৮ ঘন্টারও বেশি প্লেটাইমসহ লঞ্চ হল Mivi-এর নতুন ব্লুটুথ স্পিকার Octave 3, দাম পড়বে মাত্র ১,৯৯৯ টাকা

ভারতের হায়দ্রাবাদ-ভিত্তিক একটি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি Mivi (মিভি) সম্প্রতি একটি দুর্দান্ত মেড ইন ইন্ডিয়া ব্লুটুথ স্পিকার Octave 3 (অক্টেভ ৩) লঞ্চ করল। নতুন ডিভাইসটির দাম…

ভারতের হায়দ্রাবাদ-ভিত্তিক একটি শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স কোম্পানি Mivi (মিভি) সম্প্রতি একটি দুর্দান্ত মেড ইন ইন্ডিয়া ব্লুটুথ স্পিকার Octave 3 (অক্টেভ ৩) লঞ্চ করল। নতুন ডিভাইসটির দাম রাখা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি নজরকাড়া ডিজাইন এবং দুর্দান্ত স্পেসিফিকেশনের সাথে এসেছে। তাছাড়া এই গ্যাজেটটি ইউজারদের ব্যবহারিক অভিজ্ঞতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে সক্ষম হবে বলে আশা করা যায়। লভ্যতার কথা বললে, গ্রাহকরা Amazon, Flipkart এবং Mivi.in থেকে এই ডিভাইসটি কিনতে পারবেন। আর এই Mivi Octave 3 কিনলে যন্ত্রটির যে-কোনো ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের জন্য ক্রেতারা এক বছরের ওয়ারেন্টিও পাবেন।

মিলবে ৮ ঘন্টারও বেশি ব্যাটারি ব্যাকআপ

সাশ্রয়ী মূল্যে প্রতিটি মানুষের চাহিদা পূরণ করতে ভীষণরকমভাবে পটু মিভি অক্টেভ ৩। যদি ডিভাইসটি মিড-ভলিউমে ব্যবহার করা হয়, তবে এটি সিঙ্গেল চার্জে ৮ ঘন্টারও বেশি প্লেটাইম দেয়। দ্রুত চার্জিংয়ের জন্য ডিভাইসটিতে একটি ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট রয়েছে।

Mivi Octave 3-এর বিস্তারিত ফিচারসমূহ

মিভি অক্টেভ ৩ স্পিকারে ইনগ্রেস (Ingress) প্রোটেকশন বা IPX7 রেটিং দেওয়া হয়েছে, অর্থাৎ এটি সম্পূর্ণভাবে জলপ্রতিরোধী। আবার, ইউজারদের সাবলীল ও ল্যাগ-ফ্রি অডিও এক্সপেরিয়েন্স প্রদানের জন্য ডিভাইসটি ব্লুটুথ ৫.১-এর পাশাপাশি AUX কেবল রিসোর্সসহ ডুয়াল কানেক্টিভিটি অফার করবে। এছাড়া, এটি মাইক্রোএসডি পোর্ট ব্যবহারকারীদের মেমরি কার্ড থেকে মিউজিক প্লে করার অপশন দেয়।

উল্লেখ্য, ডিভাইসটি লঞ্চের প্রসঙ্গে মিভির সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও মিধুলা দেবভাকতুনি জানিয়েছেন যে, বর্তমানে কনজিউমার ইলেকট্রনিক্সের বাজার পশ্চিমি ও চীনা কোম্পানিতে পরিপূর্ণ। তাই মার্কেটে ধারাবাহিকভাবে ভারতীয় প্রোডাক্টের রমরমা বাড়ানোর পাশাপাশি ইউজারদের কাছে অতি উচ্চ গুণমানসম্পন্ন গ্যাজেট পৌঁছে দেওয়ার জন্য মিভি জোরকদমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। মেড ইন ইন্ডিয়া প্রোডাক্টগুলি অত্যন্ত সাশ্রয়ী মূল্যের হওয়ায় গ্রাহকদের কাছে এগুলি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এবং এর সুবাদে মার্কেটেও কোম্পানি ভালোরকমের শেয়ার দখল করতে সক্ষম হয়েছে। সেক্ষেত্রে নতুন ডিভাইসটি যে সকল শ্রেণির গ্রাহকদেরই ভীষণরকমভাবে মনঃপূত হবে, সে সম্পর্কে চরম আশাবাদী তিনি।