Categories: Mobiles

সবচেয়ে দামী! গাদাগুচ্ছের প্রিমিয়াম ফিচার দিয়ে বাজার কাঁপাচ্ছে এইসব Smartphone, দেখুন লিস্ট

Most Expensive Smartphones: দেখতে দেখতে কেটে গেল নতুন বছরের একটা মাস। কিন্তু এই একটা মাসেই স্মার্টফোন বাজারে কার্যত যে বিস্ফোরণ ঘটেছে, তার ইতিবাচক জের গোটা বছর জুড়ে চলবে বলে আশা করা হচ্ছে! আসলে গত বছর মানে ২০২৩ সাল স্মার্টফোন মার্কেটের জন্য খুবই বিশেষ ছিল, কেননা এই সময় বিভিন্ন রকমের ফোন বিরাট সংখ্যায় লঞ্চ হয়েছে – এমনকি বিগত কয়েক মাসে অনেকগুলি প্রিমিয়াম ফোনের লঞ্চের সাক্ষী ছিল বাজার। আর ঠিকই একইভাবে ২০২৪ সালের শুরুটাও কার্যত বিস্ফোরক হয়েছে, বছরের গোড়াতেই Samsung থেকে শুরু করে OnePlus, Vivo-র মতো প্রসিদ্ধ ব্র্যান্ডগুলি তাদের দামি ফোন বাজারে এনেছে। সেক্ষেত্রে আপনার যদি এখন এমনই কোনো প্রিমিয়াম স্মার্টফোন কেনার পরিকল্পনা এবং সাধ্য থাকে, আর কোন মডেল ছেড়ে কোনটা কেনা সঠিক সিদ্ধান্ত হবে তা বুঝে উঠতে না পারেন, তাহলে আমাদের আজকের এই প্রতিবেদনটি আপনার দারুণ কাজে আসবে। কারণ এখানে আমরা এমন কিছু দামী (৬৫ হাজার থেকে প্রায় ২ লক্ষ টাকা অবধি) স্মার্টফোনের তালিকা (Most expensive phones list) প্রস্তুত করেছি, যেখানে আপনি পেতে পারেন সেরা ক্যামেরা, ভালো ব্যাটারিসহ দুর্দান্ত সামগ্রিক পারফরম্যান্স। তো আসুন, কথা না বাড়িয়ে ঝটপট সেই তালিকা দেখে নিই।

Most expensive: হাতে অগাধ টাকা থাকলে কিনতে পারেন এই ফোনগুলি

১. iPhone 15 Pro Max: দাম ১,৭৬,৯৯০ টাকা।

এই আইফোনটিতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৭ ইঞ্চি সুপার রেটিনা এক্সডিআর ওলেড ডিসপ্লে, ৬ কোর এ১৭ (A17) প্রো বায়োনিক প্রসেসর, ৪,৪৪১ এমএএইচ ব্যাটারি এবং ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

২. Samsung Galaxy S24 Ultra: দাম ১,৫৯,৯৯৯ টাকা।

এটি বর্তমানে স্যামসাংয়ের সবচেয়ে দামী বা প্রিমিয়াম স্মার্টফোন যাতে ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ৬.৮ ইঞ্চি কিউএইচডি+ এলটিপিও ডায়নামিক অ্যামোলেড ২এক্স ডিসপ্লে, কোয়ালকম স্ন্যাপড্রাগন জেন ২ প্রসেসর, ৪,০০০ এমএএইচ ব্যাটারি এবং ২০০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ আছে।

৩. Vivo X100 Pro: দাম ৮৯,৯৯৯ টাকা।

মাত্র কয়েক সপ্তাহ আগে লঞ্চ হওয়া এই ফোনটিতে ৬.৭৮ ইঞ্চি এলটিপিও অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৯৩০০ প্রসেসর, ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা আছে।

৪. OnePlus 12: দাম ৬৯,৯৯৯ টাকা।

এই ফোনটি ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট বিশিষ্ট ৬.৮ ইঞ্চি ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর, ৫,৪০০ এমএএইচ ব্যাটারি, ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার সাথে লঞ্চ হবে বলে অনুমান করা হচ্ছে।

৫. Xiaomi 13 Pro: দাম ৭৪,৯৯৯ টাকা।

এতে আছে ৬.৭৩ ইঞ্চি ২কে (2K) অ্যামোলেড ডিসপ্লে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর, ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত ৪,৮২০ এমএএইচ ব্যাটারি, লেইকা প্রফেশনাল (Leica Professional) টিউনড্ ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

৬. Google Pixel 8 Pro: দাম ১,১৩,৯৯৯ টাকা।

এই ফোনটি ১২০ হার্টজ ৬.৭ ইঞ্চি ২কে (2K) অ্যামোলেড ডিসপ্লে, গুগল টেন্সর জি৩ প্রসেসর, ৫,০৫০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরার মতো ফিচার অফার করবে।

Anwesha Nandi

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

2 hours ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

2 hours ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

2 hours ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

3 hours ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

3 hours ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

4 hours ago