Android 13 এর সঙ্গে নতুন MIUI 14 আপডেট ঢুকল Xiaomi-র স্মার্টফোনে, আপনি পেয়েছেন

চলতি বছরে শাওমি (Xiaomi) তাদের অনেকগুলি ডিভাইসে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩-ভিত্তিক MIUI 14 আপডেট রোলআউট করেছে। স্মার্টফোন ব্র্যান্ডটি ইতিমধ্যেই Xiaomi 12 Pro, Xiaomi Mi 11 Lite 5G এবং Xiaomi 12X-এর মতো হ্যান্ডসেটগুলিতে এই আপডেটটির জন্য ওভার-দ্য-এয়ার বা ওটিএ (OTA) নোটিফিকেশন পাঠিয়েছে। শাওমির আরও ডিভাইস শীঘ্রই MIUI 14 আপডেট পাবে বলে আশা করা হচ্ছে। আর এখন, Mi 11X এবং Mi 11X Pro স্মার্টফোনগুলি ভারতে লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক MIUI 14 আপডেট পেতে শুরু করেছে। এই দুই মডেলের ব্যবহারকারীরা এখন এমআইইউআই-এর নতুন সংস্করণটি উপভোগ করতে পারবেন। আসুন এসম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

ভারতে Mi 11X এবং Mi 11X Pro মডেলগুলির জন্য এসে গেছে MIUI 14 আপডেট

লেটেস্ট এমআইইউআই ১৪ আপডেটে এমআই ১১এক্স-এর জন্য জানুয়ারী, ২০২৩ সিকিউরিটি প্যাচ এবং এমআই ১১এক্স প্রো-এর জন্য ফেব্রুয়ারি, ২০২৩ সিকিউরিটি প্যাচ অন্তর্ভুক্ত রয়েছে। এই দুটি হ্যান্ডসেট ২০২১ সালের এপ্রিল মাসে অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২ ইউজার ইন্টারফেসের সাথে লঞ্চ হয়েছিল। এমআই ১১এক্স প্রো এমআই ১১এক্স-এর জন্য এর জন্য এমআইইউআই ১৪ আপডেটের বিল্ড নম্বরটি হল যথাক্রমে V14.0.2.0.TKHINXM৷ ও V14.0.2.0.TKKINXM। সফটওয়্যার আপডেটের চেঞ্জলগের হাইলাইট নীচে আলোচনা করা হল।

• নতুন আপডেটে MIUI কম মেমরি ব্যবহার করে এবং আগের থেকে অনেক বেশি সময়ের জন্য দ্রুত এবং প্রতিক্রিয়াশীল হতে পারে।

• সুপার আইকনগুলি ব্যবহারকারীর হোম স্ক্রিনকে একটি নতুন চেহারা দেবে৷ (সুপার আইকনগুলি ব্যবহার করতে হলে হোম স্ক্রীন এবং থিমগুলিকে সর্বশেষ সংস্করণে আপডেট করতে হবে।)

• হোম স্ক্রিন ফোল্ডারগুলি ইউজারের সবচেয়ে বেশি প্রয়োজন এমন অ্যাপ্লিকেশনগুলিকে হাইলাইট করবে, যাতে সেগুলিকে মাত্র একটি ট্যাপেই ব্যবহার করা যায়৷

• সেটিংসের সার্চ করার পদ্ধতি নতুন আপডেটে আরও উন্নত হয়েছে। সার্চের ইতিহাস এবং ফলাফলের শ্রেণীবিভাগের সাথে, সবকিছুই আগের সফ্টওয়্যার ভার্সনের থেকে অনেক বেশি আকষর্ণীয় ও সুবিধাজনক হয়েছে।

উল্লেখযোগ্যভাবে, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক আপডেটেড MIUI 14-এর জন্য Mi 11X এবং Mi 11X Pro উল্লেখযোগ্যভাবে দ্রুত হবে এবং স্থির ও প্রতিক্রিয়াশীলভাবে কাজ করবে। ইউজার ইন্টারফেসের এই নতুন সংস্করণের ফলে ব্যবহারকারীরা অতিরিক্ত হোম স্ক্রিন ফিচারগুলি পাবেন। সিস্টেমটি অনেক বেশি সহজবোধ্য হবে, কম মেমরি ব্যবহার করবে এবং আরও দক্ষ হবে। মসৃণ এবং আরও শক্তি-দক্ষ হওয়ার পাশাপাশি, ফোটোনিক ইঞ্জিন আর্কিটেকচার, সিস্টেম অ্যাপ্লিকেশন এবং থার্ড পার্টি অ্যাপ্লিকেশনগুলি সম্পূর্ণভাবে ত্বরান্বিত হবে।