Moto E22 ফোনের প্রি-অর্ডার শুরু হল, ডুয়েল রিয়ার ক্যামেরার সাথে রয়েছে পাওয়ারফুল ব্যাটারি

লেনোভো (Lenovo)-অধীনস্থ জনপ্রিয় স্মার্টফোন ব্র্যান্ড মোটোরোলা (Motorola) বর্তমানে Moto E22 নামে একটি বাজেট রেঞ্জের হ্যান্ডসেট শীঘ্রই বাজারে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। সাম্প্রতিক একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, ব্র্যান্ডটি আগামীকাল, অর্থাৎ ১৬ সেপ্টেম্বর এই আসন্ন ডিভাইসটি উন্মোচন করবে। এই রিপোর্টে নয়া মোটো ফোনটির স্পেসিফিকেশন থেকে শুরু করে দাম পর্যন্ত প্রায় সবকিছুই প্রকাশ করা হয়েছে। আর এখন আবার এক সুপরিচিত টিপস্টার জানিয়েছেন যে, Moto E22 একটি ব্রাজিলিয়ান রিটেইলার সাইটে তালিকাভুক্ত হয়েছে এবং এই তালিকাটি থেকে আপকামিং হ্যান্ডসেটটির সম্পর্কে একাধিক তথ্যও প্রকাশ্যে এসেছে। চলুন এগুলি দেখে নেওয়া যাক।

মোটো ই২২-এর সম্ভাব্য দাম – Moto E22 Expected Price

টিপস্টার রোনাল্ড কোয়ান্ডট (Roland Quandt) ব্রাজিলের রিটেইলার প্ল্যাটফর্ম কাবুম (Kabum)-এ আসন্ন মোটো ই২২-এর তালিকাটি স্পট করেছেন। এই তালিকা অনুসারে, ফোনটি দুটি কনফিগারেশনে পাওয়া যাবে: ২ জিবি র‍্যাম + ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‍্যাম + ৬৪ জিবি স্টোরেজ। বেস মডেলটির দাম সম্পর্কে তালিকায় কিছু উল্লেখ করা হয়নি, তবে উচ্চতর সংস্করণটি ১,৬১৯ রিয়েল (প্রায় ২৫,০০০ টাকা) মূল্যের সাথে তালিকাভুক্ত হয়েছে। হ্যান্ডসেটটিকে ব্ল্যাক হোয়াইট এবং ব্লু-এই তিনটি কালার অপশনে বেছে নেওয়া যাবে। মোটো ই২২ এখন রিটেইলার সাইটে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ রয়েছে। যদিও তালিকাটি প্রকাশ করেছে যে, ফোনটি আগামীকাল (১৬ সেপ্টেম্বর) থেকে সরবরাহ করা শুরু হবে।

মোটো ই২২-এর সম্ভাব্য স্পেসিফিকেশন – Moto E22 Expected Specifications

রিটেইলার সাইটের তালিকা অনুযায়ী, মোটো ই২২-এ ৬.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে থাকবে, যা ৭২০ x ১,৬০০ পিক্সেলের ফুল এইচডি+ রেজোলিউশন, ২০:৯ অ্যাসপেক্ট রেশিও এবং ৯০ হার্টজ রিফ্রেশ হার অফার করে। ডিভাইসটি মিডিয়াটেক হেলিও জি৩৭ চিপসেট দ্বারা চালিত, যার সাথে সর্বাধিক ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি পর্যন্ত স্টোরেজ যুক্ত থাকবে। অতিরিক্ত স্টোরেজের জন্য, এতে একটি মাইক্রোএসডি কার্ড স্লটও পাওয়া যাবে। মোটো ই২২ অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমে রান করবে।

ফটোগ্রাফির জন্য, Moto E22-এর রিয়ার প্যানেলে একটি এলইডি ফ্ল্যাশ সহ ১৬ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং একটি ২ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর সমন্বিত ডুয়েল ক্যামেরা সেটআপ অবস্থান করবে। আর সেলফি তোলার জন্য ফোনের সামনে একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা দেখা যাবে। হ্যান্ডসেটটিতে ডলবি অ্যাটমস-চালিত ডুয়েল স্পিকার সেটআপ অন্তর্ভুক্ত থাকবে। পাওয়ার ব্যাকআপের জন্য, Moto E22 ৪,০২০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে, যা ১০ ওয়াট চার্জিং সাপোর্ট করবে। ডিভাইসটি ডুয়েল সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১এসি, ব্লুটুথ ৫.০, জিপিএস, এফএম রেডিও, একটি ইউএসবি-সি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিও জ্যাকের মতো কানেক্টিভিটি ফিচারগুলি অফার করবে। সবশেষে, Moto E22-এর পরিমাপ হবে ১৬৩.৫ x ৭৪.৬ x ৭.৯৯ মিলিমিটার।