Categories: Mobiles

5000mah ব্যাটারি, 20W ফাস্ট চার্জিং সহ আসছে Moto E14, জলের দরে শীঘ্রই লঞ্চ

মোটোরোলা (Motorola) বিশ্ব বাজারে তাদের নতুন একটি E-সিরিজের স্মার্টফোন শীঘ্রই লঞ্চ করতে পারে। যার নাম Moto E14। কোম্পানি কিছু না বললেও, এখন সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ (TDRA) ও জার্মানির টিইউভি রাইনল্যান্ডের (TUV Rheinland) -মতো গুরুত্বপূর্ণ সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা গেছে, যা ইঙ্গিত করছে, Moto E14 লঞ্চ হতে আর খুব বেশি দিন বাকি নেই।

Moto E14 পেল TDRA এবং TUV Rheinland সার্টিফিকেশন

XT2421-14 মডেল নম্বর সহ একটি মোটোরোলা ফোন সংযুক্ত আরব আমিরশাহীর টিডিআরএ সার্টিফিকেশন ডেটাবেসটি হাজির হয়েছে, যা প্রকাশ করেছে যে এটি মোটো ই14 নামে বাজারে আসবে। তবে এই সার্টফিকেশনটি মডেল নম্বর এবং নাম ছাড়া স্মার্টফোনটির সম্পর্কে আর কোনও তথ্য প্রকাশ করেনি।

অন্যদিকে, টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশন প্রকাশ করেছে যে, মোটো ই14 ফোনটি 4,850 এমএএইচ রেটেড ব্যাটারির সাথে আসবে। তবে 4,850 এমএএইচ রেটযুক্ত ব্যাটারিটি 5,000 এমএএইচ টিপিক্যাল ক্যাপাসিটির সাথে আত্মপ্রকাশ করতে পারে। মোটোরোলা 10 ওয়াট, 15 ওয়াট এবং 20 ওয়াট চার্জিং অ্যাডাপ্টর সহ টিইউভি রাইনল্যান্ড সার্টিফিকেশনে আসন্ন স্মার্টফোনটিকে পরীক্ষা করেছে। এই টেস্ট থেকে জানা গেছে যে, মোটো ই14-এ 20 ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সাপোর্ট করবে।

এছাড়া, মোটোরোলা স্মার্টফোনটির অন্যান্য স্পেসিফিকেশনগুলি আপাতত অজানাই রয়েছে। তবে আশা করা যায় যে লঞ্চ কাছাকাছি আসার সাথে সাথে ডিভাইসটিকে আরও সার্টিফিকেশন প্ল্যাটফর্মে দেখা যাবে। এই নতুন মোটো ই-সিরিজের ফোনটি কি কি অফার করতে পারে, তার ধারণা পেতে এর পূর্বসূরি Moto E13-এর স্পেসিফিকেশনগুলি দেখা যেতে পারে।

Moto E13-এর স্পেসিফিকেশন

Moto E13-এ 6.5 ইঞ্চির ডিসপ্লে রয়েছে, যা এইচডি+ রেজোলিউশন, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 269 পিপিআই পিক্সেল ডেনসিটি, 60 হার্টজ রিফ্রেশ রেট অফার করে। ফোনটি Unisoc T616 প্রসেসরের সাথে এসেছে, যা Mali G57 জিপিইউ-এর সাথে যুক্ত হবে। সফ্টওয়্যারের ক্ষেত্রে, ফোনটি অ্যান্ড্রয়েড 13 গো এডিশনে রান করে। এতে 2 জিবি/4 জিবি/8 জিবি র‍্যাম বিকল্প, 64 জিবি /128 জিবি ইন-বিল্ট স্টোরেজ এবং অতিরিক্ত স্টোরেজ ক্ষমতার জন্য মাইক্রোএসডি কার্ড স্লট রয়েছে।

ফটোগ্রাফির জন্য, Moto E13-এর পিছনে এফ/2.2 অ্যাপারচার এবং PDAF সহ 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে। আর ফোনের সামনে এফ/2.2 অ্যাপারচার সহ একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা অবস্থান করছে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E13-এ 5,000 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা স্ট্যান্ডার্ড 10 ওয়াট চার্জিং সাপোর্ট করে।

Ananya Sarkar

Recent Posts

সস্তায় এত সুন্দর স্মার্টফোন! Redmi 14C বাজারে ঝড় তুলতে লঞ্চ হচ্ছে এই তারিখে

Redmi 14C ফোনটি চলতি মাসের শেষেই বাজারে পা রাখতে চলেছে। লঞ্চের আগে এটিকে এখন একটি…

26 mins ago

Shakib Al Hasan: পাকিস্তানে টেস্ট খেলা সাকিবের মাথায় ভেঙে পড়লো আকাশ, খুনের অভিযোগ দায়ের করা হল ক্রিকেটারের বিরুদ্ধে

সকল রাজনৈতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে তাদের মধ্যে সাকিব অন্যতম।

33 mins ago

India Post Scam: এক মেসেজেই চুরি যাচ্ছে ব্যক্তিগত তথ্য, আপনার ফোনে এলে এড়িয়ে চলুন

বর্তমানে নতুন ভাবে প্রতারণা শুরু করেছে স্ক্যামাররা। এখন তারা India Post-এর নামে ভুয়ো মেসেজ পাঠিয়ে…

41 mins ago

ফিরে এলো ভাউসাহেব মেমোরিয়াল ট্রফি, ভারতের মাটিতে আর্জেন্টিনা অজি ক্লাবের সাথে খেলবে ভারতীয় ক্লাব

ভাউসাহেব বন্দোদকার মেমোরিয়াল ট্রফি একটি অন্যতম ভারতীয় ফুটবল টুর্নামেন্ট যা গোয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা আয়োজন…

52 mins ago

অত্যাধুনিক স্কুটার এবার হাতের মুঠোয়, পড়শি দেশে গাড়ি লঞ্চ করছে ভারতের Ather Energy

অত্যাধুনিক ইলেকট্রিক স্কুটার তৈরির জন্য বিখ্যাত Ather Energy এদিন শ্রীলঙ্কার বাজারে পা রাখার ঘোষণা করেছে।…

1 hour ago

Mohun Bagan Durand Cup: রুদ্ধশ্বাস ম্যাচে কাঁটায় কাঁটায় টক্কর, অবিশ্বাস্য জয় ছিনিয়ে নিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান

আজ ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধে সবুজ মেরুনদের আক্রমণে জেসন কামিন্স, পেত্রাতোসের অভাব টের পাচ্ছিল…

2 hours ago