Categories: Mobiles

Nokia, Motorola-র মত ব্র্যান্ডের ফোন মিলছে 2000 টাকারও কমে, কী কী ফিচার পাবেন দেখে নিন

Phones under 2000: নানা দামের, নানা ফিচারের স্মার্টফোন এখন বাজার কাঁপালেও, কী-প্যাড মোবাইল (যাকে বলে ফিচার ফোন) কিন্তু হারিয়ে যায়নি। এখনও প্রচুর মানুষ আছেন যাদের হাতের মুঠোয় কোনো স্মার্টফোন নেই এবং তারা বিভিন্ন কারণে ফিচার ফোন ব্যবহার করে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি ব্যাকআপ হিসেবে, হঠাৎ প্রয়োজনে কিংবা কাউকে উপহার দেওয়ার উদ্দেশ্যে বর্তমানে এমনই একটি ফোন কিনতে চান এবং আপনার বাজেট হয় ২,০০০ টাকা – তাহলে আমাদের এই প্রতিবেদনটি আপনার অত্যন্ত কাজে আসবে। কারণ আজ আমরা এই দামে বা রেঞ্জে উপলব্ধ কিছু ব্র্যান্ডেড ফিচার ফোনের তথ্য শেয়ার করব। ফোনগুলিতে সস্তায় যাবতীয় মৌলিক ফিচার উপভোগ করা যাবে। তো আসুন ঝটপট দেখে নিই তালিকা।

২,০০০ টাকার কমে ফোন কিনবেন? এগুলি হতে পারে সেরা বিকল্প

১. Caravaan Saregama Hindi: সারেগামা অডিও কোম্পানির এই ফিচার ফোন ডুয়েল সিম সাপোর্টসহ আসে। এতে ১.৮ ইঞ্চি ডিসপ্লের সাথে ৮০০ এমএএইচ ব্যাটারি, ৮ জিবি স্টোরেজ ইত্যাদি ফিচার দেওয়া হয়েছে। এছাড়াও এতে বিদ্যমান এফএম রেডিও ফিচার, অটো কল রেকর্ডিং এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক। শুধু তাই নয়, এর ক্রেতারা ১,০০০টি হিন্দি গান প্রিলোডেড অবস্থায় পাবেন।

কারভান সারেগামা হিন্দি কিনতে ১,৭৫০ টাকা খরচ হবে।

২. Nokia 110 Dual Sim: এই ফোনটিতে ১.৭ ইঞ্চি ডিসপ্লে আছে। সাথে রয়েছে ৮০০ এমএএইচ ব্যাটারি, এফএম (FM) রেডিও ফিচার, এমপিথ্রি (MP3) প্লেয়ার এবং ৯টি ভারতীয় ভাষার সমর্থন। ফোনটিতে নোকিয়ার ক্লাসিক ‘স্নেক’ (Snake) গেমটিও উপলব্ধ।

এই ফোনের দাম পড়বে ১,৬৪৯ টাকা। এটি কিনলে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেবে কোম্পানি।

৩. Motorola A10e Dual Sim: তালিকার এই দ্বিতীয় ফিচার ফোনটিতে স্টাইলিশ লুক, এফএম রেডিও ফিচার, মিডিয়াটেক প্রসেসর এবং ৮০০ এমএএইচ ব্যাটারি বিদ্যমান। আবার মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ ৩২ জিবি বাড়ানো যাবে।

ফ্লিপকার্টে (Flipkart)-এ এই ফোনের মূল্য ১,২৯৯ টাকা।

৪. Micromax J22 Purple: এই ফিচার ফোনে ২.২ ইঞ্চি ডিসপ্লে, ৩২ এমবি স্টোরেজ, ডুয়াল সিম সাপোর্ট, অটো কল রেকর্ডিং, টর্চ ইত্যাদি ফিচার রয়েছে। অন্যদিকে এতে অন্যান্য মডেলের মতই এফএম রেডিও অ্যাক্সেস করা যাবে।

ভারতীয় ব্র্যান্ডের এই ফোনের দাম সবচেয়ে কম – ১,১৬৩ টাকা।

Anwesha Nandi

Recent Posts

জানুয়ারিতে আসছে Maruti Suzuki-র প্রথম বৈদ্যুতিক গাড়ি, ভারত থেকে রপ্তানি বিশ্বজুড়ে

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

46 mins ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

1 hour ago

Kuldeep Yadav: ‘মনে হয় পরিবারের কাউকে হারিয়েছি’, প্রয়াত এই লেজেন্ডকে নিজের আইডল বলে জানালেন কুলদীপ

এই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপেও কুলদীপ যাদব বল হাতে দুরন্ত ফর্মে ছিলেন। তিনি সম্প্রতি শেষ হওয়া…

2 hours ago

Poco Pad 5G ভারতে 12 ইঞ্চি ডিসপ্লে ও 10000mAh ব্যাটারি সহ লঞ্চ হল, প্রথম সেলে 4000 টাকা ছাড়

পোকো আজ ভারতে তাদের প্রথম ট্যাবলেট Poco Pad 5G লঞ করেছে। 5G সাপোর্টের এই ট্যাবলেটের…

2 hours ago

স্মার্ট ফিচার্সের সঙ্গে স্মার্ট ক্যামেরা, ফাঁস হল Honor 200 Smart-এর দাম সহ প্রচুর তথ্য

Honor তাদের 200 সিরিজে একটি নতুন স্মার্টফোন যুক্ত করছে বলে খবর পাওয়া গিয়েছে। নতুন মডেলটির…

2 hours ago

Flipkart Minutes: অর্ডারের 13 মিনিটের মধ্যে ডেলিভারি, কফি খেতে খেতে ল্যাপটপ হাতে পেল ক্রেতা

ই-কমার্স প্ল্যাটফর্মগুলির মধ্যে দ্রুততম প্রোডাক্ট ডেলিভারির প্রতিযোগিতা রয়েছে। ব্লিঙ্কিট দাবি করে তালা ১০ মিনিটেই প্রোডাক্ট…

3 hours ago