Mobvoi TicWatch E3 হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর সহ লঞ্চ হল, জানুন দাম

মাস কয়েক আগে চীনের বেজিং ভিত্তিক কোম্পানি Mobvoi, বিশ্বের সর্বপ্রথম স্ন্যাপড্রাগন প্রসেসর চালিত স্মার্টওয়াচ লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছিল। এবার তারা ভারতে আনলো নতুন একটি স্মার্টওয়াচ Mobvoi TicWatch E3। এই স্মার্টওয়াচটিতেও পূর্বসূরীর ন্যায় ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ এসওসি। তাছাড়া এটি আবার গুগল ওয়্যার অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে তৈরী হয়েছে। পাশাপাশি, অত্যাধুনিক মানের এই স্মার্টওয়াচটিতে আছে ২০ টি ওয়ার্ক আউট মোড, ২৪×৭ হার্ট রেট মনিটরিং, ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ মনিটরিং সহ একাধিক আর্কষণীয় ফিচার। আসুন বিস্তারিত ভাবে জেনে নেওয়া যাক মবভয় টিকওয়াচ ই ৩ স্মার্টওয়াচটির দাম, লভ্যতা, স্পেসিফিকেশন এবং ফিচার।

Mobvoi TicWatch E3 স্মার্টওয়াচ দাম এবং লভ্যতা

ভারতে মবভয় টিকওয়াচ ই ৩ স্মার্টওয়াচটির দাম নির্ধারণ করা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এটির তিনটি ভ্যারিয়েন্ট আছে, যেখানে ডায়ালের রঙ সবক্ষেত্রেই প্যান্থার ব্ল্যাক, শুধু সিলিকন স্ট্র্যাপটির ক্ষেত্রে বিভিন্নতা রাখা হয়েছে। ব্ল্যাক, ব্লু এবং ইয়োলো- এই তিনটি রঙের আলাদা আলাদা স্ট্র্যাপ উপলব্ধ। Mobvoi TicWatch E3 স্মার্ট ওয়াচ কোম্পানির ওয়েবসাইটের মাধ্যমে ক্রয় করা যাবে।

Mobvoi TicWatch E3 স্মার্টওয়াচ স্পেসিফিকেশন এবং ফিচার

মবভয় টিকওয়াচ ই ৩ স্মার্টওয়াচটি ৩৬০×৩৬০ পিক্সেল বিশিষ্ট, ১.৩ ইঞ্চির এলসিডি (LCD) সহ একটি গোলাকার ডায়ালের সাথে এসেছে। পাশাপাশি, সুরক্ষার জন্য ডায়ালটির ওপরে একটি ২.৫ডি (2.5D) কার্ভড গ্লাস দেওয়া হয়েছে। ঘড়িটিতে ব্যবহৃত আল্ট্রা-ফ্লেক্সিবেল সিলিকন রাবার স্ট্র্যাপটি স্টাইলের ক্ষেত্রে যেরকম আধুনিক তেমনি আবার প্রচন্ড টেকসই ও আরামদায়ক। আকারের দিক থেকে ওয়াচটির পরিমাপ (৪৪×৪৭×১২.৬) মিমি (mm) এবং ওজন ৩২ গ্ৰাম।

Mobvoi TicWatch E3 স্মার্টওয়াচটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ওয়্যার ৪১০০ এসওসি (Snapdragon Wear 4100 SoC)। সঙ্গে আছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এছাড়া কানেক্টিভিটির জন্য আছে ব্লুটুথ ভার্সন ৫.০, যেটি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় ডিভাইসেই সমানভাবে ব্যবহারযোগ্য। এছাড়াও কানেক্টিভিটির জন্য ওয়াইফাই ৮০২.১১/বি/জি/এন (802.11b/g/n) জিপিএস, গ্লোনাস এবং বৈদু নেভিগেশন সাপোর্ট রয়েছে।

স্মার্টওয়াচটিতে স্বাস্থ্য সম্পর্কিত নানান ফিচার বর্তমান। যার মধ্যে আছে ২০ টি ওয়ার্ক আউট মোড, যেমন- হাই ইন্টেনসিটি, পাইলেটস, টেকউন্ডো, স্কেটিং, ওয়াকিং, রানিং, সাইক্লিং, সুইমিং, রোয়িং, যোগা, মাউন্টেন ক্লাইম্বিং, মেজর বল স্পোর্টস ইত্যাদি। এছাড়া, TicMotion ফিচার থাকার দরুণ অটোমেটিক্যালি আপনার ওয়ার্ক আউট, অ্যাক্টিভিটি, ফিটনেস রেকর্ড, হার্ট রেট, ক্যালোরি ক্ষয়, ভিওটু ম্যাক্স (Vo2 max) সব কিছুই শনাক্ত হয়ে যাবে। এতে একটি ২৪×৭ হার্ট রেট মনিটর আছে। পাশাপাশি ব্লাড অক্সিজেন সেন্সর বিদ্যমান যেটি সারাদিনের ব্লাড অক্সিজেন স্যাচুরেশন মনিটরিংয়ে সহায়তা করে। এই ব্লাড অক্সিজেন সেন্সরটিতে চার সেট এলইডি লাইট ক্লাস্টার উপলব্ধ এবং এটি কব্জির ব্লাড ভেসেলের মধ্যে আলোর ঝলকানি প্রবেশ করিয়ে দেহের অক্সিজেন লেভেল পরিমাপ করে। ২৪ ঘন্টা মনিটরিং অপশন যদি অন থাকে তবে নির্দিষ্ট সময়ের অন্তরে সারাদিন ও রাতে আপনার দেহের অক্সিজেন লেভেলের পুঙ্খানুপুঙ্খ ঝলক পেয়ে যাবেন ফলে আপনার শারীরিক ঝুঁকি অনেক কমে যাবে।

অন্যান্য ফিচারের কথা বললে, স্লিপ মনিটরিংয়ের জন্য এতে আছে TicSleep, TicZen নামক একটি ফিচার আছে স্ট্রেস মনিটরিংয়ের জন্য এবং ব্রিদিং এক্সারসাইজের জন্য আছে TicBreathe ফিচার। TicCare ফিচারটির মাধ্যমে আপনি আপনার প্রিয়জনের হার্ট রেট, স্টেপ কাউন্ট, স্লিপ ডিটেলস ইত্যাদি সব কিছুই জানতে পারবেন।

Mobvoi TicWatch E3 স্মার্টওয়াচটিতে ধুলো এবং জল প্রতিরোধের জন্য আইপি৬৮ (IP68) রেটিং থাকার, দরুণ ১.৫ মিটার পর্যন্ত জলের নীচে কোনো রকম ক্ষতি হবে না এবং খুব স্বাচ্ছন্দ্যভাবে সাঁতার কাটার সময় এটি ব্যবহার করতে পারবেন। ঘড়িটির ব্যাটারী লাইফের কথা বলতে গেলে, এটিতে আছে ৩৮০ এমএএইচ (mAh) ব্যাটারী। বাই ডিফল্ট ওয়াচটিতে একটি এসেনশিয়াল মোড রয়েছে। যেটির সুবিধা হল পাঁচ শতাংশের কম চার্জ নেমে এলে ওয়াচটি নিজের থেকেই এসেনশিয়াল মোডে স্থানান্তর হয়ে যায়। আপনি রাতে বা যে সময় ওয়াচটি ব্যবহার করছেন না তখন চাইলেও এসেনশিয়াল মোড চালু রাখতে পারেন, এর ফলে আপনার হেল্থ মনিটরিংয়ে কোনো রকম ব্যাঘাত ঘটবে না।

TicWatch E3 স্মার্টওয়াচটিতে অনলাইন পেমেন্ট পরিষেবা, গুগল পে অ্যাক্সেস করার জন্য রয়েছে NFC (Near-field communication) সাপোর্ট। এছাড়া কল এবং মেসেজ নোটিফিকেশন দেখা যায়। শুধু তাই নয়, গুগল অ্যাসিস্ট্যান্ট থাকায় স্মার্ট হোম ডিভাইসগুলিকে খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন

Tech Gup Desk

TechGup এর নতুন ও অভিজ্ঞ লেখকরা এই প্রোফাইল থেকে খবর লেখেন। মূলত যৌথ প্রচেষ্টায় যে খবরগুলি লেখা হয়, সেগুলি এই প্রোফাইল থেকে পাবলিশ করা হয়।

Recent Posts

TCL আনল 50 ইঞ্চি স্ক্রিনের Smart TV, রিমোট ছাড়াই করতে পারবেন কন্ট্রোল

TCL লঞ্চ করল নতুন 50 ইঞ্চি স্মার্ট টিভি- 50T5K। এই টিভিতে রয়েছে দারুণ সব ফিচার।…

21 mins ago

Mohun Bagan vs Bengaluru Durand Cup: ডুরান্ড কাপের সেমিফাইনালে নিষিদ্ধ টিফো, ক্ষোভ প্রকাশ সমর্থকদের

আজ মঙ্গলবার যুবভারতীতে ডুরান্ড কাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ও বেঙ্গালুরু এফসি। অন্যদিকে…

28 mins ago

Mohun Bagan Durand Cup: নেই ম্যাকলারেন, ৯০ মিনিটে খেলা শেষ করতে চান মোহন কোচ

আজ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে জেমি ম্যাকলারেন এবং আশিক কুরুনিয়ানকে পাচ্ছে…

37 mins ago

Durand Cup 2024: লাজংকে হারিয়ে ফাইনালে নর্থইস্ট, মোহনবাগান নাকি বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলবে?

লাজং এফসিকে হারিয়ে প্রথম বার ডুরান্ড কাপের ফাইনালে উঠলো নর্থইস্ট ইউনাইটেড। প্রথম সেমিফাইনাল ম্যাচে তারা…

47 mins ago

Mohun Bagan vs Bengaluru FC Durand Cup Live: মোহনবাগান বনাম বেঙ্গালুরু ম্যাচ কখন ও কোথায় লাইভ দেখবেন

মোহনবাগান সুপার জায়ান্ট এবং বেঙ্গালুরু এফসির মধ্যে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ আজ অনুষ্ঠিত হবে।…

55 mins ago

Jay Shah: ঘরোয়া ক্রিকেটে দেওয়া হবে ভরপুর পুরষ্কার, ভারতীয় ক্রিকেটের জন্য বড় ঘোষণা করলেন জয় শাহ

ঘরোয়া পর্যায়ে সব নারী ও জুনিয়র ক্রিকেট প্রতিযোগিতায় 'প্লেয়ার অব দ্য ম্যাচ' ও 'প্লেয়ার অব…

1 hour ago