Oppo A17K হবে ৭ জিবি র‌্যামের সবচেয়ে সস্তা ফোন, ১০ হাজার টাকায় এত কিছু

গতকালই ফাঁস হয়েছে Oppo A17K ফোনের স্পেসিফিকেশন ও দ আম। জানা গেছে এই ফোনে থাকবে ৬.৫২ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। আর এর দাম রাখা হবে ১০,০০০ টাকার কাছাকাছি। এখন আবার Oppo A17K ফোনের প্রোমোশনাল পোস্টার ফাঁস হয়েছে। এখান থেকেও ফোনটির প্রসেসর সহ বিভিন্ন তথ্য সামনে এসেছে।

Oppo A17K ফোনের প্রোমোশনাল পোস্টার প্রকাশ্যে

৯১মোবাইলস ওপ্পো এ১৭কে ফোনের পোস্টার শেয়ার করেছে। এই পোস্টার দেখে বলা যায় যে, ফোনটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা, ফ্লাট এজ, পুরু বেজেল ও ওয়াটার ড্রপ নচ ডিজাইনের ডিসপ্লে সহ আসবে। অর্থাৎ বলতে গেলে, এই ফোনের ডিজাইনের সাথে অনেকটাই মিল থাকবে সদ্য মালয়েশিয়ায় আত্মপ্রকাশ করা ওপ্পো এ১৭ এর।

পোস্টার থেকে আরও জানা গেছে যে, ওপ্পো এ১৭কে ফোনে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস এলসিডি প্যানেল, যা ৬০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এতে ২.৩ গিগাহার্টজ ক্লক স্পিডের মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর ব্যবহার করা হবে। ফোনটি ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি স্টোরেজ সহ আসবে। এতে ৪ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

এই ফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক কালারওএস ১২ (ColorOS 12) কাস্টম স্কিনে রান করবে। Oppo A17K ফোনের সামনে এফ/২.২ অ্যাপারচার সহ ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। আর পিছনে এফ/২.০ অ্যাপারচার সহ থাকবে ৮ মেগাপিক্সেল ক্যামেরা। পাওয়ার ব্যাকআপের জন্য এতে দেওয়া হবে ৫,০০০ এমএএইচ ব্যাটারি, যা ১০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সিকিউরিটির জন্য Oppo A17K ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর উপলব্ধ থাকবে। এছাড়া হ্যান্ডসেটটিতে ডাইর‍্যাক ৩.০ (Dirac 3.0) অ্যাপটি প্রি-ইনস্টল করা থাকবে। উল্লেখ্য, ডাইর‍্যাক মূলত একটি অ্যাপ যা ক্যালিব্রেশনের মাধ্যমে লো-এন্ডের ইয়ারফোন এবং হেডফোনগুলির সাউন্ড কোয়ালিটি উন্নত করে।

গতকাল টিপস্টার বলেছেন, Oppo A17K ফোনটি অক্টোবরে ভারতে লঞ্চ হবে। এর দাম রাখা হবে ১০ হাজার টাকার কাছাকাছি। এটি গোল্ড ও ব্ল্যাক কালারে পাওয়া যাবে।