বদলে যাচ্ছে Redmi ও Xiaomi Mi ফোন, এই 18টি ডিভাইসে আসছে MIUI 14 আপডেট

Xiaomi ও Redmi -র এই ১৮টি ফোনে আসছে MIUI 14 আপডেট

Xiaomi গত ২৬ ফেব্রুয়ারি গ্লোবাল মার্কেটে Xiaomi 13, Xiaomi 13 Pro ও Xiaomi 13 Lite লঞ্চ করেছে‌‌। পাশাপাশি পর্দা সরিয়েছে MIUI 14 কাস্টম স্কিনের উপর থেকেও। অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এই কাস্টম রম ইতিমধ্যেই চীনে লঞ্চ হয়েছে এবং সেদেশের বিভিন্ন ফোনের জন্য রোলআউট করা হয়েছে। এবার বিশ্ব বাজারে উপলব্ধ Xiaomi, Redmi ফোনে নয়া ওএস এর আপডেট আসবে‌। আসুন সেগুলির নাম জেনে নেওয়া যাক।

Xiaomi ও Redmi -র এই ১৮টি ফোনে আসছে MIUI 14 আপডেট

প্রথমে ১৮টি ডিভাইসে এমআইইউআই ১৪ আপডেট আসবে। এর মধ্যে রয়েছে শাওমি ও রেডমি সিরিজের স্মার্টফোন। কিছুদিন পর রেডমি ও শাওমির আরও অনেক ফোনে এই আপডেট পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে সংস্থাটি। এই ডিভাইসগুলির মধ্যে কয়েকটি ভারতে উপলব্ধ নয়।

এই শাওমি এমআই ফোনে মিলবে MIUI 14 আপডেট

Xiaomi 12T Pro
Xiaomi 12X
Mi 11 Ultra
Mi 11 Lite 5G
Xiaomi 12T
Xiaomi 12 Lite
Mi 11i
Mi 11 Lite
Xiaomi 12 Pro
Xiaomi 11T Pro
Mi 11
Xiaomi 12
Xiaomi 11T
Xiaomi 11 Lite 5G NE

এই রেডমি ফোনে পাওয়া যাবে MIUI 14 আপডেট

Redmi Note 10
Redmi 10 5G
Redmi Note 11 Pro+ 5G
Redmi Note 10 Pro

জানিয়ে রাখি, সম্প্রতি বাজারে আসা Poco X5 Pro ফোনে MIUI 14 অপারেটিং সিস্টেম রয়েছে। তবে এটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক।