Categories: Mobiles

মাত্র 8,999 টাকায় সেরা 5G ফোন, 50MP ক্যামেরার সঙ্গে পাবেন 6,000mah ব্যাটারি

Samsung Galaxy F14 এই মুহূর্তে ভারতে স্যামসাংয়ের সবচেয়ে সস্তা 5G ফোন, যার প্রারম্ভিক মূল্য ৯,০০০ টাকারও কম। হ্যাঁ ঠিকই পড়েছেন। মাত্র ৮,৯৯০ টাকায় উপলব্ধ এই ৫জি ডিভাইসটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট সহ ফুলএইচডি+ ডিসপ্লে রয়েছে এবং এটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা অফার করে। ফোনটিতে বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারিও অন্তর্ভুক্ত রয়েছে। আসুন তাহলে Samsung Galaxy F14 5G ফোনের স্পেসিফিকেশন এবং দাম সর্ম্পকে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Samsung Galaxy F14 5G: মূল্য এবং লভ্যতা

স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ভারতে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে। এর বেস ৪ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলটির দাম ৮,৯৯০ টাকা। আর উচ্চতর ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণটির মূল্য ৯,৪৯৯ টাকা। স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফ্লিপকার্ট (Flipkart), অ্যামাজন (Amazon) এবং অফলাইন মার্কেটে শীর্ষস্থানীয় পার্টনার স্টোরগুলিতে উপলব্ধ। স্যামসাং এই হ্যান্ডসেটের সাথে তিন মাসের জন্য স্পটিফাই প্রিমিয়ামের (Spotify Premium) ফ্রি মেম্বারশিপ অফার করছে।

বর্তমানে, স্যামসাং গ্যালাক্সি এফ১৪ ৫জি ফোনে কোনও অতিরিক্ত ব্যাঙ্ক ডিসকাউন্ট নেই। তবে ফ্লিপকার্ট-অ্যাক্সিস (Flipkart-Axis) ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের ব্যবহারকারীরা ৫% ক্যাশব্যাকের জন্য যোগ্য, যা এর কার্যকরী মূল্যকে ৮,৫৪০ টাকায় নামিয়ে এনেছে৷ ফ্লিপকার্ট সমস্ত ব্যাঙ্কের ক্রেডিট কার্ডে ৩ মাসের জন্য নো-কস্ট ইএমআইও অফার করছে৷

Samsung Galaxy F14 5G: স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য

Samsung Galaxy F14 5G ফোনে ওয়াটারড্রপ নচ ডিজাইন সহ ৬.৬ ইঞ্চির আইপিএস এলসিডি স্ক্রিন রয়েছে, যা ২,৪০৮×১,০৮০ পিক্সেলের ফুলএইচডি+ রেজোলিউশন এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। এই স্ক্রিনটি গরিলা গ্লাস ৫ দ্বারা সুরক্ষিত। Galaxy F14 5G হ্যান্ডসেটটি Exynos 1330 চিপসেটে চলে, যা গ্রাফিক্সের জন্য Mali-G68 MP2 জিপিইউ-এর সাথে যুক্ত। এই ফোনে ৪ জিবি/ ৬ জিবি র‍্যাম বিকল্প এবং ১২৮ জিবি স্টোরেজ মিলবে। তবে এতে স্টোরেজ সম্প্রসারণের জন্য একটি ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লটও বিদ্যমান। Samsung Galaxy F14 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেমের ওপর ভিত্তি করে ওয়ানইউআই কোর ৫.১ (OneUI Core 5.1) কাস্টম স্কিনে রান করে।

ফটোগ্রাফির জন্য, Samsung Galaxy F14 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ উপস্থিত রয়েছে, যা এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগপ্রাইমারি ক্যামেরা এবং একটি ২ মেগাপিক্সেলের এফ/২.৪ ম্যাক্রো লেন্স, একটি এলইডি ফ্ল্যাশ দ্বারা গঠিত। আর ফোনের সামনে এফ/২.০ অ্যাপারচার সহ একটি ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বিদ্যমান। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি বিশাল ৬,০০০ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে, যা ইউএসবি-সি পোর্টের মাধ্যমে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এই স্যামসাং হ্যান্ডসেটটির কানেক্টিভিটি অপশনে সামিল রয়েছে 5G সংযোগ, ৪জি এলটিই, ডুয়েল-ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.২, জিপিএস, ন্যাভিক এবং এফএম রেডিও। Samsung Galaxy F14 5G ফোনটির পরিমাপ ১৬৬.৮ x ৭৭.২ x ৯.৪ মিলিমিটার এবং ২০৬ গ্রাম। নিরাপত্তার জন্য, ডিভাইসটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার রয়েছে। এটিতে একটি ৩.৫ মিলিমিটার হেডফোন জ্যাকও রয়েছে।

Ananya Sarkar

Recent Posts

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর দুই দলের, পেনাল্টির পর সাডেন ডেথে জয় ছিনিয়ে নিল মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

11 mins ago

Rohit Sharma: শচীনের বড় রেকর্ড ভাঙার দোড়গোড়ায় হিটম্যান, বিশ্বের সেরা ওপেনার হওয়ার সুযোগ রোহিতের

ওপেনার হিসেবে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড শচীন তেন্ডুলকারের দখলে। ওপেনিংয়ে নেমে মোট…

56 mins ago

Realme GT 7 Pro: ক্যামেরা থেকে শুরু করে ডিসপ্লে, চমকে দেওয়া ফোন আনছে রিয়েলমি

Realme GT 7 Pro ফোনটিকে বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে সংস্থা। লঞ্চের আগে এখন এই…

1 hour ago

টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার হতে চলেছে ৬ দিনের টেস্ট, কোন দুটি দল খেলবে? কবে ম্যাচ

বর্তমানে নিউজিল্যান্ড বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ৬ ম্যাচের মধ্যে ৩ ম্যাচে জয় তুলে নিয়ে…

2 hours ago

Maruti Suzuki-র বড় ঘোষণা, আসছে নতুন প্রযুক্তির গাড়ি, তেল ছাড়াই ছুটবে 550 কিমি

Maruti Suzuki অনেকদিন ধরেই eVX কোডনেমের একটি ইলেকট্রিক গাড়ির উপর কাজ করছে৷ যার কনসেপ্ট ভার্সন…

3 hours ago

ডার্বি বাতিলের পর‌ এবার নবাবের শহরে চ্যারিটি ম্যাচে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান, খেলা হবে এই ক্রিকেট স্টেডিয়ামে

এই বছর ডুরান্ড কাপের গ্ৰুপ পর্বে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মুখোমুখি হওয়ার কথা ছিল। কিন্তু আরজি…

3 hours ago