জল লাগলেও নষ্ট হবে না, Micromax Airfunk 1, Airfunk 1 Pro ইয়ারবাড বাজারে হাজির

ঘোষণা মতই আজ মধ্যাহ্নের ইভেন্টে, নতুন In 2b স্মার্টফোনের পাশাপাশি Airfunk নামক ইয়ারবাড লাইনআপ সামনে আনল Micromax (মাইক্রোম্যাক্স)। এক্ষেত্রে সংস্থাটি আজ Airfunk 1 (এয়ারফাঙ্ক ১)…

ঘোষণা মতই আজ মধ্যাহ্নের ইভেন্টে, নতুন In 2b স্মার্টফোনের পাশাপাশি Airfunk নামক ইয়ারবাড লাইনআপ সামনে আনল Micromax (মাইক্রোম্যাক্স)। এক্ষেত্রে সংস্থাটি আজ Airfunk 1 (এয়ারফাঙ্ক ১) এবং Airfunk 1 Pro (এয়ারফাঙ্ক ১ প্রো) নামে দুটি TWS (ট্রু ওয়্যারলেস স্টিরিও) ইয়ারবাড লঞ্চ ‌করেছে। ফলে স্মার্টফোনের পাশাপাশি ভারতীয় অডিও ডিভাইস মার্কেটেও পা রাখলো দেশীয় কোম্পানিটি। ফিচারের কথা বললে, ইয়ারবাডদুটিতে ১৫ ঘন্টা থেকে ৩২ ঘন্টা অবধি প্লেব্যাক টাইম, কোয়ালকম ক্লিয়ার ভয়েস ক্যাপচার (cVc) ৮.০ প্রযুক্তি এবং এনভায়রনমেন্ট নয়েজ ক্যান্সেলেশন (ENC) ইত্যাদি সুবিধা বর্তমান। আবার জল‌ ও ধুলোয় যাতে ইয়ারবাডগুলি নষ্ট না হয় সেজন্য রয়েছে IP44 রেটিং। আসুন Micromax Airfunk 1 ও Airfunk 1 Pro ওয়্যারলেস ইয়ারফোনের ফিচার ও দাম জেনে নিই…

Micromax Airfunk 1-এর স্পেসিফিকেশন

নতুন এয়ারফাঙ্ক ১ ইয়ারবাডে ইন-ইয়ার কমপ্যাক্ট ডিজাইন রয়েছে। তবে এর মূল আকর্ষণ হল ভয়েস চেঞ্জ ফাংশন, যা ইউজারকে কল করার সময় মহিলা থেকে পুরুষ মোডে বা বিপরীত (পুরুষ থেকে মহিলা) বিকল্পে কন্ঠস্বর পরিবর্তন করার সুবিধা দেয়। পুরুষ কন্ঠ পরিবর্তন করতে হলে ইউজারদের তিন সেকেন্ডের জন্য ডান দিকের বাডটি প্রেস করে রাখতে হবে। একইভাবে মহিলা কণ্ঠে পরিবর্তনের জন্য ওই একই সময় ধরে প্রেস করতে হবে বাম বাডটি। এদিকে এই ইয়ারবাডে বিভিন্ন ভয়েস অ্যাসিস্ট্যান্ট (গুগল অ্যাসিস্ট্যান্ট, সিরি) উপলব্ধ থাকায়, এগুলির সাহায্যে ফোন কল বা মিউজিক প্লেব্যাক নিয়ন্ত্রণ করা যাবে। সাথে থাকবে স্মার্ট টাচ কন্ট্রোল অপশন।

অন্যান্য ফিচারের কথা বললে, এই মাইক্রোম্যাক্স‌ এয়ারফাঙ্ক ১ ইয়ারবাডে 3D স্টেরিও সাউন্ড এবং হাই ব্যাস (Bass)-এর জন্য ৯ মিমি ডায়নামিক ড্রাইভারের সুবিধা থাকবে। ইউজাররা যাতে সহজেই তাদের ইচ্ছেমত একটি বা দুটি বাডকেই ব্যবহার করতে পারেন, তার জন্য থাকবে মনো এবং স্টেরিও মোড। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫ সমর্থন করবে। অন্যদিকে পাওয়ারের ক্ষেত্রে, এটি একক চার্জে ৫ ঘন্টা পর্যন্ত চলবে যেখানে চার্জিং কেস (দুটি অতিরিক্ত চার্জ সাইকেল)-এর মাধ্যমে ১৫ ঘন্টার প্লেটাইম পাওয়া যাবে। চার্জিং কেসে ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট বিদ্যমান। তদ্ব্যতীত এই ইয়ারবাডটি ধুলো এবং জল প্রতিরোধী IP44 রেটিং সহ এসেছে। বাডগুলির প্রত্যেকটির ওজন মাত্র ৪.৪ গ্রাম।

Micromax Airfunk 1 Pro-এর স্পেসিফিকেশন

মাইক্রোম্যাক্স এয়ারফাঙ্ক ১ প্রো ইয়ারবাডেও আছে ইন-ইয়ার ডিজাইন, তবে এতে ডিম্বাকার চার্জিং কেস দেখা যাবে। শুধু তাই নয়, এই ইয়ারবাডে কোয়ালকম ক্লিয়ার ভয়েস ক্যাপচার (cVc) ৮.০ এবং লেটেস্ট কিউসিসি (QCC) ৩০৪০ এসওসি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে অ্যাম্বিয়েন্ট নয়েজ আটকানোর পাশাপাশি এটি পরিবেশের অন্যান্য শব্দ নিয়ন্ত্রণ করবে; নির্মাতা সংস্থার মতে এটি ২৬ ডিবি পর্যন্ত অ্যাম্বিয়েন্ট নয়েজ কমাতে সক্ষম। এখানেই শেষ নয়! উন্নত কল কোয়ালিটির জন্য এই প্রো ইয়ারবাডে ব্লুটুথ ৫, এবং ইন্টিগ্রেটেড কোয়াড মাইক্রোফোন রয়েছে, যেখানে গভীর ব্যাস (Bass) এবং স্টেরিও সাউন্ডের জন্য বর্তমান ১৩ মিমি ডায়নামিক ড্রাইভার।

ব্যাটারির ক্ষেত্রে, এয়ারফাঙ্ক ১ প্রো, একক চার্জে ৭ ঘন্টা প্লেটাইম এবং কেস (চারটি অতিরিক্ত চার্জ সাইকেল) সহ ৩২ ঘন্টা প্লেব্যাক টাইম অফার করে। আবার স্ট্যান্ডার্ড এয়ারফাঙ্ক ১ মডেলটির মত এতেও স্মার্ট টাচ কন্ট্রোল, ভয়েস অ্যাসিস্ট্যান্ট এবং IP44 রেটিং রয়েছে। প্রতিটি বাডের ওজন হবে ৪ গ্রাম।

Micromax Airfunk 1 এবং Airfunk 1 Pro-এর দাম, প্রাপ্যতা

মাইক্রোম্যাক্স এয়ারফাঙ্ক ১ ইয়ারবাডটির দাম ধার্য করা হয়েছে মাত্র ১,২৯৯ টাকা এবং এটি কালো, নীল, বেগুনি, হলুদ, সাদা রঙে পাওয়া যাবে। অন্যদিকে প্রো মডেলটি কেনা যাবে ২,৪০০ টাকায়; এটির কালো, নীল, লাল, হলুদ এবং সাদা রঙের বিকল্প থাকবে। আগামী ১৮ই আগস্ট থেকে ফ্লিপকার্ট এবং সংস্থার ওয়েবসাইট micromaxinfo.com-এর মাধ্যমে এগুলি কেনা যাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন