৮ প্রো এবার আলিএক্সপ্রেস ই-কমার্স সাইটে লিস্টেড হয়েছে। আর্ন্তজাতিক বাজারের গ্রাহকরা ফোন দুটি সেখান থেকে অর্ডার করতে পারবেন।

Meizu 18 ও Meizu 18 Pro এর দাম

AliExpress এর লিস্টিং অনুসারে মেইজো ১৮ স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজের দাম ৮১৯ ডলার ( ৫৯,৫০৬ টাকা), ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজের দাম ৮৬৯ ডলার (৬৩,১৩৮ টাকা) এবং ১২ জিবি র‌্যাম + ২৫৬  জিবি স্টোরেজের মূল্য ৮৯৯ ডলার (প্রায় ৬৫,৩১৮ টাকা)।

অন্যদিকে AliExpress-এ মেইজু ১৮ প্রো স্মার্টফোনের ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ, ৮ জিবি র‌্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ও ১২ জিবি র‌্যাম + ২৫৬  জিবি স্টোরেজের দাম যথাক্রমে ৯৩৯ ডলার (৬৮,২২৪ টাকা), ১,০১৯ ডলার (৭৪,০৩৭ টাকা), ও ১,০৯৯ ডলার (৭৯,৮৫০ টাকা)।

Meizu 18 এবং Meizu 18 Pro এর স্পেসিফিকেশন ও ফিচার

মেইজু ১৮ ফোনটি QHD+ (১৪৪০x৩২০০ পিক্সেল) রেজোলিউশনের ৬.২ ইঞ্চি S-Amoled E4 ডিসপ্লে সহ এসছে। ডিসপ্লের আসপেক্ট অনুপাত ২০:৯, টাচ স্যাম্পলিং রেট ২৪০ হার্টজ, এবং পিক্সেল ডেনসিটি ৫৬৩ পিপিআই, সর্বোচ্চ ব্রাইটনেস ১৩০০ নিটস এবং HDR10+ সাপোর্ট রয়েছে। এর পাঞ্চ হোল স্ক্রিনের মধ্যেই আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ফলে জলের তলায় বা ভেজা হাতেও ফোনটি আনলক করা যাবে।

অন্যদিকে মেইজু ১৮ প্রো ফোনে আকারে বড়ো QHD+ (১৪৪০x৩২০০ পিক্সেল) রেজোলিউশনের ৬.৭ ইঞ্চি S-Amoled E4 ডিসপ্লে আছে। এটি ডিসপ্লেও বেস মডেলের মতো ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, ৫৬৩ পিপিআই পিক্সেল ডেনসিটি, ১৩০০ নিটস সর্বোচ্চ ব্রাইটনেস এবং HDR10+ সাপোর্ট করবে। সিকিওরিটির জন্য এই ফোনেও আল্ট্রাসনিক ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Meizu 18 এবং Meizu 18 Pro ফোনদুটি চলবে স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরে। সঙ্গে থাকবে ১২ জিবি পর্যন্ত র‌্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ। Meizu 18 ফোনটি ৪,০০০ এমএএইচ ব্যাটারি ও Pro ভার্সন ৪,৫০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে এসেছে। বেস মডেল ফাস্ট চার্জিংয়ের জন্য ৩৬ ওয়াট mcharge সাপোর্ট করবে। আবার প্রো মডেলটি তে ৪০ ওয়াট ফাস্ট চার্জিং, ৪০ ওয়াট সুপার ওয়্যারলেস mCharge টেকনোলজি, এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Meizu 18 ফোনটিতে আছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আবার Meizu 18 Pro ৪৪ মেগাপিক্সেল Samsung GH1 সেলফি ক্যামেরার সাথে এসেছে। দুটি ফোনেই ৫-এলিমেন্ট লেন্স, এআই সুপার ক্লিয়ার পোট্রেট, ব্যাকলাইট সেলফি এইচডিআর, সুপার নাইট ভিউ, স্ক্রিন ফ্ল্যাশ, ফেস আনলক ফিচার বর্তমান।

Meizu 18 ফোনে ট্রিপল ক্যামেরা সেটআপের দেখা মিলবে। যেখানে প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে এফ/১.৬ অ্যাপারচার যুক্ত 7P লেন্স, এবং OIS সাপোর্ট সহ ৬৪ মেগাপিক্সেল Sony IMX682 সেন্সর। বাকি দুটি ক্যামেরা হল ১৬ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং ৮ মেগাপিক্সেল টেলিফটো সেন্সর। অন্যদিকে Meizu 18 Pro ফোনে প্রাইমারি ক্যামেরা হিসেবে আছে এফ/১.৯ অ্যাপারচার, 7P লেন্স,  OIS, EIS, এবং ডুয়াল পিক্সেল অটোফোকাস যুক্ত ৫০ মেগাপিক্সেল Samsung GN1 সেন্সর। বাকি ক্যামেরাগুলি হল ৩২ মেগাপিক্সেল Sony IMX616 আল্ট্রা ওয়াইড লেন্স, ৮ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা, ও একটি 3D ToF সেন্সর। দুটি ফোনেই ডার্ক ভিশন নামে একটি ফিচার থাকছে যার মাধ্যমে একদম কম আলোতেও উজ্জ্বল ফটো উঠবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Shuvro

ডিজিটাল সাংবাদিকতায় চার বছরের অভিজ্ঞতা শুভ্রর। প্রযুক্তি, বিশেষ করে স্মার্টফোন এবং অটোমোবাইল পছন্দের বিষয়। নির্ভুল ও তথ্যসমৃদ্ধ লেখা পাঠকদের সামনে উপস্থাপন করতে ভালবাসেন শুভ্র। বর্তমানে টেকগাপে অ্যাসিস্ট্যান্ট এডিটর হিসাবে কর্মরত তিনি।

Share
Published by
Shuvro

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago