Categories: Mobiles

DSLR-এর দরকার আছে কি! 8K ভিডিয়ো রেকর্ডিং সুবিধা নিয়ে হাজির Meizu 21 Pro

বিশ্ববাজারে তেমন প্রভাব বিস্তার না করতে পারলেও, নিজের হোম মার্কেট অর্থাৎ চীনে মেইজু (Meizu)-এর প্রোডাক্টের যথেষ্ট চাহিদা রয়েছে। ব্র্যান্ডটি আজ বড় কোম্পানিদের টেক্কা দিতে এক নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন লঞ্চ করেছে৷ যার নাম Meizu 21 Pro। এটি গত বছরের নভেম্বর মাসে লঞ্চ হওয়া স্ট্যান্ডার্ড Meizu 21-এর আপগ্রেড মডেল। যা আরও উন্নত ফিচার্স ও স্পেসিফিকেশন অফার করে।

Meizu 21 Pro-এর স্পেসিফিকেশন এবং ফিচার

মেইজু ২১ প্রো-তে ফ্ল্যাট ফ্রেম এবং আরজিবি এলইডি (RGB LED) ফ্ল্যাশ সহ পিছনে তিনটি উল্লম্বভাবে সজ্জিত ক্যামেরা সেন্সর সহ স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্টের মতো একই ডিজাইন রয়েছে। এটি আইপি৬৮ (IP68)-সার্টিফায়েড ধুলো এবং জল-প্রতিরোধী চ্যাসিস অফার করে। ডিভাইসটির সামনে স্লিম বেজেল ও পাঞ্চ-হোল কাটআউট সহ সামান্য বড় ৬.৭৯ ইঞ্চির বিওই (BOE) স্ক্রিন রয়েছে। এটি ২কে রেজোলিউশন, ১,২৫০ নিট পিক ব্রাইটনেস এবং ১২০ হার্টজ এলটিপিও রিফ্রেশ রেট অফার করে। আল্ট্রা-সনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারও এম্বেড করা হয়েছে।

ফটোগ্রাফির জন্য, Meizu 21 Pro-তে ট্রিপল রিয়ার ক্যামেরা আছে। এই সেটআপে ১/১.৩ ইঞ্চির ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, ১২২ ডিগ্রির ফিল্ড-অফ-ভিউ (FoV) সহ একটি ১৩ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৩x অপটিক্যাল ও ৩০x ডিজিটাল জুম সহ একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো ইউনিট অবস্থান করছে। আর ফোনের সামনে একটি ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। ডিভাইসটি অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (OIS) এবং ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন (EIS) সাপোর্ট করে। এটি ৮কে ভিডিও পর্যন্ত রেকর্ড করতে সক্ষম।

পারফরম্যান্সের জন্য, Meizu 21 Pro-তে রয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর। এটি ১৬ জিবি র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত ইন-বিল্ট স্টোরেজের সাথে যুক্ত। হিট ডিসিপেশনের জন্য, এই মেইজু ফোনে বড় ভিসি লিকুইড কুলিং এরিয়া রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Meizu 21 Pro-এ ৮০ ওয়াট ওয়্যার্ড, ৫০ ওয়াট ওয়্যারলেস এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Meizu 21 Pro এআই (AI) ফিচার সহ ফ্লাইমি (Flyme OS) অপারেটিং সিস্টেমে চলে। এছাড়াও, Meizu 21 Pro-এ ডুয়েল স্টেরিও স্পিকার, একটি লিনিয়ার মোটর, ব্লুটুথ ৫.৪, ওয়াইফাই, এনএফসি সহ একাধিক উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।

Meizu 21 Pro-এর দাম এবং লভ্যতা

চীনা বাজারে Meizu 21 Pro স্টারি নাইট ব্ল্যাক, মেইজু হোয়াইট লরেল গ্রিন (সিলিকন) এবং গ্লেসিয়ার ব্লু কালার অপশনে পাওয়া যাবে। ফোনটির স্ট্যান্ডার্ড ১২ জিবি র‍্যাম + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের মূল্য ৪,৯৯৯ ইউয়ান (প্রায় ৫৭,৬৫৫ টাকা)। এছাড়া, ১৬ জিবি র‍্যাম + ৫১২ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম + ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টগুলির দাম যথাক্রমে ৫,৩৯৯ ইউয়ান (প্রায় ৬২,২৭০ টাকা) এবং ৫,৮৯৯ ইউয়ান (প্রায় ৬৮,০৩৫ টাকা)।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

23 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

30 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

39 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

50 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago